ইয়ামাহা বাংলাদেশ নিয়ে এসেছে মোটরসাইকেলের অনলাইন সার্ভিস বুকিং
This page was last updated on 01-Aug-2024 03:37am , By Raihan Opu Bangla
বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। বাংলাদেশে এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা এবার তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে অনলাইন সার্ভিস বুকিং।
ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমার সার্ভিস আরও দ্রুত এবং আধুনিকায়ানের লক্ষ্যে তাদের সার্ভিস বুকিং নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি। ইয়ামাহা কাস্টোমার এখন অনলাইনেই পারবেন তাদের পছন্দের তারিখ অনুযায়ী সার্ভিস বুকিং করতে।
কাস্টোমাররা ইয়ামাহা বাংলাদেশের ওয়েব সাইট এবং এপের মাধ্যমে ইয়ামাহা এর যেকোন বাইকের সার্ভিস বুকিং করতে পারবেন। এতে করে কাস্টোমাররা ঝামেলাহীন ভাবে তাদের বাইকটির সার্ভিসের বুকিং দিতে পারবেন।
ওয়েবসাইট বা এপের মাধ্যমে বুকিং এ যেসব সুবিধা পাবেনঃ
ইউজার ফ্রেন্ডলি-ইন্টারফেসঃ ইয়ামাহা এর ওয়েবসাইট এবং এপ দুটোই অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং সহজ। তাই সার্ভিস বুকিংয়ের ক্ষেত্রে সেভাবে কোন ধরনের সমস্যা হবে না।
শিডিউল টাইমঃ আপনি নিজের মতো এবং আপনার যখন সুবিধা হয় সেই তারিখ ও সময় অনুযায়ী সার্ভিস বুকিং দিতে পারবেন। এতে করে আপনার তারিখ ও সময়ের ঝামেলা থেকে আপনাকে মুক্তি প্রদান করবে।
হিস্টোরি এক্সেসঃ আপনার বাইকের সার্ভিস হিস্টোরি আপনি চেক করতে পারবেন। এতে করে শেষ কবে সার্ভিস করিয়েছেন এবং কবে আবার সার্ভিস করাতে হবে তার একটি ধারণা পেয়ে যাবেন।
ইন্সট্যান্ট কনফার্মেশনঃ আপনার বাইকের সার্ভিসের তারিখ ও সময় নির্ধারণ করে সাবমিট করার সাথে সাথে আপনাকে কনফার্ম করে দেয়া হবে যে আপনি ওই দিন সার্ভিস করতে পারবেন কিনা। এতে করে আপনার আর সার্ভিস সেন্টার গিয়ে কনফার্ম করার কোন ঝামেলায় যেতে হচ্ছে না।
এবার ঝামেলহীন ভাবেই ইয়ামাহা এর কাস্টোমাররা তাদের বাইকের সার্ভিস বুকিং করতে পারবেন। এতে করে ঘরের বাইরে এবং সার্ভিস সেন্টারে গিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। বরং কাস্টোমার নিজেই তার সার্ভিসং এর তারিখ ও সময় নির্ধারণ করে বাইক সার্ভিস করাতে পারবেন।
নির্ধারিত ইয়ামাহা বাংলাদেশ এর শোরুম ও সার্ভিস পয়েন্ট থেকে দ্রুত এবং কম সময়ে সার্ভিস নিতে পারবেন। আমরা আশা করছি এই আধুনিকায়ন ও সার্ভিসের প্রভাব কাস্টোমার সহ সবার কাছেই গ্রহণযোগ্যতা পাবে। এতে করে সার্ভিসং এর ক্ষেত্রে অনেক ঝামেলাও কমে যাবে। ধন্যবাদ।