বিশ্বের টপ টেকনোলজি সমৃদ্ধ ৬ টি হেলমেট সম্পর্কে জেনে নিন

This page was last updated on 04-Jul-2024 01:19pm , By Shuvo Bangla

‌হেলমেট হল একচন রাইডারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা এক্সেসোরিস । এটা ছাড়া কোন রাইডারেরই বাইক রাইড করা উচিৎ না । আমরা সাধারণত রাস্তায় বিভিন্ন হেলমেট দেখে থাকি বা ইউজ করে থাকি । এগুলো সব একই মডেলের বা্ একই কোম্পানীর না । বিভিন্ন শেপের এবং বিভিন্ন মডেলের । এগুলো অবশ্য বিভিন্ন উদ্দেশ্যে ও ইউজ করা হয় । যেমন রেসিং এর জন্য একরকম হেলমেট , অফরোড রাইডিং এর জন্য আরেকরকম হেলমেট ।

আবার রোডে সাধারণ রাইডিং এর জন্য অন্য রকম হেলমেট । আমরা যারা বাইক নিয়ে একটু আগ্রহী তারা নিশ্চই Arai, Shoei বা Bell বিভিন্ন কোম্পানীর হেলমেটের নাম শুনে থাকব । এগুলো হল বিশ্বে ফেমাস হেলমেট । কিন্তু আমরা কী Reevu, Veemar বা Akuma এই সব হেলমেটের নাম কোনদিন শুনেছি । বেশীরভাগই নিশ্চই না বোধক উত্তর দিবেন । আর মোটরসাইকেলের হেলমেটের ভেতর যে কত রকম আর্ট এবং টেকনোলোজি থাকতে পারে সে বিষয়েও মনে হয় খুব বেশী মানুষ জানে না । আমাদের আজকের আলোচনা এই হেলমেট নিয়ে ।আজ আমরা বেশ ভিন্নধর্মী কিছু হেলমেট নিয়ে বিশদ আলোচনা করব ।

2014085-Helmets-You-Need-To-Consider

Reevu

Reevu হল এমন একটা কোম্পানী যে পৃথিবীতে প্রথমে এমন হেলমেট তৈরী করেছে যেটাতে একটা রেয়ারবিউ সিস্টেম ইন্টিগ্রেট করা রয়েছে । এটার মাধ্যমে আপনি আপনার পেছনের যানবাহন বা পেছনের দৃশ্য দেখতে পাবেন । এটাতে রাইডারের সামনে একটা সেন্্রাল ভিউ মিরর থাকে যেটার মাধ্যমে রাইডার পেছনের ট্রাফিকগুলো দেখতে পায় । এটা আপনি নিজের মত এডজাস্ট করে নিতে পারবেন । এটা আপনি নিজের ইচ্ছামত মুভ করে সুবিধাজনক পজিশনে সেটও করে নিতে পারবেন । এটা মূলত MSX1 টেকনোলজি ইউজ করে তৈরী করা ।

`

Five-Helmets-Reevu

শুধু এটাই না , রেয়ারভিউ এর সাথে হেলমেটটি যথেষ্ঠ কমর্ফোটেবল , হালকা এবং আপনাকে অনেক সেফটি প্রদান করে থাকে । এটার দাম প্রায় ৪৭০ ডলার ।


শার্ক নামের এই কো্ম্পানীটি মূলত সবথেকে ভাল মানের রেসিং কম্পিটিশনের জন্য বিভিন্ন হেলমেট তৈরী করে থাকে । এদের তৈরী হেলমেট  R Pro সরাসরি কার্বন অর্মাইড ফাইবার দিয়ে তৈরী যেখানে অন্যান্য হেলমেটে পরিকার্বোনেট থাকে । আপনি যদি প্রফেশনাল রেসারদের মত হাই ভিজিবিলিটি , লাইট , স্ট্যাবিলিটি , কমফোর্ট এবং এ্যারোডাইনামিক্স হেলমেট নিতে চান তাহলে এটাই আপনার প্রথম চয়েজ হতে পারে ।

Also Read: গিয়ার এক্স বাংলাদেশ থেকে হেলমেট কিনলেই ৬০,০০০ টাকার হেলথ ইন্সুরেন্স ফ্রি

AKUMA Helmets

AKUMA Helmets মূলত বিশ্বের সবথেকে বেশী টেকনোলজি ইন্টিগ্রেটেড মোটরসাইকেল হেলমেট তৈরী করে থাকে । এদের হেলমেটে রিচার্জেবল পাওয়ার সিস্টেম , হাইপার গ্রাফিক্স , হাই ভিজিবিলিটি LED রয়েছে । এছাড়াও এটার সামনের দিকে একটা আল্ট্রা ব্রাইট ইউটিলিটি লাইট ও রয়েছে ।

AKUMA-Helmets


AKUMA Helmets বিশ্বির সবথেকে বেশী টেকনোলোজি গুলো কম্বাইন করে তৈরী করা হয়েছে । তাই , আপনি টেকনোলোজি সম্পর্ক আগ্রহী থাকলে AKUMA Helmets নিয়ে নিতে পারেন ।

Vemar Helmets

নামের এই কোম্পানীটি ১৯৮৬ সাল থেকে বিভিন্ন হেলমেট তৈরী ও বিক্রয় করে আসছে । এটা দীর্ঘ ২৯ বছরের ইতিহাসে কোনদিনই খারাপ কোন ফিডব্যাক পায়নি । ১৯৮৬ সালে Vemar এর ফাউন্ডার রিকার্ডো সিমোনি ক্রাশ হেলমেট তৈরীর সিদ্ধান্ত নেন । এই কোম্পানীটি বিভিন্ন কমপাউন্ড ম্যাটেরিয়ালের হেলমেট তৈরী করে থাকে কিছু ইতালিয়ান এবং ফরেন কিছু ব্রান্ডের জন্য । এটা বেশ ভাল ও বিশ্বাসযোগ্য একটা হেলমেট তৈরীর কোম্পানী । এটার হেলেমেটগুলো রাইডারদের বেশ ভাল সুরক্ষা দিয়ে থাকে । এছাড়াও হেলমেটগুলো আরামদায়ক ও হালকা ফাইবার দিয়ে তৈরী ।

Vemar-Helmets

Kabuto

এটার উচ্চারণ হল Ka-boo-tow । Kabuto একটা ছোটখাট কোম্পানী যেটা মূলত এলিট সামুরাই ফাইটারদের জন্য হেলমেট তৈরী করে থাকে । বর্তমানে কোম্পানীটি ৪ রকম ডিজাইনের হেলমেট তৈরী করে থাকে । এর মধ্যে ৩ টি ফুল ফেস এবং ১ টি ৩/৪ ফেস । কোম্পানীটে ১৯৮২সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে জাপানে বেশ ভাল ব্যাবসা করছে । এবং তারা দাবী করে যে সেখানে তাদের সবথেকে বড় হেলমেট তৈরীর কারখানা রয়েছে । কয়েকবছর আগে Kabuto এর ইউ এস এর একটা শাখা প্রতিষ্ঠিত হয় । তারা বহু বছর ধরে গর্বের সাথে এ্যারোডাইনামিক্স এবং স্ট্যাবল হেলমেট তৈরী করে যাচ্ছে ।

Kabuto_Helmet

Skully-AR-1new

Skully Helmets      

Also Read: Steelbird Majestic Helmet Price In BD | BikeBD

আপন নিশ্চই Skully Helmets  নামের বিশেষ ধরণের এই হেলমেট এর নামটা শুনে থাকবেন । এই হেলমেট এ গুগল গ্লাসের সব টেকনোলোজি ইন্টিগ্রেট করা রয়েছে । The Skully AR-1 নামের এই কোম্পানীর হেলমেটটা এর ফাইন্ডার এবং সিইও ড. মার্কুস উইলার এর একটা স্বপ্নে হেলমেট ছিল । এই ব্যাক্তি বহুবার মোটরসাইকেল এক্সিডেন্টের শিকার হয়েছেন । এই হেলমেটে বিশাল নেটওয়ার্ক সেন্সর , মাইক্রোপ্রসেসর এবং ক্যামেরার সাহায্যে এটা রাইডারের আশেপাশের এবং পেছনের দৃশ্য, টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন এবং রাইডারের ১০ ফিটের ভেতর কোন অবজেক্ট থাকলে সেটার জন্য এলার্ট সো করতে পারে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes