ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ আয়োজন করতে যাচ্ছে এসিআই মোটরস লিমিটেড

This page was last updated on 08-Jul-2024 03:42pm , By Saleh Bangla

এসিআই মোটরস ২০১৮ এর অক্টোবর ১ থেকে ৩ তারিখ আয়োজন করতে যাচ্ছে “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”। এই রাইডিং ফিয়েস্তা আয়োজিত হবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) যা ৩০০ফিট এর কাছেই অবস্থিত । এই ইভেন্টটি সকল বাইকার ও সাধারন মানুষের জন্য উন্মুক্ত । তবে প্রধান অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা থেকে রাত ৭টা এর মধ্যে ।

 এসিআই মোটরস আয়োজন করতে যাচ্ছে “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”।

এই ইভেন্টের প্রধান থিম হচ্ছে যারা গিনেস ওর্য়াল্ড রেকর্ড ইভেন্টে যারা অংশ নিয়ে ছিল তাদের সার্টিফিকেট প্রদান করা । যেসব বাইকার অংশ নিয়ে ছিলেন তাদের এসিআই মোটরস থেকে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হয়েছে । তারা ইভেন্টের সময় সকাল ১১টা থেকে রাত ৭টার মধ্যে তাদের সার্টিফিকেট নিতে পারবেন ।

  বাইকারদের অবশ্যই এসিআই মোটরস থেকে যে এসএমএস দেয়া হয়েছে সেটি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের রেজিস্ট্রেশনে যে নাম্বার ব্যবহার করা হয়েছে সেই নাম্বার সহ আসতে হবে । যেসব বাইকার অংশ গ্রহন করেছেন তারা সবাই এখান থেকেই তাদের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন ।

Yamaha FZS FI V2 Dual Disc - First Impression

এছাড়া “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা” এর তিন দিনে আপনারা ৪টা থেকে ৭টা পর্যন্ত জিমখানা, টেস্ট রাইড ইনজয় করতে পারবেন । আপনারা ইয়ামাহা এফজেডএস ডাবল ডিস্ক, ইয়ামাহা আর১৫ ভি৩ এবং ইয়ামাহা স্কুটার টেস্ট রাইড করতে পারবেন । সেখানে ইয়ামাহা রাইডার্স ক্লাব(ওয়াইআরসি) স্টল, বাইকার্স ক্যাফে, ফটো বুথ, কনসার্ট, ডান্স শো এবং ডিজে পার্টির ব্যবস্থা থাকবে ।  

 টেস্ট রাইড এবং জিমখানা এর জন্য আপনাকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে । এছাড়া টেস্ট রাইড ও জিমখানা এর জন্য আপনাকে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে আসতে হবে ।

Click Here For Yamaha R15 V3 Video Review


এসিআই মোটরস লিমিটেড এই বছর অনেক গুলো নতুন মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসেছে । তারা লঞ্চ করেছে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ । এই নতুন বাইকটিতে দেয়া হয়েছে রেয়ার ডিস্ক ব্রেক, চেঞ্জ আনা হয়েছে রিয়ার ভিউ মিরর, নতুন এলয় হুইলস আর এই বাইকটি শুধু মাত্র আরমাডা ব্লু কালারেই পাওয়া যাবে । এই বাইকটি ছাড়াও এসিআই মোটরস লিমিটেড লঞ্চ করেছে ইয়ামাহা আর১৫ ভি৩, ইয়ামাহা রে জেডআর, ইয়ামাহা ফ্যাসিনো সহ অনেক নতুন বাইক । বাইকবিডি এই ইভেন্টে থাকবে । তাদের ইভেন্ট প্রাঙ্গনেই একটা ছোট স্টল থাকবে । সেখান থেকেই বাইকারা বাইকবিডির স্টিকার সংগ্রহ করতে পারবেন এবং অনেক লাকি বাইকার পেয়ে যেতে পারেন বাইকবিডি টি-শার্ট । তাই সবার আমন্ত্রন রইল “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮” উপভোগ করার জন্য । ধন্যবাদ ।