ইয়ামাহা বাংলাদেশ ঈদ উল ফিতর ক্যাশব্যাক ২০২৫

This page was last updated on 04-Mar-2025 01:52pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। এই ঈদ উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে এসেছে দারূণ এক অফার। অফারটি হচ্ছে ইয়ামাহা ঈদ উল ফিতর ২০২৫ ক্যাশব্যাক অফার।

 ইয়ামাহা ঈদ উল ফিতর ২০২৫ ক্যাশব্যাক অফার

ইয়ামাহা ঈদ উল ফিতর ২০২৫ ক্যাশব্যাক অফার

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ঈদ উল ফিতর উপলক্ষ্যে এসিআই মোটরস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ঈদের খুশি ক্যাশব্যাক অফার। 

এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরসাইকেল মডেল গুলোতে দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক। এছাড়া থাকছে আকর্ষণীয় উপহার। এই অফারে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে। 

বাংলাদেশের স্পোর্টস সেগমেন্টে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ হচ্ছে R15 সিরিজ। এই সিরিজের মোটরসাইকেল গুলোতে দেয়া হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে শুধু R15 V4 (Black & Red) এবং R15 M (Without TFT Meter) এই দুটি মডেলের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। 

এছাড়া ইয়ামাহা অন্যতম জনপ্রিয় সিরিজ FZS সিরিজের ক্ষেত্রেও দেয়া হচ্ছে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অপরটিকে রেট্রো ডিজাইন FZ-X ১৫০ এবং ১২৫সিসির জনপ্রিয় মডেল Saluto 125 মডেলেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক। 

ইয়ামাহা ঈদ ক্যাশব্যাক অফার ২০২৫

তবে তাদের স্কুটার সেগমেন্টের কোন মডেলে আপাতত কোন ধরনের ডিস্কাউন্ট বা ক্যাশব্যাক দেয়া হচ্ছে না। আর ক্যাশব্যাক অফারটি পেতে  এবং বিস্তারিত জানতে আপনার কাছাকাছি অথোরাইজড ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।