MotoGP in India - ২০২৩ সালে মটোজিপি হতে যাচ্ছে ইন্ডিয়াতে
This page was last updated on 21-Nov-2023 03:23am , By Ashik Mahmud Bangla
বাইকারদের মাঝে মটোজিপি নিয়ে আগ্রহের কোন কমতি নেই। আপডেট খবর হচ্ছে ২০২৩ সালে MotoGP in India , হ্যা আপনি ঠিকই শুনছেন মটোজিপি ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে। মোটোজিপি ১৯৪৯ সালে এফআইএম দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রিমিয়ার Grand Prix motorcycle racing। চৌদ্দ দেশ এবং চারটি মহাদেশে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এতে ধারাবাহিক ভাবে আঠারোটি রেস অনুষ্ঠিত হয়। আর এই পুরো প্রতিযোগিতাটি গ্লোবাল টেলিভিশন কাভার করে থাকে। প্রতিযোগিতায় পাঁচটি নির্মাতার ডিজাইন করা অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রোটোটাইপ যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
এর আগে কেবল "৫০০ সিসি" বিভাগে লেবেল দেওয়া হয়েছিল। ২০০২ সালে এই প্রাচীনতম মোটরসাইকেল চ্যাম্পিয়নশিপটি একটি পরিবর্তন আনল এবং ইঞ্জিনের ক্ষমতা ৯৯০ সিসি পর্যন্ত করা হলো। ২০০৭ সালে আবারও, নিয়মগুলি পরিবর্তন করা হয়েছিল, ইঞ্জিনের ক্ষমতাটি ৮০০ সিসি-তে সীমাবদ্ধ করে দেয়া হয়, এবং ২০১২ সালে আবার ১০০০ সিসিতে পরিণত করা হয়েছিল। MotoGP চ্যাম্পিয়নশিপটি ১৯৯২ সাল থেকে এফআইএমের তত্ত্বাবধানে বাণিজ্যিক অধিকার মালিক দোর্না স্পোর্টস দ্বারা পরিচালিত হয়েছে।
মোটজিপির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এর ইভেন্টগুলি বিশ্বের প্রতিটি কোনায় সংঘটিত হয়ে আসছে। ইতালি, স্পেন, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এমন কয়েকটি দেশ যেখানে বেশি সংখ্যক রেস হয়ে থাকে। এছাড়াও এই প্রিমিয়ার ক্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আরও দুটি বিভাগ রয়েছে, Moto 2 এবং Moto 3। মোটোজিপি নিয়ে অজানা সব তথ্য তথ্য জানুন।
MotoGP in India - ২০২৩ সালে মটোজিপি হতে যাচ্ছে ইন্ডিয়াতে
নয় বছর আগে Formula 1 চলে যাওয়ার পরে দেশে প্রিমিয়ার ক্লাস মোটরস্পোর্ট ইভেন্টগুলির প্রত্যাবর্তনকে মাথায় রেখে ভারত 2023 সালে তার প্রথম MotoGP রেস আয়োজন করতে চলেছে। বিশ্বের প্রিমিয়ার টু-হুইল রেসিং চ্যাম্পিয়নশিপ Buddh International Circuit অনুষ্ঠিত হবে , যেটি 2011 থেকে 2013 সাল পর্যন্ত Formula 1 এর জন্য ব্যবহার করা হতো। MotoGP এর বাণিজ্যিক অধিকার ধারক Dorna এবং শীর্ষ কর্মকর্তারা ভারতীয় রেস প্রমোটার Fairstreet Sports (FSS) এর সাথে সাত বছরের একটি MoU স্বাক্ষর করতে এই মাসের শুরুতে ভারতে গিয়েছিলেন।
নতুন দিল্লির দক্ষিণে উত্তর প্রদেশে অবস্থিত Buddh International Circuit রেসিং খেলাটিকে এই মূল বাজারের কেন্দ্রস্থলে নিয়ে আসবে এবং এই অঞ্চলের ভক্তদের কাছে খেলাটিকে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে ৷ MotoGP ক্রমাগত ছড়িয়ে যাওয়ার সাথে সাথে , Indian Grand Prix সকলের জন্য মোটরসাইকেল রেসিংয়ের দ্বার উন্মুক্ত করে মাইলফলক তৈরী করতে চলেছে। বিশ্বের প্রথম Motorsport চ্যাম্পিয়নশিপের গল্পে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে MotoGP এবং বিশ্বের প্রতিটি কোণা থেকে নতুন দর্শক এবং অনুরাগীদের স্বাগত জানাচ্ছে।
Dorna CEO Carmelo Ezpeleta: “আমরা অত্যন্ত গর্বিত এই ঘোষণা করতে পেরেছি যে Buddh International Circuit 2023 ক্যালেন্ডারে থাকবে ৷ ভারতে আমাদের অনেক ভক্ত রয়েছে এবং আমরা তাদের কাছে খেলাটি আনতে পেরে আনন্দিত। ভারত মোটরসাইকেল শিল্পের জন্যও একটি মূল বাজার তাই MotoGP দুই চাকার জন্য বিশ্বের শীর্ষস্থান। আমরা Buddh International Circuit রেসিংয়ের জন্য খুব আগ্রহী এবং এই খেলাটিকে ব্যক্তিগতভাবে দেখার জন্য গেটের মাধ্যমে ভক্তদের স্বাগত জানাতে অপেক্ষা করতে পারি না।”
মটোজিপি রাইডারদের বেতন সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। তবে একটা কথা বলে রাখি মটোজিপি রাইডাররা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত , আর তারা কখনো ব্যস্ত রাস্তায় রেসে লিপ্ত হয় না। তাই ভালো কিছু দেখে সেটাকে কখনো ভুলভাবে প্রয়োগ করা আমাদের কারোই উচিৎ না। সব সময় নিরাপদে বাইক রাইড করুন।
ধন্যবাদ।