ইয়ামাহা নিয়ে এসেছে উইন্টার অফার ২০১৮
This page was last updated on 29-Jul-2024 10:58am , By Saleh Bangla
গত মাসে ইয়ামাহা একটি শীতের অফার দিয়েছিল । যদিও সেটা ছিল ইয়ামাহা এসজেড আরআর ভি২ এর ফ্রী রেজিস্ট্রেশন এর উপর । ইয়ামাহা তাদের প্রিমিয়াম কোয়ালিটি বাইকের জন্য পরিচিত । এবার তারা বাইকারদের জন্য আরো একটি অফার নিয়ে এসেছে । এটা একটা উইন্টার অফার ২০১৮ ।
ইয়ামাহা বাইকারদের জন্য উইন্টার অফার নিয়ে এসেছে
নিয়ে এসেছে এই অফারে তারা দিচ্ছে ফ্রী জ্যাকেট প্রতিটি বাইকের সাথে । এই জ্যাকেট বাইকারদের হেল্প করবে শীতের মধ্যে রাইড করতে । এসিআই মোটরস যারা ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক । তারা দিচ্ছে ৫৬০০ টাকার ফ্রী রেজিস্ট্রেশন শুধু মাত্র ইয়ামাহা এসজেড আরআর ভি২ । এর সাথে থাকছে কিছু এক্সেসরিজ যা দেয়া হবে ইয়ামাহা এফজেড এস এফআই ভি২ লক, সু প্রোটেক্টর এবং ইউএসবি চার্জার । ফেজার এফআই ভি২ এর সাথে থাকছে লক এবং চেইন ব্রাশ । আপনি প্রত্যেকটি মডেলের সাথে পাবেন ফ্রী জ্যাকেট এবং এই অফারটি চলবে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত । তবে শুধু মাত্র ইয়ামাহা স্যালুট এর জন্য ফ্রী জ্যাকেট এর এই অফারটি চলবে ১৫ ই ডিসেম্বর ২০১৮ ।
ইয়ামাহা এসজেড আরআর ভি২ বাইকটি তে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটা আপনি ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ তে দেখতে পাবেন । তবে ফুয়েল সাপ্লাই হচ্ছে কার্বুরেটর । এই ইঞ্জিন থেকে প্রায় ১১.৯ বিএইচপি @৭৫০০আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @৬০০০আরপিএম । বাইকটিতে সেলফ এবং কিক স্টার্ট দুটোই দেয়া হয়েছে । আপনি বাইকটি সম্পর্কে জানতে টেস্ট রাইড রিভিউটি পড়তে পারেন এবং ইউটিউবে রিভিউ দেখে নিতে পারেন ।
Yamaha SZRR V2.0 Review By Team BikeBD
ইয়ামাহা এর অন্যতম ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক হচ্ছে এফজেডএস এফআই ভি২ । বাংলাদেশের অন্যতম ব্যালেন্সড এবং কন্ট্রোলিং বাইক হচ্ছে এটি । বাইকটি ১৪৯সিসি ইঞ্জিন বিশিষ্ট । এর ক্ষমতা হচ্ছে ১৩ বিএইচপি @ ৮০০০আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে । এর সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স । ইঞ্জিনের বিএস ফোর কমপ্লায়েন্স এবং ইকো ফ্রেন্ডলি হওয়াতে মাইলেজ ভাল পাওয়া যায় ও পরিবেশের ক্ষতিও কম হয় । ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি স্মুথ ।
ইয়ামাহা গত মাসের মত এই মাসেও নিয়ে এসছে উইন্টার অফার ২০১৮ । তবে এবার তারা অফারে অনেক কিছু যুক্ত করেছে । এই অফার চলবে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত । ধন্যবাদ ।