এসিআই মোটরস ঘোষণা করেছে জুলাই ক্যাশব্যাক অফার ২০২১
This page was last updated on 28-Jul-2024 07:37am , By Raihan Opu Bangla
ইয়ামাহা মোটরসাইকেল জুলাই মাসে তাদের মোটরসাইকেলের উপর দিচ্ছে জুলাই ক্যাশব্যাক অফার। এই অফারটিকে "Joyful July Offer" ট্যাগ লাইন দিয়েছে। এটি ক্যাশব্যাক অফার।
এই অফারে তাদের ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, ছাড়াও দিচ্ছে অনেক ধরনের উপহার। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই অফারটি বাইকারদের এই সিজনে তাদের পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে সহায়তা করবে।
ইয়ামাহা এই জুলাই ক্যাশব্যাক অফার এ দিচ্ছে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইয়ামাহা এর সবচেয়ে জনপ্রিয় বাইক Yamaha R15 V3 এবং Yamaha MT 15 বাইকে দেয়া হচ্ছে এই সর্বোচ্চ ক্যাশব্যাক। এছাড়া ইয়ামাহা এর অন্যান্য মডেলের বাইক গুলোতেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক।
জুলাই ক্যাশব্যাক অফার ২০২১
Model | Price | Cashback |
---|---|---|
R15 V3 | 4,70,000 | 15,000 |
MT 15 | 3,95,000 | 15,000 |
XSR 155 | 5,35,000 | 10,000 |
FZ-S FI V2 DD | 2,24,000 | 6,000 |
Fazer FI V2 | 2,61,000 | 10,000 |
Saluto 125cc | 1,24,000 | 5,000 |
এছাড়া এই অফারে তাদের রেট্রো ডিজাইন ও স্টাইলিশ লুকসের ক্যাফে রেসার Yamaha XSR 155 বাইকটিতেও দেয়া হচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক এবং সেই সাথে উপহার হিসেবে রয়েছে একটি স্টাইলিশ XSR রাইডিং জ্যাকেট।
Yamaha XSR 155 First Impression Review
অপর দিকে ইয়ামাহা তাদের ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক Yamaha FZS Fi V2 DD বাইকে দিচ্ছে ৬,০০০ টাকা। তবে আশ্চর্যজনক ভাবে তারা FZS Fi V3 বাইকে কোন ধরনের ছাড় বা ক্যাশব্যাক দিচ্ছে না। বর্তমানে FZS Fi V3 বাইকটির দাম কমিয়ে আনা হয়েছে।
বর্তমানে বাইকটির দাম হচ্ছে ২,৪০,৫০০ টাকা। ইয়ামাহা ফেজার ভি২ এবং ইয়ামাহা স্যালুটো দুটো বাইকেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক অফার। ইয়ামাহা ফেজার এ দেয়া হচ্ছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক এবং স্যালুটো ১২৫ বাইকটিতে দেয়া হচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার।
জুলাই ক্যাশব্যাক অফার ২০২১ এটি চলবে পুরো জুলাই মাস জুড়ে। আর এই অফারটি আপনি বাংলাদেশে ইয়ামাহা এর অথোরাইজড সকল শোরুম থেকে উপভোগ করা যাবে।
কোভিড-১৯ এর তৃতীয় ধাপে অনেক বেশি সংক্রামণ বেড়ে গিয়েছে। তাই গণ পরিবহন এড়িয়ে চলছে সবাই। এই অবস্থায় যোগাযোগের জন্য মোটরসাইকেল অন্যতম মাধ্যম হতে পারে। আর ইয়ামাহা এর এই অফার কাস্টোমারদের সহায়তা করবে তাদের পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয়ের ক্ষেত্রে।
কোন জরুরী প্রয়োজন ছাড়া নিজের ও পরিবারের সুরক্ষার জন্য ঘরেই থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।