কুকুর কেন বাইক এবং গাড়ির চাকায় প্রস্রাব করে ? বিস্তারিত
This page was last updated on 14-Jan-2025 09:05pm , By Ashik Mahmud Bangla
মাত্র বাইকটা ওয়াশ করেছেন এসে দেখলেন আপনার এলাকার কুকুর আপনার বাইকের চাকায় প্রস্রাব করছে , এমন ঘটনা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়ে থাকে। আর আপনি চাইলেও কুকুরের এই কাজটা বন্ধ করাতে পারবেন না। কিন্তু আপনি জানেন কি কুকুর কেন বাইক এবং গাড়ির চাকায় প্রস্রাব করে ? চলুন আজ এই মজার বিষয়টা একটু জেনে নেয়া যাক।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/2.%20February%202025/yamaha%20february%202025%20300-x-250.webp)
কুকুর কেন বাইক এবং গাড়ির চাকায় প্রস্রাব করে ?
এই সম্পর্কে পশু বিশেষজ্ঞরা অনেক রকম মতামত দিয়েছেন , এর মধ্যে থেকে ৩ টি প্রচলিত কারন আজ আপনাদের সামনে তুলে ধরা হলো।
১- কুকুর বিদ্যুতের খুঁটি , বাইকের চাকা এবং গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে। এটি তাদের অন্য সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার অন্যতম উপায়। গাড়ির চাকায় বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করার ফলে অন্য সঙ্গীরাও সেই গন্ধ শুঁকে বুঝে যায় যে, তারা দলছাড়া হয়নি। এক এলাকাতেই রয়েছে। এভাবে কুকুর নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/1.%20January%202025/suzuki%20january%202025%20in%20article.webp)
Also Read: স্টপি যেভাবে করবেন
২- বাইক এবং গাড়ির টায়ারে প্রস্রাব করার আরও একটি কারণ হল , কুকুররা টায়ারের গন্ধ বিশেষ পছন্দ করে। টায়ারের গন্ধের তীব্রতম আকর্ষণে কুকুররা তাই বার বারই বাইক এবং গাড়ির টায়ারে প্রস্রাব করে।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2023/October%202023/kixx%20in%20article%206th%20para%20october%202023.webp)
৩- কুকুরদের একটি স্বভাবগত আচরণ হল , তারা সমতলের চেয়ে উঁচু কোনও জায়গায় প্রস্রাব করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রস্রাবের গন্ধ চাকার টায়ারে দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়। ফলে বাকি সঙ্গীদের বুঝতে সুবিধা হয়, কে কোথায় আছে। মাটিতে প্রস্রাব করলে, তার গন্ধ অল্প সময় পর মিলিয়ে যায়। তখন একে অপরের হদিস পেতে সমস্যা হয়।
আশাকরি কুকুর কেন বাইক এবং গাড়ির চাকায় প্রস্রাব করে এর উত্তরটা আপনি পেয়েছেন। নতুন কোন এলাকা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন এলাকার কোন কুকুর আপনার আপনার বাইকের দিকে তেড়ে আসছে। আপনি কিছু বুঝে ওঠার আগেই ওরা আপনার উপর আক্রমণ করে বসলো। রাইডিং এর সময় হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন এই সম্পর্কে জানুন। নিজে নিরাপদ থাকতে সব সময় ভালোমানের হেলমেট ব্যবহার করুন এবং সিটি অথবা হাইওয়েতে অতিরিক্ত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন। নিজে নিরাপদ থাকি এবং অন্যকে সেফ রাইডে উৎসাহিত করি।
![Floating Logo](https://www.bikebd.com/den/storage/app/files/shares/2024/10/Bike%20BD%20Desktop.png)