ফ্রী রেজিস্ট্রেশন অফার ২০১৯ - সুজুকি জিক্সার, জিক্সার এসএফ এবং সুজুকি হায়াতে
This page was last updated on 28-Jul-2024 06:06am , By Saleh Bangla
এই নতুন বছরে মোটরসাইকেলের বাজার বৃদ্ধি পাচ্ছে। অনেক মোটরসাইকেল কোম্পানি বাইকারদের জন্য নিয়ে আসছে নতুন অফার এবং বিভিন্ন উপহার। সুজুকি বাইক লাভারদের জন্য সুজুকি বাংলাদেশও নিয়ে আসছে নতুন একটি অফার।
সুজুকি জিক্সার, জিক্সার এসএফ এবং সুজুকি হায়াতে দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন করার সুযোগ।
সুজুকি জনপ্রিয় জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলির মধ্যে একটি। সুজুকি জিক্সার তাদের লাইন আপের মধ্যে জনপ্রিয় একটি বাইক। জিক্সার সিরিজের মধ্যে নেকেড স্পোর্টস মোটরসাইকেল এবং ফুল বাইক কিটসহ রয়েছে। কিন্তু বাইক গুলোর মধ্যে, সুজুকি জিক্সার এই বিভাগে খুব জনপ্রিয়। বাংলাদেশে সুজুকি হায়াতে হচ্ছে একমাত্র সুজুকি কমিউটীং সেগমেন্টের মোটরসাইকেল। সুজুকির বেশির ভাগ বাইকই হাই সিসি সেগমেন্ট সম্পন্ন।
সুজুকি দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার। এই অফারের মধ্যে, বাইকার ২ বছরের জন্য ফ্রী রেজিস্ট্রেশন করতে পারবে যা কিনা ১২,০৭৩ টাকা মূল্যের। এই অফারটি শুধুমাত্র সুজুকি জিক্সার, জিক্সার এসএফ এবং সুজুকি হায়াতে জন্য দেওয়া হয়েছে। প্রতিটি জিক্সার এবং হায়াতে ক্রয়ে বাইকারা একটি করে উইন্ডব্রেকার ফ্রী পাবেন। কিন্তু এই অফার সীমিত সময়ের জন্য।
সুজুকি জিক্সার প্রিমিয়াম সেগমেন্টের স্টাইলিশ বাইকগুলির মধ্যে একটি। এর লুক এবং ডিজাইন খুব এগ্রেসিভ দেখতে হয়। প্রথম দেখাতেই, এই মোটরসাইকেলটী সবাইকে প্রভাবিত করবে। তরুণ প্রজন্মের মধ্যে, এই বাইকটী অনেক বেশি জনপ্রিয় । তারা মুলত এটার ডিজাইন, লুক, এবং এগ্রেসিভনেসটাকেই বেশি পছন্দ করে।
জিক্সার মধ্যে ১৫৫সিসি সিঙ্গেল সিলিন্ডার, চার স্ট্রোক, দুটি ভালভ এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রায় ১৪.৬ বিএইচপি @ ৮০০০ RPM এবং ১৪ এনএম @ ৬০০০ RPM উৎপন্ন করে। প্রিমিয়াম সেগমেন্ট বাইক গুলোর মধ্যে এটি বেশ শক্তিশালী । অন্যান্য জিনিস এর পাশাপাশি এই বাইকটি সম্পূর্ণরূপে ডিজিটাল স্পিডোমিটারের বিশিষ্ট । সুজুকি হায়তে হচ্ছে কমিউটার সেগমেন্ট বাইক। ১১০সিসি সেগমেন্টে, হায়াতের একটি সম্ভ্রান্ত লুক এবং স্টাইল রয়েছে। আপনার দৈনন্দিন চলাচলে এবং অফিসের যাতায়াতের জন্য এটি ব্যবহার করতে পারেন। এটির এক্সিকুইিটভ লুক এবং ডিজাইন আপনার রাইডিং করবে আরামদায়ক।
এই ফ্রি রেজিস্ট্রেশন অফারটি শুধুমাত্র এই দুই বাইক জন্য হবে। এই অফারটি সীমিত সময়ের জন্য । নিবন্ধন শুধুমাত্র ৩ বছরের হবে । এই অফারটি সুজুকি জিক্সার (এসডি), জিক্সার (ডুয়াল ডিস্ক), জিক্সার (ডুয়েল টোন), জিক্সার এসএফ এবং সুজুকি হায়াতে জন্য প্রযোজ্য হবে।
সুতরাং, নতুন বছরের শুরুতেই উত্তেজনা বেড়ে যাচ্ছে । প্রতিটি মোটরসাইকেল কোম্পানি মোটরসাইকেল মার্কেটে নতুনত্ত্ব নিয়ে আসছে । নতুন বছরের দুই মাস হয়েছে এবং সামনে আরো অনেক কিছু যুক্ত হবে। সবাইকে ধন্যবাদ ।