ব্রেকিং নিউজ! Suzuki GSX-R150 এখন বাংলাদেশে!

This page was last updated on 18-Aug-2024 10:29am , By Shuvo Bangla

Suzuki GSX-R150 এখন বাংলাদেশের বাজারে! ফেসবুকে পাওয়া একটি ছবিতে ঢাকার কমলাপুর কন্টেইনার পোর্টে বাইকটি দেখা যাচ্ছে। র‌্যাংকন মোটরবাইকস লিমিটেড নয়, বাংলাদেশে এক আমদানিকারক প্রতিষ্ঠান বাইকটি আমদানি করেছে! আর এর মধ্য দিয়ে সাম্প্রতিক বাংলাদেশে Suzuki GSX-R150-ই হবে সুজুকির প্রথম কোনো স্পোর্টস বাইক। এবং এই বাইকটি দিয়েই ইয়ামাহা আর১৫ ভি২ হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬-এর সঙ্গে সমানে সমানে লড়বে সুজুকি।

Suzuki GSX-R150 এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন

Bangladesh-Suzuki-GSX-R150

Suzuki GSX-R150 এর এলইডি হেডলাইট জ্বালানি ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত, যা Suzuki GSXR1000 থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। Suzuki GSX-R150 এর ইঞ্জিনটি ১৪৮ সিসি ডিওএইচসি, ওয়াটার কুল্ড ও ফুয়েল ইঞ্জেকশন সুবিধা সমৃদ্ধ। এটাতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। এর ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯ বিএইচপি ও ১৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে, কাগজে কলমে যেটা বাংলাদেশের ১৫০ সিসি ক্যাটাগরিতে সবচেয়ে শক্তিশালী বাইক (৪ স্ট্রোক)।

Also Read: Yamaha R15 V3 VS Suzuki GSX-R150 VS Honda CBR150R তুলনামুলক রিভিউ

Suzuki-GSX-R150-Review

নতুন এই বাইকটির ওজন মাত্র ১৩১ কেজি, যা সত্যিই চমৎকার; কারণ কম ওজন আর বেশি শক্তির মিশ্রণ ঘটেছে। যার ফলে আমার মনে হয় এটা এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্রুত অ্যাক্সিলারেট করবে। ইন্দোনেয়িশার হিসাব মতে Suzuki GSX-R150 এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮ কিমি/ঘণ্টা দ্রুত গতিতে চলে।

বাংলাদেশে Suzuki GSX-R150 এর স্পেসিফিকেশন

Suzuki-GSX-R150's-top-speed

বাংলাদেশে আসা Suzuki GSX-R150 এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে চাবিহীন ইগনিশন, এলইডি স্পিডোমিটার, ভালো ব্রেকিংয়ের জন্য পেটাল ডিস্ক ব্রেক, ডুয়েল এমিট এক্সজস্ট, টিউবলেস টায়ার ও অ্যানসার ব্যাক ফাংশন। সুজুকি জিএসএক্স-আর১৫০ বনাম ইয়ামাহা আর১৫ ভি২ তবে এটা সত্যিই দুঃখজনক যে, বাংলাদেশে সুজুকির পরিবেশকের চেয়ে আগেই অন্য আমদানিকারক এক্সক্লুসিভ এই বাইকটি নিয়ে এসছে। এরই মধ্যে আরো ৩-৪টি আমদানিকারক প্রতিষ্ঠান এ ধরনের এক্সক্লুসিভ বাইক বাংলাদেশে নিয়ে এসেছে এবং আমার বিশ্বাস আগামী ২ মাসের মধ্যেই আমরা বাংলাদেশে আমদানিকৃত ১৫০+ Suzuki GSX-R150 দেখতে পাবো।

Suzuki-GSX-R150-Price-in-Bangladesh

আমদানিকারকের কাছ থেকে বাইক কেনার সবচেয়ে বড়ো সমস্যাগুলো হলো :

  • আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না।
  • বিক্রয়ত্তোর সেবা পাবেন না।
  • খুচরা যন্ত্রাংশ পাবেন না।

Suzuki GSX-R150 Price in India

বাংলাদেশে Suzuki GSX-R150 এর দাম কেমন হবে তা সঠিক জানতে পারিনি, তবে অন্য আমদানিকারকদের সঙ্গে তুলনা করে বলতে পারি এটা ৪.৩-৪.৬ লক্ষের মধ্যেই হবে। তবে এটা অবশ্য আনন্দের যে আমরা ভারতের আগেই আমাদের দেশে Suzuki GSX-R150 পাচ্ছি, যেমনটা পেয়েছি ইয়ামাহা এম স্ল্যাজ, হোন্ডা সিবিআর১৫০ আর ২০১৬হোন্ডা সিবিআর১৫০আর স্ট্রিটফায়ার

Suzuki-GSX-R150-Specifications

Also Read: CLASSIC AUTOS In Mirboxtula, Chowhatta, Sylhet

Suzuki GSX-R150 এর স্পেসিফিকেশনইঞ্জিন টাইপ: সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ডম ফুয়েল ইঞ্জেকশন, ডিওএইচসি, ৪ স্ট্রোক, ৪ ভাল্ব ডিসপ্লেসেমেন্ট : ১৪৭.৩ সিসি সর্বোচ্চ ক্ষমতা : ১৮.৯০ বিএইচপি @ ১০,৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক : ১৪ নিউটন মিটার @ ৯০০০ আরপিএম কুলিং : লিকুইড কুলিং ফুয়েল সিস্টেম : ফুয়েল ইঞ্জেকশন (এফআই) লুব্রিকেশন : ওয়েট সাম্প বোর : ৬২ মিমি স্ট্রোক : ৪৮.৮ মিমি ট্রান্সমিশন গিয়ার : ৬ ক্লাচ : ওয়েট মাল্টিপ্লেট আয়তন দৈর্ঘ্য: ২০২০ মিমি প্রস্থ : ৭০০ মিমি িউচ্চতা : ১০৭৫ মিমি সিট হাইট : ৭৮৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স : ১৬০ মিমি হুইলবেজ : ১৩০০ মিমি ওজন : ১৩১ কেজি জ্বালানি ধারণ ক্ষমতা : ১১ লিটার ব্রেক সামনের ব্রেক : ডিস্ক পিছনের ব্রেক : ডিস্ক অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) সাসপেনশন সামনে : টেলিস্কোপিক ফর্ক পিছনে : মনোশক হুইল ও টায়ার সামনের টায়ার : ৯০/৮০-১৭ পিছনের টায়ার : ১৩০/৭০-১৭ হুইল : ১৭ ইঞ্চি হুইল টাইপ : অ্যালয় হুইল টায়ার : টিউবলেস ব্যাটারি ব্যাটারি টাইপ : এমএফ 

Suzuki-GSX-R150

আশা করছি শ্রীঘ্রই আমরা বাংলাদেশে Suzuki GSX-R150 এর বিস্তারিত সম্পর্কে জানতে ও জানাতে পারবো। কারা বাইকটি আমদানি করেছে, দাম কতো হতে পারে এমন সকল তথ্য। তাছাড়া Suzuki GSX-R150 এর ছবি ও ভিডিও তুলে ধরতে পারবো। বাইকবিডি’র সঙ্গেই থাকুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes