ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স ফিচার রিভিউ
This page was last updated on 04-Jan-2025 12:16pm , By Saleh Bangla
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স চায়নীজ ব্র্যান্ড । বাংলাদেশের কমিউটার সেগমেন্ট যে মোটরসাইকেল গুলো রয়েছে তার মধ্যে অনেক বাইকই চায়না থেকে তৈরি করা। মোটরসাইকেল গুলোতে প্রচুর উন্নত ফিচার দেয়া হয়েছ এবং এর দামে অনেকটা সাশ্রয়ী । সেই বিষয়টাকে লক্ষ্য রেখে ভিক্টর-আর ভি১১০ লিংক এর এ্যাডভ্যান্স ফিচার এর রিভিউ আপনাদের তুলে ধরা হল । ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স চায়নার তৈরি চাইনিজ কমিউটার মোটরসাইকেল ব্র্যান্ড । কমিউটার মোটরসাইকেল হিসেবে ভিক্টর আমাদের দেশের শহরে বেশ কিছু বছর যাবৎ ব্যবহার হচ্ছে । মোটরসাইকেল ব্র্যান্ডটি রাসেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর মাধ্যমে তাদের মোটরসাইকেল ডিস্ট্রিবিউট করে আসছে। আর রাসেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটার হচ্ছে লিফান এবং ভিক্টর ব্র্যান্ডের ।
ভিক্টর-আর ভি১১০ লিংক এডভান্স – লুকস এন্ড ডিজাইন
ডিজাইন এবং লুকস এর দিক দিয়ে ভিক্টর আর ভি১১০ দেখতে কম্পেক্ট এবং স্লিক । যদিও এটা কমিউটার মোটরসাইকেল তবুও এর কালার স্কিম এবং প্যানেল অসাধারন । মোটরসাইকেলটির কালার গ্লোসি পেইন্ট সাথে স্পোর্টি স্টিকার এর কাজ করা । ফুয়েল ট্যাংকটা মেটাল এর এবং এর সাইজ বেশ বড় । অন্যান্য প্যানেল যেমন ফ্রন্ট, রিয়ার এবং সাইড প্যানেল গুলো প্লাস্টিক এর তৈরি । হেড ল্যাম্প দেখতে বেশ সুন্দর এবং স্পোর্টি । বাইকটার কনসোল এ্যানালগ টাইপের সাথে ডাবল রাউন্ড পিট এ্যাসেম্বলি করা । ভিক্টর আর ভি১১০ লেন্থ এর দিক দিয়ে খুব একটা লম্বা না কিন্তু এটা শর্ট হুইলবেস কমিউটার কিন্তু কমিউটিং এর জন্য খুব কর্ম্ফোটেবল । সিটিং ব্যবস্থা যে কোন পিলিয়ন এর জন্য ভাল । চিন্তার বিষয় নেই মহিলা পিলিয়নদের জন্য মোটরসাইকেল এ শাড়ি গার্ড, প্রশস্ত ফুট রেস্ট এবং মেটাল গ্র্যাব রেইল এর ব্যবস্থা আছে ।
Also Read: সর্বশেষ ভিক্টর আর বাইক নিউজ বাংলাদেশ
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স – হুইল, ব্রেক এন্ড সাস্পেনশন
ব্যালেন্স, কন্ট্রোল এবং কর্ম্ফোট এর দিক দিয়ে ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স খুব ভাল। হুইল, ব্রেক ও সাস্পেশন এর দিক দিয়ে মোটামুটি অসাধারন বলা যায়। মোটরসাইকেলটি কর্ম্ফোটেবল কমিউটিং এর দিক দিয়ে খুব আরামদায়ক । সিটিং, হ্যান্ডেলবার এবং কন্ট্রোল এর দিক দিয়ে বেশ ভাল। ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স এর দুটো হুইল এ এ্যালয় রিম ব্যবহার করা হয়েছে। স্ট্রিট টায়ার গুলো টিউবলেস টায়ার, ফ্রন্ট এবং রিয়ার দু ব্রেকেই ড্রাম টাইপ ব্রেকিং সিস্টেম দেয়া হয়েছে। এখানে ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স ফ্রন্ট সাস্পেনশন হচ্ছে টেলিস্কোপ হাইড্রোলিক ফর্ক সাস্পেনশন । রিয়ার সাস্পেনশন স্প্রিং লোডেড ডাবল ইউনিট এ্যাটাচড সুইং আর্ম ।
Also read: সর্বশেষ ভিক্টর আর বাইক নিউজ বাংলাদেশ
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স – ইঞ্জিন এন্ড স্পেসিফিকেশন
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স ১১০ সিসি এর মোটরসাইকেল । এর ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড টাইপ । বাইকটির ইঞ্জিন প্রায় ৭.৮ বিএইচপি পাওয়ার এবং টর্ক ৭.২ এনএম পর্যন্ত উতপন্ন করতে সক্ষম। ইঞ্জিন ইলেক্ট্রিক এবং কিক দুটোর মাধ্যমে স্টার্ট করা যায় । এর ওজন প্রায় ১০৮ কে.জি. এবং এতে চারটা গিয়ার দেওয়া হয়েছে। নিচে এর স্পেসিফিকেশন তালিকা তুলে ধরা হলঃ
Specification | Victor-R V110 Link Advance |
Engine | Single Cylinder, Four Stroke, Air Cooled, 2-Valve Engine |
Displacement | 110cc |
Maximum Power | 7.8BHP @ 7,500RPM |
Maximum Torque | 7.2NM @ 6,000RPM |
Fuel Supply | Carburetor |
Starting Method | Electric & Kick |
Clutch Type | Wet, multiple-disc |
Lubrication | Wet Sump |
Transmission | 4-speed |
Dimension (LxWxH) | 2,025mm x 745mm x 1,345mm |
Wheelbase | 1,245mm |
Ground Clearance | 155mm |
Suspension (Front/Rear) | Telescopic Fork / Spring Loaded Double |
Brake (Front/Rear) | Both Drum Type |
Tire (Front/Rear) | 2.75-17 / 3.00-17 |
Weight (Dry) | 108Kg |
Fuel Cpacity | 12 Liters |
Battery | 12 V |
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স – বেসিক ফিচারস
ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স এর বেসিক ফিচারস এর দিক দিয়ে এটা বেশ ভাল এবং সুন্দর । নিচে বেসিক কিছু ফিচার তুলে ধরা হল ।
- ডিজাইন ও কালার বেশ স্পোর্টি এবং সুন্দর ।
- রাইডিং বেশ আরামদায়ক ।
- হুইলগুলো এ্যালয় রিম এবং টিউবলেস টায়ার ।
- অনেক বড় ফুয়েল ট্যাংক।
- প্রশস্ত ফুট রেস্ট মোটরসাইকেল এর দুই সাইডে ।
- শাড়ি গার্ডও আছে ।
- ক্রাশ গার্ড এবং মেটাল গ্রাব রেইলও আছে ।
- মাড গার্ড অনেক বড় যার ফলে গ্রাম বা ভাঙ্গা রাস্তায় চালাতে খুব বেশি অসুবিধা হয় না।
- ১০৮ কে.জি. ওজন মাত্র তাই হ্যান্ডেল করতে বা কন্ট্রোলিং এ সমস্যা হয় না । অতএব পাঠকেরা ভিক্টর আর ভি১১০ লিংক এডভান্স বেশ ভাল একটি কমিউটিং মোটরসাইকেল । কাস্টমার সার্ভিস বা সেলস সার্ভিস এর দিক দিয়ে বড় বড় শহরে ডিস্ট্রিবিউটর রয়েছে। যদি আপনি কম দামে কমিউটার মোটরসাইকেল কিনতে চান তাহলে এই বাইকটা আপনার জন্য খুব ভাল হবে। ধন্যবাদ।