টিভিএস অটো বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে আর নেই

This page was last updated on 30-Jul-2024 07:24am , By Raihan Opu Bangla

টিভিএস অটো বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে আর নেই

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান জনাব আকতার হুসাইন (৭৫) মারা গিয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ঃ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

tvs autos vice chairman

বার্ধক্যজনিত কারণে জনাব আকতার হুসাইন-এর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে হতে জানা গিয়েছে। জনাব আকতার হুসাইন-এর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র, এক কন্যা সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জনাব আখতার হুসাইন টিভিএস অটো বাংলাদেশ, সনি, র‍্যাংগস, ফার্মাশিয়া ফার্মাসিউটিক্যালস সহ অনেক সনামধন্য কোম্পানির প্রতিষ্ঠাতা ও সফল পরিচালক ছিলেন। 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, জনাব আকতার হুসাইন-এর জানাজা শুক্রবার ১১ ফেব্রুয়ারি বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার পর জনাব আকতার হুসাইন-এর মৃতদেহ বরিশালে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওনার অকাল মৃত্যুতে আমরা টিম বাইকবিডি পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং শোকস্মতপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।