Zontes বিজয় দিবস অফার ২০২১!

This page was last updated on 31-Jul-2024 07:50am , By Raihan Opu Bangla

মটোটেঁক ইন্ডাস্ট্রি বাংলাদেশে Zontes Bike এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। Zontes তাদের কাস্টোমারদের জন্য বিজয় দিবস উপলক্ষ্যে নিয়ে এসেছে বিজয় দিবস অফার ২০২১। এই বিজয় দিবস অফারে জনটেস তাদের সিলেক্টেড মডেলের উপর দিচ্ছে বিজয় দিবস অফার। এই অফারটিতে তারা দিচ্ছে সর্বোচ্চ ১৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। Zontes ZT155-G1 মডেলের বাইকটির উপর তারা দিচ্ছে এই অফার। 

 

বর্তমানে বাইকটির প্রি-বুকিং নেয়া হচ্ছে। 

যেসব কাস্টোমার প্রি-বুকিং করবেন, তারা পেয়ে যাবেন এই বিজয় দিবস ক্যাশব্যাক অফার। জনটেস এই বছরই বাংলাদেশে প্রথমবারের মত লঞ্চ করা হয়। যদিও জনটেস একটি চাইনিজ ব্র্যান্ড, তবুও ইউকে, মালেয়শিয়া এবং ইউরোপিয়ান অনেক দেশেই এই ব্র্যান্ডের দেখা পাওয়া যায়। জনটেস এর ১২৫সিসি থেকে ৩১০সিসি পর্যন্ত অনেক মডেলের বাইক রয়েছে। বাংলাদেশের জন্য তারা নিয়ে এসেছে ৪টি ১৫৫সিসি সেগমেন্টের মোটরসাইকেল।

Click To See ZT155-G1 First Impression


বাইকটিতে দেয়া হয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ১৫৫সিসি বিশিষ্ট ইঞ্জিন। ইঞ্জিনটি এফআই মানে ফুয়েল ইঞ্জেক্টেড এবং লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে  18.8HP @ 9250rpm, এবং 16Nm @ 7500rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। জনটেস এর এই বাইক মডেল ছাড়াও আরও দুটি মডেল রয়েছে। সেগুলো হচ্ছে যথা ক্রমে Zontes ZT155 U এবং Zontes ZT155-U1

 

এই বিজয় দিবস অফার ২০২১ এ ZT155-G1 বাইকটি প্রি-অর্ডার করে বুঝে নিন আপনার ১৬,০০০ টাকা ক্যাশব্যাক। এই অফারটি চলবে আগামী ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। তাই দেরি না করে আজই বুকিং দিয়ে ফেলুন এই বাইকটি। এছাড়াও zontes এর সবধরনের ব্লগ পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।