বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল 2021 Honda CBR150R!

This page was last updated on 29-Jul-2024 02:54am , By Raihan Opu Bangla

Bangladesh Honda Pvt Ltd বাংলাদেশে হোন্ডা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। হোন্ডা বাংলাদেশ অফিশিয়ালি লঞ্চ করেছে Honda CBR150R 2021। বাইকটির মুল্য রাখা হয়েছে ৫,৩৮,০০০/- টাকা, নতুন এই বাইকটি ইন্দোনেশিয়া থেকে অনেক নতুন ফিচারসহ নিয়ে আসা হয়েছে। 

বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল 2021 Honda CBR150R!

 Honda CBR150R

নতুন এই Honda CBR150R 2021 বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা হয়েছে, যা দেখতে এর বড় ভার্সন Honda CBR250RR এর মত। নতুন এই বাইকটির সামনের দিকে হেডলাইটসহ এর স্পোর্টস ফেয়ারিং সব কিছুই দেখতে অনেকটা এর বড় ভার্সন এর মত। 


CBR150R এর আগের ভার্সনটি বেশ সুন্দর তবে এই নতুন ভার্সনটি আগের চেয়ে অনেক বেশি এগ্রেসিভ। নতুন এই বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে USD সাসপেনশন। নতুন 2021 CBR 150R বাইকটিতে দেয়া হয়েছে স্লিপার ক্লাচ, যা বাইকটির ক্লাচ ছাড়ার সময় লাফ এবং লক হবে না এগ্রেসিভ ডাউন শিফটের সময়। এছাড়া লিভার এফোর্ট ১৫ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।


তবে হোন্ডা ইঞ্জিনের কোন পরিবর্তন আনেনি। বাইকটির ইঞ্জিন এখনও ১৫০সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 16.9 BHP @ 9000 RPM & 14.4 NM of Torque @ 7000 RPM শক্তি উৎপন্ন হয়ে থাকে, এবং পাওয়ার ট্রান্সমিশনের জন্য ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 

 Honda CBR150R!

বাইকটির সুইং আর্ম এর সাথে দেয়া হয়েছে মনোশক এর সাথে প্রোলিংক সিস্টেম এবং ডায়মন্ড ফ্রেম। বাইকটিতে দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক এবং সেই সাথে সামনের দিকে দেয়া হয়েছে ১০০ সেকশন ফ্রন্ট টায়ার ও ১৩০ সেকশন রেয়ার টায়ার। 


এছাড়া আরও রয়েছে মেইন্টেনেন্স ফ্রি ব্যাটারি ও ভিসকাস এয়ার ফিল্টার। নতুন এই বাইকটির সবচেয়ে ভাল এবং সেফটি ফিচার্স হচ্ছে ইমারজেন্সি স্টপ সিগনাল, যা বাইকারদের জরুরী অবস্থায় সহায়তা করবে। এই সেফটি ফিচার্সটি তখন ই এক্টিভ হবে যখন সামনের দিকে কোন জরুরী অবস্থা তৈরি হবে, এতে করে পেছনের রাইডারের বুঝতে সুবিধা হবে যে সামনের দিকে কোন সমস্যা হয়েছে। 


এছাড়া এই নতুন বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, যা রাইডারদের সেফটি নিশ্চিত করার সাথে সাথে এবং সেই সাথে ব্রেকিং এর দক্ষতা আরও বাড়িয়ে দিয়েছে। 

 Honda CBR150R!

Honda CBR150R এর নতুন ভার্সনটি ১৫০সিসি সেগমেন্টের প্রতিযোগীতা আরও বাড়িয়ে তুলবে। বর্তমানে তিনটি জাপানিজ কোম্পানি (হোন্ডা, ইয়ামাহা, ও সুজুকি) তারা এই প্রতিযোগীতা করছে, আমাদের তথ্য অনুযায়ী বর্তমানে Yamaha R15 V3 বাইকটি সবার চেয়ে এগিয়ে রয়েছে, তবে নতুন হোন্ডা সিবিআর বাইকটি অনেক বাইকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।