বৃষ্টির দিনে নিরাপদে মোটরসাইকেল চালানো – ৫ টি টিপস
This page was last updated on 04-Nov-2023 06:14am , By Saleh Bangla
সাধারনভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো বা ভ্রমন সবসময়ই মজার। আর এই রাইডিংয়ের আনন্দ অনেকেরই আরো বেড়ে যায় বৃষ্টিতে বেড়াতে পারলে। তবে যদিও প্রাত্যহিক রাইডগুলিতে বৃষ্টির মধ্যে বের হওয়া অথবা একান্ত জীবিকার তাগিদে বের হওয়ার বিষয়টি পুরোপুরি আলাদা ও তা যথেষ্ট বিরক্তির। তো একারনেই অনিবার্যভাবে অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে বেশ অপছন্দ করেন। তবে আপনার রাইডিংয়ের উদ্দেশ্য ও ধরন বা আপনি যে ধরনের রাইডারই হোন না কেন বৃষ্টির দিনে নিরাপদে মোটরসাইকেল চালানো এ বিষয়ে আজ আমরা এখানে ৫টি টিপস নিয়ে আলোচনা করবো।
বৃষ্টির দিনে নিরাপদে মোটরসাইকেল চালানো – ৫ টি টিপস
ধরা যাক, আপনি হয়তো কেবলমাত্র আনন্দ ভ্রমনের জন্য মোটরসাইকেল চালাচ্ছেন অথবা হয়তো প্রাত্যহিক জীবনের তাগিদে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। তো আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে বৃষ্টিতে মোটরসাইকেল চালানোর সময়ে স্বাভাবিক শুকনো দিনের যেকোন সময়ের তুলনায় বেশ কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়। তাই বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানোর সময়ে যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে। তো এ বিষয়ে আমাদের আজকের আলোচনা ও পরামর্শগুলো মেনে চলুন, আশাকরি তাতে আপনার রাইড নিরাপদ হবে।
মোটরসাইকেলের টায়ারের এয়ার প্রেশার চেক করুন
যেকোনো রাইডিং কন্ডিশনে ও যেকোন পরিস্থিতিতে মোটরসাইকেল চালানোর আগে এর টায়ারের এয়ার প্রেশার চেক করা অতীব গূরুত্বপূর্ন একটি বিষয়। যেকোন সাধারন রাইডিং ইভেন্ট তো বটেই বৃষ্টির দিনে ভেজা ও পিচ্ছিল রাস্তা-ঘাটে মোটরসাইকেল চালানোর আগে এর টায়ারের এয়ার প্রেশার খুব ভালোভাবে চেক করা উচিৎ। আর বৃষ্টির দিনগেুলোতে ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেশনের চেয়ে এই প্রেশার কিছুটা কম রেখে চালানোই ভালো। এতে চাকার গ্রিপ ভালো পাওয়া যায় এবং ব্রেক ও ভালো ধরে। সুতরাং নিজের নিরাপত্তার জন্য এটি মেনে চলুন।
মোটরসাইকেল ব্রেকের সঠিক কার্যকারীতা নিশ্চিত করুন
আপনার মোটরসাইকেলের ব্রেকগুলির যদি সঠিকভাবে কার্যকরী না থাকে তবে আপনি সাধারন সময়েও কোন স্থানেই আপনার মোটরসাইকেলটি নিয়ে নিরাপদে চলতে পারবেন না। সুতরাং আপনার মোটরসাইকেলের ব্রেকগুলি যদি বেশখানিকটা দৃর্বল হয়ে থাকে তবে সত্যিকার অর্থে বরং একটি খারাপ দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকাই ভাল।
আর সেটি যদি বৃষ্টির দিনে হয়, তবে ধরে নিন কোন হাসপাতালের বিছানা আপনাকে গভীরভাবে আমন্ত্রণ জানাচ্ছে। তাই বৃষ্টির দিনে রাইড করার আগে আপনার মোটরসাইকেলের ব্রেকগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত হোন, আর তা নিশ্চিত করার পরই কেবল বের হোন, আশা করা যায় আপনি নিরাপদ থাকবেন।
মোটরসাইকেলের লাইট ও সিগন্যাল সিস্টেম চেক করুন
প্রতিটি রাইডের আগে, সাধারণভাবে মোটরসাইকেলের লাইট এবং সিগন্যাল সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখে নেয়াটা ভালো। তবে বৃষ্টির দিনে মোটরসাইকেল রাইডে যেকোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা বা সংঘর্ষ এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলের লাইট এবং সিগন্যাল সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখে নেয়াটা অনেক বেশি জরুরি। তাই আপনার রাইডের শুরুতেই আপনার মোটরসাইকেলের লাইট এবং সিগন্যাল সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত হোন আর তারপরই রাইড শুরু করুন।
সঠিক মানের বৃষ্টির প্রতিরোধক কাপড় পড়ুন
বৃষ্টিতে কেউ মোটরসাইকেল চালাতে পছন্দ করুক বা না করুক, যেকোন সময়েই ভেজা অবস্থায় বা ভেজা কাপড়-চোপড় পরা অবস্থায় মোটরসাইকেল চালানো একজন রাইডারের জন্য সবসময়ই বিরক্তির তো বটেই উপরোন্ত বৃষ্টির সময় এটি অত্যন্ত অস্বস্তিকর। তাই বৃষ্টিতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই শুকনো থাকার ব্যবস্থা নিতে হবে, তথা যখাযথ মানের বৃষ্টির প্রতিরোধক কাপড়ের ব্যবস্থা রাখতে হবে।
এজন্য বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানোর আগে একটি ওয়াটারপ্রুফ রেইন স্যুট এবং সঙ্গের জিনিষপত্র শুকনো রাখতে একটি ড্রাই-ব্যাগ সাথে রাখুন। এছাড়াও বৃষ্টির দিনে হালকা এবং কুইক-ড্রাই টাইপের পোশাক ব্যবহার একজন রাইডারকে শুষ্ক থাকতে এবং আরামদায়ক বোধ করতে বেশ সাহায্য করবে। তবে বর্ষাকালীন সময়ে যেধরনেরই কাপড় পড়া হোক না কেন সেসবের সাথে ন্যূনতম সেফটি গিয়ার পরতে ভুলবেন না।
রাইডে মনোযোগী হোন ও সতর্ক থাকুন
বৃষ্টির দিনে রাস্তা-ঘাট সাধারনত বেশ ভেজা, কর্দমাক্ত এবং পিচ্ছিল থাকে। তাই প্রতিটি যানবাহন স্বাভাবিক রৌদ্রোজ্জ্বল দিন বা শুকনো সময়ের চেয়ে স্বাভাবিকভাবেই অনেকটা কম ব্যালান্স ও কন্ট্রোল নিয়ে চলাচল করে। সুতরাং, ভেজা পথ-ঘাটে আপনি আপনার মোটরসাইকেলেও শতভাগ ব্যালেন্স ও কন্ট্রোল আশা করতে পারেন না।
তাই বর্ষার দিনে আপনার মোটরসাইকেলের গতির উপর আপনি আরও নিয়ন্ত্রিত হোন, অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এবং স্বাভাবিক শুষ্ক দিনের চেয়ে আরো বেশি মনোযোগ দিয়ে রাইড করুন, আর এটাই বুদ্ধিমানের কাজ। আক্ষরিক অর্থেই, বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানোর সময় নিরাপদ থাকার এটিই হল মূলমন্ত্র। আশাকরি আমাদের টিপসগুলো আপনার ভালো লেগেছে। নিরাপদে মোটরসাইকেল চালান, নিজে নিরাপদ থাকুন ও অন্যকেও নিরাপদ রাখুন, ধন্যবাদ।