অনলাইন ইয়ামাহা সার্ভিস বুকিং সেবা
This page was last updated on 28-Jul-2024 07:10am , By Raihan Opu Bangla
বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। প্রিমিয়াম সার্ভিস এর ক্ষেত্রে ইয়ামাহা এর নাম সবার প্রথম দিকেই থাকবে। সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে অনলাইন সার্ভিস বুকিং সেবা।
এখন ইয়ামাহা এর সকল আগ্রহকগণ তাদের মোটরসাইকেল সার্ভিস এর জন্য সরাসরি আগ্রহক কে আর সার্ভিস পয়েন্টে আসতে হবে না। ঘরে বসে বা অনলাইনে আগ্রহকগণ তাদের মোটরসাইকেলের সার্ভিস বুকিং করতে পারবেন।
অনলাইন সার্ভিস বুকিং সেবার মাধ্যমে এখন ইয়ামাহা গ্রাহকরা তাদের মোটরসাইকেলের সার্ভিসের সময় ও সার্ভিসের ভিন্ন ভিন্ন সেবার ধরন নিজেরাই তৈরি করে নিতে পারবেন। অন লাইন সার্ভিস বুকিং এর জন্য কয়েকটি ধাপ পূরন করতে হবে। ধাপ গুলো হচ্ছে –
- লগইন/রেজিস্ট্রেশনঃ প্রথমে ইয়ামাহা এর ওয়েব সাইটে লগ ইন করতে হবে। সেখানে নিজের ও মোটরসাইকেলের সম্পূর্ন তথ্য পূরণ করতে হবে।
- সার্ভিসের ধরনঃ এরপর কি ধরনের সার্ভিস প্রয়োজন সেটা নির্ধারণ করতে হবে। সেখানে মোটরসাইকেলের মেইনটেনেন্স, ও সমস্যা গুলো সিলেক্ট করতে হবে।
- সার্ভিস পয়েন্টঃ এরপর সার্ভিস পয়েন্ট সিলেক্ট করতে হবে। যেখানে আপনার সুবিধা হবে সেই সার্ভিস পয়েন্ট, দিন ও তারিখ সিলেক্ট করে এপয়েন্টমেন্ট নিতে হবে।
- কনফার্মেশনঃ সব কিছু পূরণ হবার পর কাস্টোমারের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। সেখানে সব কিছু বিস্তারিত দেয়া থাকবে।
ইয়ামাহা মোটরসাইকেল এর অথোরাইজড সার্ভিস পয়েন্ট থেকেই শুধু মাত্র সার্ভিস করা যাবে। ইয়ামাহা মোটরসাইকেল এর সকল শোরুম এর জন্য এখানে ক্লিক করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর, তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।