বাজাজ মোটরসাইকেলেও ব্যাপক মূল্যহ্রাস!!!

This page was last updated on 18-Aug-2024 04:27pm , By Shuvo Bangla

অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারের উন্নয়নশীল উৎপাদন নীতিমালা অনুসারে উত্তরা মটরসও বাজাজ মোটরসাইকেলের দাম ব্যাপক পরিমাণে কমিয়েছে। বিক্রয়ের দিক থেকে বাজাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ড। হোন্ডা ও সুজুকি’র পর তারা তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে মূল্যহ্রাসের পথে হাঁটলো।

বাজাজ মোটরসাইকেলের দাম ব্যাপক পরিমাণে কমিয়েছে

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম ২০১৭

২০১৬-১৭ অর্থবছরে সরকারের নতুন নীতিমালা অনুসারে কোনো প্রতিষ্ঠান যদি উন্নয়নশীল উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে এবং তা সরকারের অনুমোদন পায় তবে তারা পরবর্তী দুই বছর জন্য অপেক্ষাকৃত কম শুল্কে পণ্য (এক্ষেত্রে বাইক) আমদানির সুবিধা পাবে।

 দ্বিতীয় বছরে আমদানিকারককে স্থানীয় (দেশে) কারখানায় কমপক্ষে ১০% যন্ত্রাংশ উৎপাদন করে তা বাইকে সংযোজন করতে হবে। এভাবে পরবর্তী পাঁচ বছর ধরে ১০% হারে যন্ত্রাংশের পরিমাণ বাড়াতে হবে এবং ৫ বছর পর দেশীয় ভাবে উৎপাদিত যন্ত্রাংশের অনুপাত হবে ৫০%।

Bajaj

বাজাজ পালসার ডিটিএসআই ১৫০ বাংলাদেশের বাজারে সর্বাধিক বিক্রীত ১৫০ সিসি বাইক এবং তাদের কমিউটার শ্রেণির সিটি১০০ ও প্লাটিনা গ্রামাঞ্চলে ব্যাপক জনপ্রিয়। আর গত নভেম্বরে তারা বাজাজ ভি১৫ বাংলাদেশে ছেড়েছে। সেটার প্রথম লটটি মাত্র দশ দিনের মধ্যেই শেষ হয়ে গেছে!

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম ২০১৭

দেশজুড়ে বাজাজের ২২৫ টি ৩এস সেন্টার ও ২০০ এর অধিক অথোরাইজড সার্ভিস ও স্পেয়ার ডিলার রয়েছে। আমাদের তথ্য মতে (ভুলও হতে পারে) গত ৪ বছর ধরে বাংলাদেশের মোটরসাইকেল বাজারের ৩৫-৪০% বাজাজের দখলে।

বাজাজের সবচেয়ে আকর্ষণীয় বাইক পালসার ১৫০ (ডিটিএসআই) এ ১৫ হাজার এবং এএস১৫০-তে ১৮ হাজার টাকা মূল্য হ্রাস করেছে বাজাজ। আর প্রধান কমিউটার ডিসকাভার ১০০ এর দাম ১৬ হাজার কমিয়েছে। তবে সবচেয়ে বেশি কমেছে প্লাটিনা ইএস এর দাম, ১৯ হাজার টাকা। নতুন মূল্য তালিকায় অবশ্য ডিসকাভার ১৫০এফ এর কথা কিছু বলা হয়নি, যেটা সম্প্রতি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বাজাজ মোটরসাইকেলের নতুন মূল্য তালিকা দেওয়া হলো, যেটা ১২ জানুয়ারি ২০১৭ থেকে কার্যকর হবে।

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম ২০১৭

বাজাজ মোটরসাইকেলের নতুন মূল্য তালিকা ২০১৭

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম কমলো

বাজাজ বাইকের স্পেসিফিকেশনসহ নতুন মূল্য তালিকা দেখুন

অবশেষে উত্তরা মটরসবাজাজ মোটরসাইকেলের দাম কমালো, যার জন্য বাংলাদেশের অধিকাংশ বাইকারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো। আমি মনে করি বাংলাদেশের মোটরসাইকেল বাজারে উত্থানকাল চলছে। যদিও বড়ো তিনটি প্রতিষ্ঠান দাম কমালেও টিভিএস ও হিরো’র মতো কোম্পানিগুলো এখনো কিছু বলেনি। তবে আশ্চর্যর বিষয় হলো, লিফান ও কিওয়ে’র মতো চাইনিজ মোটরসাইকেল কোম্পানিগুলো এখনো নীরব রয়েছে। তবে তারাও দাম কমানোর পথেই হাঁটবে বলেই আশা করি।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes