টিভিএস ঈদ উৎসব অফার ২০১৮
This page was last updated on 11-Jul-2024 03:56am , By Saleh Bangla
টিভিএস এই রমজান উপলক্ষ্যে নিয়ে এল "টিভিএস ঈদ উৎসব অফার ২০১৮" ডিসকাউন্ট অফার। এই অফারটি চলবে যতদিন পর্যন্ত এই স্টক থাকবে ততদিন । আর টিভিএস হচ্ছে সেই মোটরসাইকেল কোম্পানি যারা গত বছর বাংলাদেশে সবচেয়ে বেশি মোটরসাইকেল বিক্রিতে দ্বিতীয় অবস্থানে ছিল। টিভিএস মেট্রো, টিভিএস এপাচি আরটিআর প্রভৃতি বাইক গুলো মধ্য দিয়ে টিভিএস অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে । এই ডিস্কাউন্ট অফারটি তে প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়া দেয়া হয়েছে।
Model | Original Price | Eid Uthsob Offer |
RTR160 ( Duel Disc) | 186,900 | 179,900 |
RTR160 (Single Disc) | 177,900 | 170,900 |
RTR160 (Glosssy ) | 172,900 | 157,900 |
Stryker 125 | 129,000 | 122,900 |
Metro Plus (Disc) | 123,900 | 116,900 |
Metro Plus (Drum) | 118,900 | 112,900 |
Metro (Self Starter) | 104,900 | 96,900 |
Metro (Kick Starter) | 95,900 | 89,900 |
XL100 | 59,900 | 56,900 |
চার্ট থেকে আমরা দেখতে পারি টিভিএস এপাচি আরটিআর ১৬০সিসি গ্লোসি রঙ্গের মোটরসাইকেলের প্রাইস করা হয়েছে ১,৫৭,৮০০ টাকা। এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম দামের ১৬০সিসি মোটরসাইকেল। এছাড়াও বর্তমানে বাংলাদেশে এটি তৃতীয় সর্বোচ্চ 150-160cc মোটরসাইকেল গুলোর মধ্যে সবচেয়ে কমদামী মোটরসাইকেল। টিভিএস মেট্রো প্লাস হচ্ছে ১১০সিসি সেগমেন্টের কমিউটার মোটরসাইকেল। মোটরসাইকেলটির রয়েছে ১১০সিসি এর ইঞ্জিন, যা থেকে ৮.২ বিএইচপি ও ৮.৭ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা উতপন্ন করা সম্ভব। এই বাইকে ড্রাম ব্রেক সংস্করণ ও ডিস্ক ব্রেক সংস্করণ উভয় সংস্করণে পাওয়া যায়। যদিও টিভিএস মেট্রো একটি ১০০সিসি মোটরসাইকেল তবে এটিতে সেলফ ও কিক স্টার্ট সিস্টেম উভয়ই পাওয়া যায়। টিভিএস এক্সএল ১০০সিসি এর সাথে সস্তা বাইক সেগমেন্টে জনপ্রিয়তা পেয়েছে। এটি একটি ১০০সিসি মোটরসাইকেল যা এক স্থান থেকে অন্য জায়গায় মুভ করার জন্য , লোড বহন করার জন্য উভয় ব্যবহার করা যেতে পারে। বাইকের ফুয়েলে ইফিশিয়েন্ট হওয়ার কারনে বাইকটি অনেক বেশি জনপ্রিয়।
টিভিএস অটো বাংলাদেশ খুব শীঘ্রই বাংলাদেশে টিভিএস এপাচি আরটিআর ভার্সন ৪ লঞ্চ করতে যাচ্ছে। বর্তমানে বাইকটি টেস্ট রাইড করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এই বছরের সেপ্টম্বর- অক্টোবরের দিকে বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হবে । সম্প্রতি বাজাজ তাদের বাইকের দাম কমিয়েছে। এছাড়া হিরো তাদের ঈদ অফার নিয়ে এসেছে। রমজান মাসে জাপানি ব্রান্ডগুলো কি করবে তা সময়ে দেখা যাবে। কিন্তু , এখন টিভিএস ঈদ উৎসব অফার ২০১৮ সব ডিলারের পয়েন্টটিতে পাওয়া যাবে ।