মোটরসাইকেলে আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ব্যবহারের সুবিধা কি?

This page was last updated on 25-Apr-2024 09:35am , By Saleh Bangla

মোটরসাইকেল কেবলমাত্র একটি চমৎকার বাহনই নয় বরং রাইডারদের কাছে এটি একটি আবেগও বটে। তাই, মোটরসাইকেল রাইডাররা তাদের মোটরসাইকেলে নিজের মতো করে কসমেটিক চেঞ্জ করতে যেমন পছন্দ করেন তেমনি বেশকিছু পারফর্মেন্স মডিফিকেশনও করে থাকেন। আর এই পারফরম্যান্স আপগ্রেড মডিফিকেশনগুলির মধ্যে একটি হলো, মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেমে আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেকপ্যাড ইনস্টল করা। তো মোটরসাইকেলে আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ব্যবহারের সুবিধা কি সেই বিষয়ে আজ আমরা জানবো।

 

মোটরসাইকেলে আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ব্যবহারের সুবিধা কি?

সচরাচর মোটরসাইকেল ম্যানুফ্যাকচারাররা তাদের মোটরসাইকেলে যেসব স্ট্যান্ডার্ড পার্টস ব্যবহার করেন তা মূলত: একটি সীমিত পরিসরের ও স্ট্যান্ডার্ড রেঞ্জের পারফরম্যান্স দিতে পারে। তাই অনেক ক্ষেত্রেই একজন রাইডারের তার মোটরসাইকেলের কিছু কিছু স্ট্যান্ডার্ড পার্টস পরিবর্তন করে সেটির পারফরম্যান্স বাড়ানোর সুযোগ থাকে। 

মূলত: সেইসূত্রেই রাইডাররা তাদের মোটরসাইকেলের পারফর্ম্যান্স বাড়ানোর জন্য আফটারমার্কেট পারফর্ম্যান্স পার্টস দিয়ে বিভিন্ন আপগ্রেড করে থাকেন। আর মোটরসাইকেলের ব্রেকিং পারফর্ম্যান্স আপগ্রেড করার ক্ষেত্রে, আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেকপ্যাড ইনস্টল করা বেশ প্রচলিত ও কার্যকর একটি আপগ্রেড যেটি তেমন ব্যয়বহুলও নয়।

সাধারণত, একটি মোটরসাইকেলে ম্যানুফ্যাকচারার প্রদত্ত স্টক ব্রেকপ্যাডগুলি সাধারণ রাইডিং মোডে মোটমুটি মানের পারফরম্যান্স দিতে পারে। তবে হার্ডকোর রাইডিংয়ে এসব ব্রেকপ্যাড যথেষ্ট স্টপিং পারফরম্যান্স নাও দিতে পারে। তাই রাইডাররা অনেকসময়ই আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ব্যবহার করেন। তবে এই আপগ্রেড থেকে আসলে কতটা সুবিধা পাওয়া যেতে পারে চলুন সেটি দেখে নেওয়া যাক।

আফটারমার্কেট পারফরমেন্স ব্রেকপ্যাড ব্রেকিং পাওয়ার উন্নত করে

মোটরসাইকেলে আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ব্যবহারের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলির মধ্যে একটি হলো, এগুলি মোটরসাইকেলের স্টক ব্রেকপ্যাডের দুর্বলতা ও ঘাটিতিগুলো যথেষ্ট পরিমানে পুষিয়ে দিতে পারে। 

কেননা, আফটারমার্কেট পারফর্ম্যান্স ব্রেকপ্যাডগুলি স্টক ব্রেকপ্যাডের তুলনায় হায়ার ফ্রিকশন ফিচার সমৃদ্ধ করিই ডিজাইন করা হয়। যার অর্থ, এগুলি স্টক প্যাডের চেয়ে ভাল স্টপিং পারফর্মেন্স দিতে পারে। ফলে, এসব ব্রেকপ্যাড ব্রেক প্রয়োগের সাথে সাথে মাত্রা অনুযায়ী আরো কার্যকরীভাবে ব্রেকডিস্ক চেপে ধরে ও কার্যকরী ব্রেকিং নিশ্চিত করে।

আফটারমার্কেট পারফরমেন্স ব্রেকপ্যাড ব্রেকিং পারফর্মেন্স উন্নত করে

দ্বিতীয়ত, আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেকপ্যাডগুলি ব্রেক মেকানিজমে প্রয়োগ করা চাপের বিপরীতে অত্যন্ত সংবেদনশীল হয়। ফলে এসব ব্রেকপ্যাড ব্রেক লিভারের চাপ অনুপাতে সমানুপাতিভাবে তাৎক্ষনিকভাবে কাজ করে। সুতরাং, এই প্যাডগুলি স্টক ব্রেকপ্যাডের তুলনায় অনেক বেশি কার্যকর। অতএব, আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেক প্যাডগুলি বিশেষ করে হার্ডকোর রাইডারদের জন্য অন্য মাত্রায় পারফর্মেন্স নিশ্চিত করে।

আফটারমার্কেট পারফর্মেন্স ব্রেকপ্যাডগুলি বেশি হিট রেজিস্ট্যান্ট

মোটরসাইকেলের ব্রেক মেকানিজমে স্টক ব্রেকপ্যাডগুলি হুইল ব্রেক করার সময় ডিস্কের সাথে সরাসরি ঘর্ষণের কারণে উল্লেখযোগ্য পরিমাণে তাপ উৎপন্ন করে। আর এই উৎপন্ন তাপ দীর্ঘ সময়ে ব্রেক প্যাডগুলিকে বিকৃত করে দিতে পারে, দ্রুত ক্ষয় করে দিতে পারে, এবং অতিরিক্ত গরম হলে প্যাডগুলির কার্যকারিতাও নষ্ট করে দিতে পারে। 

সেদিক দিয়ে আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেক প্যাডগুলি অত্যন্ত হিট রেজিস্ট্যান্ট ধরনের হয়ে থাকে। ফলে এসব ব্রেকপ্যাড এক্সট্রিম রাইডিং কন্ডিশনেও তেমন গরম হয়না। তাই এই ব্রেক প্যাডগুলি দীর্ঘসময় যেমন ভালো থাকে, তেমন ব্রেকডিস্কও ভালো রাখে, আর সর্বপরি লম্বা সময় ধরে ব্রেকিং এফিশিয়েন্সি নিশ্চিত করে।

আফটারমার্কেট পারফরমেন্স ব্রেকপ্যাড অনেক বেশি সলিড

সময়ের সাথে সাথে, মোটরসাইকেল ব্রেকিং সিস্টেমের স্টক ব্রেকপ্যডগুলোতে তাদের সার্ভিস লাইফের মধ্যে এবং এক্সট্রিম রাইডিং কন্ডিশনে অনাকাঙ্খিত ক্ষয় ও বিকৃতি একটি সাধারণ সমস্যা। এটি হয় মূলত: ব্রেকপ্যাডগুলিতে অতিরিক্ত তাপ তৈরী হবার কারণে, সেইসাথে ময়লা ও ধুলাবালি জমা, এবং বৃষ্টি বা ভেজা আবহাওয়ার কারণে ।

সুতরাং, স্টক ব্রেকপ্যাডগুলি দ্রুত নষ্ট হবার প্রবণতা ব্রেকের সামগ্রিক কার্যক্ষমতাকে সময়ের আগেই নষ্ট করে দিতে পারে। অপরদিকে, আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেক প্যাডগুলি গঠণে অত্যন্ত সলিড ধরণের। ফলে এক্সট্রিম রাইডিং এবং ওয়েদার কন্ডিশনেও এগুলি সহজে বিকৃত হয় না। আর তাই এসব ব্রেকপ্যাড তাদের সার্ভিস লাইফটাইমে সুপারিয়র ব্রেকিং পারফর্মেন্স প্রদান করে।

আফটারমার্কেট পারফর্মেন্স ব্রেকপ্যাডগুলি টেকসই ধরণের

মোটরসাইকেলের আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেকপ্যাডগুলি স্টক প্যাডের তুলনায় সাধারণত বেশি চাপ সহ্য করার মতো করে ডিজাইন এবং তৈরি করা হয়। এই ব্রেক প্যাডগুলি সাধারণত অত্যাধুনিক এবং হাই-কোয়ালিটি ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়, যাতে চরম রাইডিং কন্ডিশনেও ক্ষয়ে বা বিকৃত হয়ে না যায়। আর এসব ব্রেকপ্যাড বেশি মাত্রায় হিট রেজিষ্ট্যান্ট হয়। ফলে আফটারমার্কেট পারফরমেন্স ব্রেকপ্যাডগুলি যথেষ্ট টেকসই ধরণের হয় আর স্টক ব্রেকপ্যাডের মতো ঘন ঘন পরিবর্তনের প্রয়োজন হয় না।

সুতরাং সবমিলিয়ে বলা যায় যে, আফটারমার্কেট পারফরম্যান্স ব্রেকপ্যাডগুলি হার্ডকোর মোটরসাইকেল রাইডারদের বিভিন্নভাবে সুবিধা দিতে পারে। এসব ব্রেকপ্যাড যেমন ভালো ব্রেকিং পারফর্মেন্স নিশ্চিত করে, তেমনি দীর্ঘসময় ধরে টাফ রাইডিং ও ওয়েদার কন্ডিশনেও ভালো সার্ভিস দিতে পারে। তবে একথাও মনে রাখা উচিৎ যে, একটি মোটরসাইকেলে ভালো ব্রেকিং পারফর্ম্যান্স পাওয়ার জন্য পারফর্ম্যান্স ব্রেকপ্যাড ইনস্টল করার পাশাপাশি আরো কিছু পরিমার্জনের প্রয়োজন হতে পারে। সুতরাং, একজন হার্ডকোর রাইডারের সেদিকেও নজর দেয়া উচিৎ। ধন্যবাদ।