বাজাজ দিচ্ছে ঈদ উল ফিতর ২০২৫ অফার - সর্বোচ্চ ১০০০০ টাকা ছাড়!
This page was last updated on 15-Mar-2025 01:59pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাজাজ এই ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার।
বাজাজ ঈদ উল ফিতর ২০২৫ অফার

উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা ঈদ উপলক্ষ্যে নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার। বাজাজ তাদের কাস্টোমারদের দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট।
বাজাজের অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে বাজাজ পালসার সিরিজ। এই সিরিজের বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১০০০০ টাকা ছাড়। এছাড়া তাদের অন্যান্য সিরিজ যেমন বাজাজ ডিস্কভার, প্লাটিনা, এগুলোতেও দেয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়।

- পালসার এন ১৬০ FI ABS: ২,৬৯,৫০০ টাকা (পূর্ব মূল্য ২,৭৯,৫০০ টাকা)
- পালসার ১৫০ SD ABS: ২,০৮,৫০০ টাকা (পূর্ব মূল্য ২,১৪,৫০০ টাকা)
- পালসার ১৫০ SD: ১,৯৯,৭৫০ টাকা (পূর্ব মূল্য ২,০২,৭৫০ টাকা)
- পালসার এনএস ১২৫: ১,৭৯,৭৫০ টাকা (পূর্ব মূল্য ১,৮৯,৭৫০ টাকা)
- ডিসকাভার ১২৫: ১,৬০,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৬৫,৫০০ টাকা)
- ডিসকাভার ১১০: ১,৫৩,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৫৮,৫০০ টাকা)
- প্লাটিনা ১০০ ইএস - ১,২৮,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৩৬,৫০০ টাকা)
তাই এই ঈদে আপনি যদি বাজাজের এই অফারটি নিতে আগ্রহী হন তবে বাজাজের অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। আর ঈদের আপনার পছন্দের বাজাজ বাইকটি ক্রয় করুন। অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে।

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর, মোটরসাইকেলের দাম, ব্র্যান্ড, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
