একটি মোটরসাইকেল রাইডের আগে কি কি পরীক্ষা করা উচিৎ?

This page was last updated on 20-Nov-2023 12:07pm , By Saleh Bangla

মোটরসাইকেল একটি দুইচাকার বাহন, যার সবচেয়ে আকর্ষনীয় দিক হলো এটি একজন রাইডারকে মোটামুটি স্বাধীনভাবে চলতে সাহায্য করে। আর সত্যিকার অর্থেই একটি মোটরসাইকেল রাইড অন্য যেকোনো বাহনের তুলনায় একটি অতুলনীয় অভিজ্ঞতা দেয়। তবে একই সাথে, এটি এমন একটি বাহন যা চালানোর সময় রাস্তায় চলা অন্য যেকোন যানবাহনের তুলনায় অনেক বেশি সতর্ক থাকতে হয়। আর তাই প্রতিবার মোটরসাইকেল চালানোর আগে কিছু বিষয় সবসময় পরীক্ষা করে নেয়া উচিৎ বিশেষ করে যদি সেটি যদি আপনার সচরাচর ব্যবহৃত মোটরসাইকেল না হয়। তবে চলুন একটি মোটরসাইকেল রাইডের আগে কি কি পরীক্ষা করা উচিৎ সেইবিষয়ে আজকের আলোচনায়।

 

মোটরসাইকেল চালানোর আগে কেন তা পরীক্ষা করবেন

প্রচলিতভাবে, একটি মোটরসাইকেল মোটামুটি একটি ব্যক্তিগত জিনিষের পর্যায়ে পড়ে যা অনেকটাই নিজের মোবাইল ফোন, মানিব্যাগ, বা অন্য যেকোন নিজস্ব ব্যবহার্য্য জিনিসের মতো। এসব ব্যাক্তিগত জিনিষ অনেকেই হয়তো কখনোবা সাময়িকভাবে অন্যকে ব্যবহার করতে দিতে পারেন, তবে তা কখনোই ব্যাক্তির কাছে স্বাচ্ছন্দ্যের বিষয় নয়। তো যাই হোক, বাস্তবে আমাদের দেশের দৃশ্যপট একটু ভিন্ন; যে আমরা অনেকেই আমাদের ব্যাক্তিগত জিনিষ, সেইসাথে আমাদের মোটরসাইকেল পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে ভাগ করে ব্যবহার করি।

সেই হিসেবে অন্যান্য ব্যক্তিগত ব্যবহার্য্য জিনিসপত্র ব্যাতিরেকে একটি মোটরসাইকেল অনেকসময়ই আমাদের একান্ত ব্যক্তিগত বাহন হিসেবে আর থাকে না। আর অফিস পুলের মোটরসাইকেল বলা যায় অনেকটাই পাবলিক ভেহিকলের মতোই ব্যবহার হয়, যেখানে এমনকি পরেরবার ব্যবহারের সময়ও একজন রাইডার নিশ্চিত হতে পারেন না যে মোটরসাইকেলটি আসলে কি কন্ডিশনে আছে। আর তাই একটা প্রি-রাইড চেকলিষ্ট মেনে প্রতিবার রাইডের আগে একটি মোটরসাইকেল এমনকি নিজের মোটরসাইকেলটিও পরীক্ষা করে নেয়া ভালো। চলুন তবে দেখে নেয়া যাক আমাদের প্রস্তাবিত সেরকমই একটি চেকলিষ্ট।

 

একটি মোটরসাইকেল রাইডের আগে কি কি পরীক্ষা করা উচিৎ?

>> একটি মোটরসাইকেল রাইড শুরুর আগে, সেটি আপনার নিজের হোক বা অন্যকারো প্রথমে সেই মোটরসাইকেলের চাকা পরীক্ষা করে নেয়া উচিৎ। এক্ষেত্রে সঠিক এয়ার-প্রেশার আর এবং ন্যূনতম মাপের টায়ার-ট্রেড আছে কিনা তা নিশ্চিত হোন। আর এছাড়াও চাকাদুটি কোনপ্রকার জ্যাম ছাড়া মসৃণভাবে ঘুরছে কিনা তাও নিশ্চিত হোন।

>> দ্বিতীয়ত, রাইডের আগে মোটরসাইকেলটির দুই চাকারই ব্রেক ঠিকমতো কাজ করে কিনা তা ভালোভাবে নিশ্চিত হতে হবে। একাজের জন্য চাকার ফ্রি-রোটেশন চেকের সাথে সাথে উভয় চাকার ব্রেক চেপে চেপে পরীক্ষা করুন এবং মোটরসাইকেলের সিটে বস‍ার পর কন্ট্রোল লিভারগুলোও একটু দেখে নিন।

>> কোন মোটরসাইকেল রাইড শুরুর আগে সেটিতে একটু আরাম করে বসুন, হ্যান্ডেলবারটি ধরে ফুটরেস্টে একটি পা রাখুন, হ্যান্ডেল লিভারগুলি টেনে দেখুন, ফুটলিভার চেপে দেখেুন। এইভাবে মোটরসাইকেলটির কন্ট্রোল মেকানিজমগুলো একটু দেখে নিন আর সেইসাথে বাইকের ইরগনোমিক্সের সাথেও সেট হয়ে নিন। এটি আক্ষরিক অর্থেই একটি বাইকের সাথে রাইডারকে মানিয়ে নিতে সাহায্য করে; বিশেষ করে যখনেআমরা অন্য কারো মোটরসাইকেল চালাই। 

>> পরের ধাপে, মোটরসাইকেলটির ইগনিশন কী চালু করুন এবং ধারাবাহিকভাবে এর ইলেকট্রনিক সিস্টেম, অডো-কনসোল, লাইট, সিগন্যাল ,এবং হর্নও চেক করুন। আসলে এসব চেক করে নিতে তেমন সময় লাগে না, হয়তো মাত্র কয়েক সেকেন্ডই ব্যয় করতে হয়। তবে এসবের কন্ডিশন নিশ্চিত হলে তা আক্ষরিক অর্থেই তা আপনার রাইডকে নিরাপদ ও উপভোগ্য করবে।

>> এরপর মোটরসাইকেলটির ইলেকট্রনিক সিস্টেম চেক হয়ে গেলে সেটির ইঞ্জিন চালু করুন এবং মসৃণভাবে রেভ করুন। এভাবে আপনি মোটরসাইকেলটির ব্যাটারী ও স্পার্ক প্লাগের অবস্থা সম্পর্কেও একটু ধারণা পাবেন এবং ইঞ্জিনের অবস্থারও একটি আভাস পাবেন। আর সেইসাথে মোটরসাইকেলটিতে যথেষ্ট ফুয়েল রয়েছে কিনা তাও নিশ্চিত হয়ে নিন।

>> ধরা যাক, আপনার হাতের মোটরসাইকেলটি আপনার নয়, বা অন্য কারো, অথবা হতে পারে সদ্য হাতে পাওয়া অজানা কোন মোটরসাইকেল। হতে পারে আপনি হয়তো দিনভর রাইডের জন্য অফিসের বা কোন বন্ধুর বাইক নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে সেটির ফুয়েল লেভেল তো বটেই, সেটির ইঞ্জিন অয়েল লেভেল এবং কুলিং ফ্ল‍ুইড লেভেলও চেক করে নিতে হবে।

>> আবার ধরা যাক, আপনি কয়েক দিনের জন্য সম্পূর্ণ অজানা কোন একটি মোটরসাইকেল কারো কাছ থেকে নিয়েছেন। সেক্ষেত্রে, আপনার হাতে পাওয়া মোটরসাইকেলটির এয়ার-ফিল্টার এবং প্রয়োজন পড়লে ওয়েল-ফিল্টার ও স্পার্ক-প্লাগের অবস্থা পরীক্ষা করতে ভুলবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এড়িয়ে যাবার মতো কোন বিষয় নয়।

>> আর এসব ছাড়াও সারাদিনের একটি স্মুথ রাইডিংয়ের জন্য, নিজের হোক বা অন্যের যেকোন মোটরসাইকেলের ড্রাইভ-চেইন এবং উভয় স্প্রোকেটের অবস্থা পরীক্ষা করে নেয়া বুদ্ধিমানের কাজ।  আর প্রয়োজন হলে সেটি এলাইন করে লুব করে নিন, দেখবেন আপনার রাইডটি যথেষ্ট উপভোগ্য হয়ে উঠবে। 

 

তো বন্ধুরা, মোটামুটি এই ছিলো কোন মোটরসাইকেল রাইডের আগে আমাদের প্রি-রাইড চেকলিষ্ট। এটি আপনি নিয়মিত আংশিক বা পুরোপুরি অনুসরন করতে পারেন। আর এটি করতে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন এটিতে আদতে তেমন সময়ও লাগে না। তো হোক আপনার নিজের বাইক বা অন্যের বাইক, এই অভ্যাস বজায় রাখলে দেখবেন আপনার রাইড মোটামুটি সবসময়ই নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes