মোটরসাইক্লিং ইন্ডাস্ট্রিতে প্রচলিত কিছু ভুল ধারণা যা আমাদের বিভ্রান্ত করে
This page was last updated on 20-Mar-2024 06:54am , By Saleh Bangla
মোটরসাইক্লিং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ও অত্যন্ত জনপ্রিয় একটি আউটডোর একটিভিটি, যা মূলত: মোটরসাইকেল আবিষ্কারের পর থেকেই বিকশিত হতে শুরু করেছে। তাই আজকাল, দৈনন্দিন জীবনে সাধারন চলাফেরার সাথে সাথে অ্যাডভেঞ্চার রাইডের জন্যও মোটরসাইকেলের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
তবে যাইহোক, মোটরসাইকেল ইন্ডাষ্ট্রিতে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে প্রচলিত বা প্রচারিত বেশ কিছু মিথ ও ভুল ধারণার চল রয়েছে, যা সত্যিকার অর্থে যথেষ্ট বিভ্রান্তিকর। তাই একজন সচেতন মোটরসাইক্লিস্ট হিসেবে মোটরসাইক্লিং ইন্ডাস্ট্রিতে প্রচলিত কিছু ভুল ধারণা যা আমাদের বিভ্রান্ত করে সেগুলি আজ আমরা আলোচনা করবো।
মোটরসাইক্লিং ইন্ডাস্ট্রিতে প্রচলিত কিছু ভুল ধারণা যা আমাদের বিভ্রান্ত করে
মোটরসাইকেল দৈনন্দিন জীবনে চলাচলের জন্য চমৎকার একটি বাহন এবং শখের মোটরসাইক্লিং বিশ্বের প্রায় সর্বত্রই বেশ জনপ্রিয়। ফলে, মোটরসাইকেল ও মোটরসাইক্লিং বর্তমানে একটি বড়ো ইন্ডাস্ট্রি যার সাথে একাধিক ধরনের ব্যবসা ও বিশ্বব্যাপী বিশাল সংখক জনসমষ্টি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তবে, অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই এই ইন্ডাস্ট্রিতেও বিজনেস প্রফেশনালরা প্রায়ই কিছু ভুল ধারণা ইচ্ছায় বা অনিচ্ছায় প্রচার করে, যা সাধারন মোটরসাইক্লিস্টদেরও ভুল ধারণার দিকে নিয়ে যায়। সুতরাং, সেই ভুল ধারণাগুলির কিছু এখানে তুলে ধরা হলো।
>> সাধারণভাবে আমাদের অনেকের মনেই একটি ধারনা রয়েছে যে, বেশি ফিচারের ও টেকনিক্যালি বেশি এ্যাডভান্সড মোটরসাইকেলগুলি বেশি ভাল। আর মোটরসাইকেল সেলাররা মূলত: আমাদের সেগুলিই কিনতে উদ্বুদ্ধ করে। কিন্তু সত্যিকার অর্থে বিষয়টি একদমই ভুল। কেননা, হাইলি-ফিচারড ও টেকনিক্যালি এ্যাডভান্সড মোটরসাইকেলগুলির মেকানিজম যথেষ্ট জটিল, যেগুলি সাধারন মোটরসাইকেলের মতো যথেচ্ছ ব্যবহারের উপায় নেই। বরং, সাধারন ব্যবহারে এসব মোটরসাইকেল রাস্তায় যেকোনো জটিল পরিস্থিতি তৈরী করতে পারে।
>> মোটরসাইক্লিস্টদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে, বড় সাইজের বা বিগার-ক্যাপাসিটি মোটরসাইকেলগুলো বেশি ভালো। আর মোটরসাইকেল ডিলাররা সচরাচরই তাদের কাষ্টমারদের কাছে বড় মোটরসাইকেলগুলিই সেল করা জন্য প্ররোচনা দেন। তারা প্রচার করেন যে, ট্রাভেলিং ও আ্যাডভেঞ্চার রাইডের জন্য বিগার-ক্যাপাসিটি মোটরসাইকেলগুলিই বেশি ভালো। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো; কেননা, আপনি যত বড় মোটরসাইকেল চালাবেন, সার্বিকভাবে আপনার ব্যয় তত বেশি হবে এবং আপনাকে তত বেশি ঝামেলা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।
>> মোটরসাইকেল ম্যানুফ্যাকচারাররা তাদের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের যেসব ফিচার ও টেকনিক্যোল এ্যাডভান্সমেন্ট প্রচার করেন তার বেশিরভাগই মূলত: একজন রাইডারের প্রাত্যহিক জীবনে তেমনভাবে ব্যবহারের প্রয়োজন পড়ে না। বরং, এসব ফিচার ও এড-অন একটি নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলকে বাজারের প্রতিযোগিতায় বিশেষভাবে তুলে ধরার বিপণন কৌশল, যা সত্যিকার অর্থে একজন রাইডারের প্রাত্যহিক ব্যবহারে খুবই কম প্রভাব ফেলে।
>> মোটরসাইকেল কেনার সময়, আমরা প্রায়ই মোটরসাইকেল বিক্রেতাদের নানা ভাষন ও চটকদার প্রচারনায় প্ররোচিত হই। তারা স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন মোটরসাইকেলের বিভিন্ন ফিচার ও এ্যাডভান্সমেন্টগুলিকে হাইলাইট করে, যা আমাদের প্রাত্যহিক জীবনের স্বাভাবিক প্রয়োজনীয়তায় যথেষ্ট সার্ভিস নাও দিতে পারে। এছাড়াও অনেকসময়ই আমরা বিভিন্ন মোটরসাইকেলের চটকদার ফিচার দেখে প্রলোভিত হই, যা বাস্তবিকক্ষেত্রে আমাদের আসলে কোন প্রয়োজনই নেই। ফলে এসব ফিচারের জন্য প্রলোভিত হওয়া ও বাড়তি ব্যায় করা মোটেও যুক্তিসংগত নয়।
>> অনেক মোটরসাইকেল রাইডারই সাধারণত মোটরসাইকেল গ্যাজেট ও এ্যাক্সেসরিজ সেলারদের দ্বারা বেশ প্রভাবিত হয়ে থাকে। ফলে তাদের অনেকেই অযথা অনেক ধরনের গ্যাজেট ও এ্যাক্সেসরিজ কিনে এবং সেইসব গ্যাজেট তাদের মোটরসাইকেলে সেটও করে। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগক্ষেত্রেই এসব গ্যাজেট তাদের রাইডের ক্ষেত্রে তেমন কাজে লাগে না বরং এসবের পিছনে অর্থ ব্যয় করা অর্থের অপচয় মাত্র, এবং প্রায়শ:ই এসব জটিলতা বাড়ায়।
>> আধুনিক এই সময়ে মোটরসাইকেল রাইডিং অনেকের কাছেই একটি লাইফস্টাইল অ্যাক্টিভিটি হয়ে উঠেছে। ফলে, মোটরসাইকেল রাইডাররা প্রায়শ:ই অতি আধুনিক, হাই-প্রোফাইল, এবং বিগার-ক্যাপাসিটি মোটরসাইকেলের প্রতি আকৃষ্ট। আর মোটরসাইকেল সেলাররাও শো-অফ ও লাক্সারী পন্য হিসেবে তাদের হাইলি-ফিচারড মোটরসাইকেলগুলিকে প্রমোট করে। ফলে রাইডাররা অযথাই এসব বিলাসবহুল মোটরসাইকেলগুলিতে প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু বাস্তবতা হলো এসব লাক্সারী মোটরসাইকেল প্রকৃতপক্ষে রাইডিংয়ে কোন ইতিবাচক প্রভাব ফেলে না।
>> আপনার মোটরসাইকেলে যত বেশি আধুনিক ইলেকট্রনিক্স ও ফিচার থাকবে, আপনি তত বেশি সুবিধা পাবেন। এটি বর্তমানে মোটরসাইকেল ইন্ডাষ্ট্রিতে একটি খুব জনপ্রিয় মার্কেটিং ক্যাম্পেইন। তবে যে যাই বলুক, বিশ্বাস করুন, এগুলি শুধুমাত্র ম্যানুফ্যাকচারার ও বিজনেসম্যানদের পক্ষ থেকে হাই-প্রাইসড মোটরসাইকেলগুলির স্বপক্ষে একটি মার্কেটিং টেকনিক। বরং বাস্তবে, প্রায়শ:ই এর বিপরীতটাই ঠিক বলে প্রমানিত।
>> এক্সপেনসিভ ও হাইলি-ফিচারড মোটরসাইকেলের মতো, ব্যবসায়ীরা মোটরসাইকেল রাইডারদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের দামী ও প্রেষ্টিজিয়াস রাইডিং গিয়ারেরও মার্কেটিং করে। ফলে, লাইফস্টাইল প্রডাক্ট হিসেবে গন্য করে অনেক রাইডারই তাদের আভিজাত্য তুলে ধরার জন্য এসবে গভীরভাবে প্রলুব্ধ হয়। তবে, চরম সত্য হলো কোন দামী রাইডিং গিয়ারই একজন রাইডারকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে না। বরং স্ট্যান্ডার্ড লেভেলের রাইডিং গিয়ারই একই রকম প্রটেকশন দিতে পারে’ আর তা কেবল একটি নির্দিষ্ট মাত্রায়। তাই ভালোমানের স্ট্যান্ডার্ড সেফটি গিয়ার কেনার দিকেই আমাদের নজর দেয়া উচিৎ, যা সত্যিই গুণগতমান নিশ্চিত করতে পারে।
>> এছাড়াও সার্ভিস ও মেইনটেন্যান্সের ক্ষেত্রে, আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, যেগুলির দ্বারা ব্যবসায়ীরা আমাদের যথেষ্ট বিভ্রান্ত করে। তারা প্রায়শ:ই আমাদের মোটরসাইকেলের ঘন ঘন সার্ভিস ও মেইনটেন্যান্স করতে পরামর্শ দেয় ও উদ্বুদ্ধ করে, এমনকি যদি সেগুলি তেমন দুরূত্বে নাও চলে থাকে। সত্যিকার অর্থে, এটি আসলে তাদের বিজনেস পলিসি, যা সময়ের আগে বা অল্প চলা কোন মোটরসাইকেলের জন্য একেবারেই অপ্রয়োজনীয়, বরং শুধুমাত্র অর্থের অপচয়। তাই কেবল সময়মতো ও প্রয়োজনেই আপনার মোটরসাইকেলের সার্ভিস ও মেইনটেন্যান্স করুন।
>> পরিশেষে, মোটরসাইকেল ইন্ডাষ্ট্রিতে ব্যবসায়ীদের একটি বহুল প্রচলিত কৌশল হলো, তারা রাইডারদের রাইড প্রমোট করার বদলে তাদের বিভিন্ন ইভেন্টে যোগদান, মোটরসাইকেল, গ্যাজেট, গিয়ার, ও এ্যাক্সেসরিজ কেনা ও প্রচারনায় প্রলুব্ধ করেন। একইভাবে, তারা বারবার এসবে আমাদের অর্থ ব্যয় করতে এবং সেই প্রবাহে পরিচালিত হতে প্ররোচিত করেন। ফলে, রাইডাররা বিভ্রান্ত হয়ে তাদের রাইডিংয়ের বদলে এসবে মনোযোগী হয়ে প্রতিযোগীতায় মেতে ওঠে। তাই আমাদের এসবে মনোযোগ নিবদ্ধ না করে বরং রাইডিংয়ে মনোযোগী হওয়া উচিৎ।
তো বন্ধুরা, এই হলো মোটরসাইকেল ইন্ডাষ্ট্রিতে প্রচলিত সব বিভ্রান্তিকর প্রচলন। এসব মূলত: ব্যবসায়ীদের স্বপক্ষের কিছু কৌশল, যার দ্বারা ব্যবসায়ীরা আমাদের বিভ্রান্ত করে ও ভুল পথে পরিচালিত করে। মূলত: তাদের লক্ষ হলো রাইডারদের কাছে তাদের প্রডাক্ট ও সার্ভিস সেল করা, তাদের প্রমোশনে রাইডারদের ব্যবহার করা, এবং পক্ষান্তরে এসবে তাদের অর্থ ব্যয় করা। তাই প্রকৃতপক্ষে, আমাদের আসলে কি এবং কতটুকু প্রয়োজন সে সম্পর্কে পরিস্কার ধারনা রাখা উচিত এবং সেই অনুযায়ী ব্যয় করা উচিত। সুতরাং, আসুন আমরা আমাদের রাইডিংয়ে বেশি মনোযোগী হই এবং আমাদের রাইড উপভোগ করি। ধন্যবাদ।