কেন অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না - ১০ টি কারণ
This page was last updated on 04-Nov-2023 06:02am , By Saleh Bangla
মোটরসাইক্লিং জগতে একটি কথা বেশ প্রচলিত রয়েছে যে, যিনি বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না তিনি মূলত: মোটরসাইকেল রাইডই তেমন পছন্দ করেন না। হয়তোবা সেকারণেই অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালানো বেশ উপভোগ করেন এবং ভালোবাসেন। কিন্তু সত্যিকার অর্থে অনেক মোটরসাইকেল রাইডার, খুব সম্ভবত বৃহত্তর সংখ্যক রাইডারই এটি পছন্দ করেন না কেননা অনিবার্যভাবেই বৃষ্টিতে রাইডিংয়ে বিস্তর ঝামেলা মোকাবেলা করতে হয়। তাই আমরা আজকের আলোচনায় রেখেছি, কেন অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না তার ১০ টি কারণ। চলুন তবে মূল আলোচনায়।
কেন অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না - ১০ টি কারণ
- বৃষ্টির দিনগুলিতে সাধারণত চারপাশ ভেজা এবং পরিবেশ তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। কখনও কখনও বৃষ্টির পরে উচ্চ আর্দ্রতা এবং ভ্যাপসা গরম দিনের আরামকে সম্পূর্ণরুপে হারাম করে দেয়। আর বলাই বাহুল্য, এই ধরনের ক্রমাগত পরিবর্তিত আবহাওয়ায় রাইড করা বেশিরভাগ মোটরসাইকেল রাইডারের জন্য সত্যিই প্রচন্ড অস্বস্তিকর। এই কারনে অনেক রাইডারই বৃষ্টির দিনে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না।
- বৃষ্টির দিনগুলিতে মোটরসাইকেল রাইডে সাচ্ছন্দে থাকার জন্য সাধারণত কুইক-ড্রাই বা সিনথেটিক ধরনের কাপড় পড়তে হয়। আর এছাড়াও একজন রাইডারকে বৃষ্টিতে শুকনো থাকার জন্য ওয়াটার-প্রুফ রেইন-স্যুটও পরতে হয়। এসব ছাড়াও রাইডারকে তার সেফটির জন্য প্রয়োজনীয় সেফটি-গিয়ারও পরতে হয়। ফলে এটা স্পষ্ট যে বৃষ্টির মধ্যে এতোসব আয়োজন করে মোটরসাইকেল চালানো যথেষ্ট ঝামেলাদায়ক, যা অনেক রাইডারই একদমই পছন্দ করেন না।
- বৃষ্টির মধ্যে মোটরসাইকেল রাইডে সাধারণত চালকদের বৃষ্টি এবং শুকনো সময় বিবেচনা করে অতিরিক্ত কাপড় ও গিয়ার বহন করতে হয়। রাইডের সময় এসব অতিরিক্ত জিনিসপত্র বহন করা, বৃষ্টির সময় সেসব বের করে পরা, এবং বৃষ্টির শেষে সেসব আবার প্যাক করে রাখা আসলেই বেশ ঝামেলার কাজ। তাই এসব ঝামেলা এড়াতে রাইডারদের অনেকেই বৃষ্টিতে রাইডিং এড়িয়ে চলেন।
- বৃষ্টির দিনে মোটরসাইকেল রাইডিং বছরের অন্যান্য যেকোন সময়ের তুলনায় স্পষ্টতই অনেক বেশি অস্বস্তিকর। আবহাওয়া, তাপমাত্রা এবং আর্দ্রতার ক্রমাগত পরিবর্তন একজন রাইডারের শরীর এবং মন উভয়ের উপর যথেষ্ট বিরুপ প্রভাব ফেলে। তাই বৃষ্টির দিনে দীর্ঘ সময় ধরে রাইডিংয়ে অনেকেই অসুস্থ বোধ করেন। ফলে এসময় তারা রাইডিং এড়িয়ে চলেন।
- বৃষ্টির দিনে সাধারনত যেকোন রাস্তা এবং তার উপরিভাগ অন্য সময়ের তুলনায় বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আক্ষরিকভাবেই ভেজা এবং কর্দমাক্ত রাস্তাগুলি যথেষ্ট পিচ্ছিল থাকে যা মোটরসাইকেলের চাকায় পর্যাপ্ত গ্রিপ এবং ট্র্যাকশন দিতে পারে না এবং এই অবস্থা অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও একই রকম। তাই বছরের অন্য সময়ের তুলনায় বৃষ্টির দিনে পরিস্থিতি অনেকবেশি ঝুঁকিপূর্ণ থাকে। তাই প্রায়ই মোটরসাইকেল রাইডাররা এসময় মোটরসাইকেল চালানো এড়িয়ে চলেন।
- বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালানোর সময় একজন রাইডার অবশ্যই রাস্তার ট্র্যাকশন, ব্রেকিং এফিশিয়েন্সি ও ভিজিবিলিটি ইত্যাদি বিষয়ে যথেষ্ট ঘাটতি অনুভব করেন। এটা যে কেবল মোটরসাইকেলের উপর কম নিয়ন্ত্রণ অনুভব করা তা নয় বরং রাস্তায় অন্যান্য যানবাহনও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়। তাই ঝুঁকির মাত্রা বিচারে অনেকেই এসময় প্রয়োজন ছাড়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকেন।
- ভারী বৃষ্টিতে একজন মোটরসাইকেল রাইডার অবশ্যই ভিজিবিলিটি সংকটে পড়েন যা ব্যস্ত ট্রাফিকে বা সরু ও পাহাড়ি রাস্তায় আক্ষরিক অর্থেই খুব বিপজ্জনক। তাই এই ধরনের পরিস্থিতিতে মোটরসাইকেল রাইডিং এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, আর অনেকেই তা করেন।
- বৃষ্টিতে মোটরসাইকেল রাইডিংয়ে একটি মোটরসাইকেলের কন্ট্রোলিং এলিমেন্টগুলির কার্যক্ষমতা অনেকটাই হ্রাস পায় আর এসবের সার্ভিস-লাইফও দ্রুত হ্রাস পায়। যেমন, মোটরসাইকেলের কন্ট্রোলিং-ক্যাবল, লিভার-পিভট, ব্রেক-শু, বিয়ারিং প্রভৃতিতে বর্ষার দিনে দ্রুত ময়লা জমে এবং তা ময়লা ও আর্দ্রতার কারণে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তাই বৃষ্টিতে রাইডিং অবশ্যই একটি মোটরসাইকেলের মসৃণ কার্যক্ষমতা হ্রাস করে, যা অনেক রাইডারেরই পছন্দ না।
- বৃষ্টির দিনে ঘনঘন মোটরসাইকেল চালানো হলে এতে সাধারাণ সময়ের তুলনায় অনেক বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এসময়ে মোটরসাইকেলের যন্ত্রাংশগুলো অন্য সময়ের তুলনায় দ্রুত নষ্ট হয় এবং ক্ষয়ে যায়। তাই বর্ষায় মোটরসাইকেলের বেশ ঘনঘন রক্ষণাবেক্ষণ এবং বিশেষ যত্ন করতে হয়্। তাই এসব ঝামেলা অনেককেই বৃষ্টির দিনে রাইডিংয়ে নিরুৎসাহিত করে।
- আর শেষকথা হলো, বৃষ্টিতে মোটরসাইকেল রাইডিং অনেকটাই বছরের সবচেয়ে বাজে সময়ে রাইড করার মতো একটি বিষয়। সাধারণত, একজন মোটরসাইকেল চালক কখনোই এতটা ঝামেলার মুখোমুখি হন না যতটা হন বর্ষাকালে। এটি কেবল রাইডিংয়ের সাচ্ছন্দ্যকেই নষ্ট করে না এবং সবকিছুকেই নোংরা ও বিরক্তিকর করে তোলে। তাই অনেক রাইডারই বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানো এড়িয়ে চলেন বা বর্ষায় মোটরসাইকেল নিয়ে চলাফেরা কমিয়ে দেন। সুতরাং, কারনগুলি খুবই পরিস্কার কেন অনেক রাইডারই বৃষ্টিতে মোটরসাইকেল চালাতে পছন্দ করেন না। ধন্যবাদ।