সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা নিয়ে আইন যা বলে
This page was last updated on 11-Jan-2025 09:38pm , By Ashik Mahmud Bangla
আমরা যারা বাইক ব্যবহার করি তারা যে কোন সময় সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হতে পারি। আর যখন আমাদের সাথে কোন দূর্ঘটনা ঘটে যায় তখন বুদ্ধি কাজ না করা খুব কমন একটা ব্যাপার , এই সময়টাতে কি করা উচিৎ আর কি করা উচিৎ না এটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। কিন্তু আমাদের দেশে সড়কে যে কোন সমস্যা হলে সেক্ষেত্রে আমাদের কি করনীয় এই সম্পর্কে আইনে স্পষ্ট অনেক কিছুই বলা থাকে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই আইন সম্পর্কে জানতে চাই না।
দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা নিয়ে আইন যা বলে
সড়ক পরিবহণ আইন ২০১৮ সনের ৪৭ নং আইন এর নবম অধ্যায় এ সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা নিয়ে যা বলা আছে ,
ধারা ৬২ (১) কোনো সড়ক দুর্ঘটনা ঘটিলে সংশ্লিষ্ট মোটরযান চালক, কন্ডাক্টর বা তাহাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে নিকটস্থ থানা এবং, ক্ষেত্রমত, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালকে অবহিত করিবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করিবেন।
টোল ফ্রি নম্বরের তালিকা
বিবরণ | টোল ফ্রি নম্বর |
---|---|
সরকারি তথ্য ও সেবা | ৩৩৩ |
জরুরী সেবা | ৯৯৯ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | ১০৯ |
দুর্নীতি দমন কমিশন | ১০৬ |
দূর্যোগের আগাম বার্তা | ১০৯০ |
স্বাস্থ্য বাতায়ন | ১৬২৬৩ |
জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার | ১০৫ |
মানবাধিকার কল সেন্টার | ১৬১০৮ |
(২) বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করিবে, যাহার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরযানের চালক, কন্ডাক্টর, মালিক, প্রতিষ্ঠান বা পরিচালনাকারী বা তাহাদের প্রতিনিধি বা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা যাত্রী বা সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষকারী কোনো ব্যক্তি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরে টেলিফোন করিয়া জরুরি উদ্ধার, চিকিৎসা ইত্যাদির জন্য তাৎক্ষণিক সহায়তা চাহিতে পারিবেন।
Also Read: সিটি রাইডে দুর্ঘটনা এড়াতে যেসকল সতর্কতা মেনে চলতে হবে
আইনের সাহায্য নিতে অনেকেই ভয় পান, কিন্তু আপনি যদি সঠিক থাকেন তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সব সময় নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে বাইক রাইড করুন।
ধন্যবাদ