Bajaj Boxer 100 ৭৫,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - সুদীপ্ত

This page was last updated on 31-Jul-2024 03:20am , By Shuvo Bangla

আমার নাম সুদীপ্ত কুমার সরকার। আমি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বসবাস করি। আমি আপনাদের সাথে আমার Bajaj Boxer 100 বাইকটি নিয়ে মালিকানা রিভিউ শেয়ার করবো ।

bajaj boxer 100

আমার বয়স যখন ১৫ তখন থেকেই আমার বাইক ভাললাগতে শুরু করে। আমার বাইক চালানো শেখা মূলত আমার বড় মামার হাত ধরে ১৭ বছর বয়সে।

এই বাইকটি আমার বাবা চান্দাইকোনা বাজাজ এর শোরুম হিমু মটরস থেকে কিনেছিল। বাইকটির মূল্য নিয়েছিল ৯৫,০০০ টাকা। আমি যখন এই বাইকটি প্রথম চালাই তখন বাইকটি অত্যান্তই স্মুথ ছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে বাইকটারও অনেক পরিবর্তন ঘটেছে।

bajaj boxer 100

Bajaj Boxer 100 বাইকের কিছু ভালো দিক -

  • বাইকটির যান্ত্রিক সমস্যা কম
  • বাইকটির লুকস সুন্দর
  • মাইলেজ অনেক ভালো
  • বাইকের পার্টসগুলো মজবুত
  • ইন্জিন সাউন্ডের পাশাপাশি কন্ট্রোলিং ও ব্যালেন্স ভালো

Bajaj Boxer 100 বাইকের কিছু খারাপ দিক -

  • এই বাইক লং রাইডের জন্য না ।
  • সিগনাল লাইটগুলো একেবারেই নরমাল
  • সিটের কম্ফোর্ট তেমন ভালো নাহ
  • থ্রটল রেস্পন্স অনেক কম

bajaj boxer 100

এই বাইকটি দিয়ে তোলা আমার সর্বোচ্চ স্পিড হলো ৯১ km/h। এই বাইকটি বর্তমানে ৭৪,৯১০ কিলোমিটার চলছে। এই বাইকটা আমি প্রথম সার্ভিসিং করেছিলাম মিলন মটরস থেকে। যান্ত্রিক দিকগুলো অত্যন্ত ভালো হওয়ার কারনে তেমন সার্ভিসিং এর প্রয়োজন হয় না।

আমি আমার বাইকটিতে যে ইঞ্জিন অয়েল ব্যবহার করি তার নাম Super V , যার ১ লিটারের মূল্য ৫৫০ টাকা। আমার এই বাজাজ বক্সার বাইকটিতে ১ লিটার তেলে ৬০+ যাওয়া যায়।

বাজাজ বক্সার নিয়ে আমার বেশ কিছু বন্ধু নিয়ে লং ট্যুর দিয়েছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে থেকে লং ট্যুরের বাইকটি খুবই বাজে । কম সিসির ছোট বাইক লং রাইডে পার্ফরমেন্স কম দিবে ।

বাইকটির খারাপের দিকের থেকে ভালোর দিক অনেক বেশি, বাজাজ এর ইঞ্জিন অনেক লং লাস্টিং হয় তাই যারা বাইকটি কিনতে ইচ্ছুক তারা কিনতে পারেন। উপরের সকল বাক্য আমার নিজ অভিজ্ঞতা থেকে লেখা। কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ।

 

লিখেছেনঃ সুদীপ্ত কুমার সরকার
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।