ঢাকা বাইক শো ২০১৮ রিভিউ

This page was last updated on 16-Jul-2024 02:33pm , By Saleh Bangla

ঢাকা বাইক শো ২০১৮ ছিল বাইক লাভারদের জন্য অনেক দারুন একটি ইভেন্ট ছিল। যদিও অনেক বাইক লাভার এই ইভেন্টে আসতে পারেননি কারন তারা অনেকেই ঢাকার বাইরে থাকেন। বাইকবিডি এই ঢাকা বাইক শো ২০১৮ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল। আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা পুরো ঢাকা বাইক শো কাভার করার চেষ্টা করেছি। চলুন দেখে আসি এই তিন দিনের ইভেন্টে কি কি ছিল। dhaka-bike-show-2018-hall-3-dhaka-bike-show-2018সুজুকি এবারের ঢাকা বাইক শো এর প্রধান আকর্ষন নিয়ে হাজির হয় র‍্যাংকন মোটরবাইকস লিমিটেড যারা সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা সুজুকির অন্যতম জনপ্রিয় বাইক সুজুকি হায়াবুসা ডিসপ্লে করে ছিল। যা বাংলাদেশে প্রথম বারের মত সুজুকি হায়াবুসা সবাই কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। আমরা সুজুকি কে ধন্যবাদ দিতে চাই কারন তারা আমাদের কে সুযোগ করে দিয়েছে সুজুকি হায়াবুসার ফার্স্ট ইম্প্রেশন ভিডিও করার। এছাড়া বাইকটি তিন দিন ই ডিসপ্লে করা হয়েছে এবং তারা মাঝে মাঝে ইঞ্জিনটি চালু করে বাইকটির সাউন্ড শুনিয়েছে।dhaka-bike-show-2018-suzuki

>>> Suzuki Pavilion At Dhaka Bike Show 2018 <<

https://www.youtube.com/watch?v=oCv-HFUG2BM হোন্ডা বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড(বিএইচএল) ডিসপ্লে করেছে সম্পূর্ন নতুন দুটি বাইক। একটি হচ্ছে হোন্ডা এক্স ব্লেড এবং অপরটি হচ্ছে হোন্ডা সিবি ইউনিকর্ন ১৬০। এই দুটি বাইকের ইঞ্জিন প্রায় একই রকম, যা হোন্ডা সিবি হর্নেট ১৬০আর এ ব্যবহার করা হয়েছে। এক্স ব্লেড শো করা হয়েছে ইয়ং জেনারেশন কে টার্গেট করে। আর সিবি ইউনিকর্ন শো করা হয়েছে যারা প্রতিদিনের কমিউটিং করেন এবং একটু মাঝ বয়সী রাইডারদের জন্য। আমরা এখনো জানি না কবে তারা এই বাইক দুটি লঞ্চ করবে। এছাড়া হোন্ডা ডিও স্কুটারও এই বছরেই লঞ্চ হতে পারে।

>> Honda Pavilion At Dhaka Bike Show 2018 <<

https://www.youtube.com/watch?v=OeCHKJHfLUg শুক্রবার বিকেলে প্রায় ১০০ এর বেশি হর্নেট রাইডার এক সাথে পার্কিং এ আসে। তাদের জন্য আয়োজন করা হয় ডিজে শো। পুরো তিন দিনের ইভেন্টে অনেকেই হোন্ডা সিবি হর্নেট ১৬০আর টেস্ট রাইড করার সুযোগ পান। কাওয়াসাকি ঢাকা বাইক শো তে প্রথম বারের মত কাওয়াসাকি মোটরসাইকেল অফিশিয়ালি লঞ্চ হলো। তারা মাত্র ৪টি নতুন বাইক শো করেছে। ঢাকা বাইক শো এর মাত্র আগে কাওয়াসাকি মোটরসাইকেল অফিশিয়ালি লঞ্চ হয়। kawasaki-at-dhaka-bike-show-2018

Also Read: সেমস গ্লোবাল আয়োজন করছে ‘১৩তম ঢাকা মোটর শো-২০১৮

লিফান লিফান বাংলাদেশের চাইনিজ মোটরসাইকেল কোম্পানির মধ্যে অন্যতম। তারা ঢাকা বাইক শো তে লঞ্চ করে লিফান কেপিআর ১৬৫আর। বাইকটি ওয়াটার কুল্ড ইএফআই ইঞ্জিন বিশিষ্ট। বাইকটির ইঞ্জিন থেকে ১৭বিএইচপি এবং ১৭এনএম টর্ক উতপন্ন করতে সক্ষম। বাইকটির দাম ২,২০,০০০ – ২,৩০,০০০ টাকার মধ্যে হবে বলে আশা করা যাচ্ছে। lifan-at-dhaka-bike-show-2018 বাইকটি ২০১৮ এর মে মাসের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। পুরো ইভেন্টে যারা লইফান কেপিআর১৫০ এবং লিফান কেপিএস ১৫০ বুকিং দিয়েছে তাদের জন্য ফ্রী রেজিস্ট্রেশন অফার ছিল। কিওয়ে এবারের ঢাকা বাইক শোতে কিওয়ে অফিশিয়ালি লঞ্চ করেছে বেনেল্লি টিএনটি ১৫০। বাইকটির দাম ১,৮০,০০০ – ১,৮৫,০০০ টাকার মধ্যে হতে পারে। আর বাইকটি ২০১৮ এর মে মাসের মাঝামাঝিতে পাওয়া যাবে। তারা খুব শীঘ্রই বুকিং এর ঘোষনা দেবে বলে আশা করা যাচ্ছে। keeway-at-dhaka-bike-show-2018রোডমাস্টার রোডমাস্টার নতুন কোন মডেল এবারের ঢাকা বাইক শো তে লঞ্চ করেনি বা শো করেনি। তারা তাদের রেগুলার মডেল গুলোই শো করেছে। তারা তাদের বাইকের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে ছিল। তবে তাদের সবচেয়ে বড় আকর্ষন ছিল রোডমাস্টার র‍্যাপিডোর টেস্ট রাইড। roadmaster-rapido-price-in-bangladesh বাজাজ বাজাজ তাদের যেসব মডেলের বাইক বর্তমানে পাওয়া যাচ্ছে সেব বাইক ডিসপ্লে করেছে। সেখানে বাজাজ এভেঞ্জার এবং বাজাজ পালসার এনএস ১৬০ ও ছিল। তবে তারা অন্য একটি কমিউটার বাইক প্রদর্শন করেছে যা হচ্ছে বাজাজের ডিস্কোভার সিরিজের বাজাজ ডিস্কোভার ১১০। বাইকটি এপ্রিলের মাসের দিকে বাংলাদেশে পাওয়া যাবে। bajaj-motorcycle-price-in-bangladesh-2018টিভিএস টিভিএস এবার ঢাকা বাইক শো তে নতুন কিছুই নিয়ে আসেনি। এটা হতাশাজনক ছিল। তারা তাদের প্রায় সব গুলো মডেলের বাইক এই শোতে ডিসপ্লে করেছে। tvs-apache-rotor-160-price-in-bangladeshমোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড তারা ডিসপ্লে করেছে কেটিএম, এপ্রিলিয়া এবং জিপিএক্স লিজেন্ড বাইক। তারা এও বলেছে তারা এই মাসের শেষ দিকে কেটিএম আরসি ১২৫ এবং এপ্রিলিয়া টুনো ১২৫ বাংলাদেশে নিয়ে আসবে। motorcycle-world-bangladeshস্পিডার স্পিডার মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল। যারা বুকিং দিয়েছে তাদের জন্য ছাড়া এবং গিফট আইটেমের ব্যবস্থা ছিল। তারা খুব শীঘ্রই বাইকারদের জন্য কমিউটার মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসবে। speeder-motorcycle-in-bangladesh এই ছিল পুরো ঢাকা বাইক শো ২০১৮ এর ছোট্ট এক সারাংশ। আমাদের পরবর্তি আর্টিকেলে আমরা আপনাদের জানিয়ে দেব কে হয়েছিল হোন্ডা সিবি হর্নেট এর র‍্যাফেল ড্র এর বিজয়ী। এছাড়া বাইকবিডি আয়োজিত কুইজে কারা জিতেছে বিলমোলা হেলমেট।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes