Yamaha Fazer FI V2 বাইক নিয়ে মালিকানা রিভিউ - রিসাদ

This page was last updated on 19-Nov-2023 02:56am , By Shuvo Bangla

আমার নাম মুহাম্মদ রিসাদ। আমি একজন স্টুডেন্ট।আমি চট্টগ্রামে বসবাস করি। আজ আমি আমার ব্যবহৃত Yamaha Fazer FI V2 বাইকটি নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্তাপন করব।

Yamaha Fazer FI V2

Yamaha Fazer FI V2 বাইক নিয়ে মালিকানা রিভিউ -  মুহাম্মদ রিসাদ।

যদিও বাইকটির মালিক আমি নয় ,মালিক আমার বড় ভাই। বলতে গেলে প্রায় সময় বাইকটি আমি চালাই। আমাদের পরিবারের ১ম বাইক এটি , যা আমরা ইয়ামাহার শোরুম থেকে ক্রয় করেছিলাম । বাইকটির লুকস আমাদের নজর কাড়ে। বাইকটি ক্রয় করেছিলাম ২০১৯ সালের ডিসেম্বর মাসে। আস্তে আস্তে পথচলা শুরু ফেজার নিয়ে।

কিন্তু এর সামনের হেডলাইটের দিকটা কেমন জানি লাগত। পরে বিভিন্ন পেজ ইউটিউব থেকে আইডিয়া নিয়ে সামনে ওইংলেট সেটাপ করি। ফর্ক-গার্ড এবং ইঞ্জিন গার্ড লাগাই। বাইকটি দেখতে এখন মোটামুঠি সামনের দিকটা খুব ভালো লাগে। এবার আসি মুল কথায়।

Yamaha Fazer FI V2

এখন পর্যন্ত এই বাইক ২৫ হাজারের উপরে চালানো হয়েছে। বাইকটি এই পর্যন্ত আমাকে নিরাশ করেনি। লুকস , কন্ট্রোল, ব্রেকিং , ব্যালেন্সিং সবকিছুতে আমি স্যাটিস্ফাইড। বাইকটির ব্রেকিং পিরিয়ড সাবধানতার সাথে মেইন্টেইন করেছি। যার ফলে বাইকের সাউন্ড এখনো বলতে গেলে নতুনের মতই বলা যায়।

বাইকটি দিয়ে আমি পিলিয়ন নিয়ে ১১০ পর্যন্ত তুলেছি। মনে হচ্ছিল যে আরো উঠত কিন্তু পর্যাপ্ত জায়গা ছিল না। মেইনটেইন্যান্স এর ক্ষেত্রে বিন্দু পরিমান অবহেলা করা হয়নি। সময়মতো ইঞ্জিন অয়েল ড্রেইন, চেইন লুব, ইত্যাদি কাজ যথা সময়ে সম্পন্ন করেছি

মাইলেজ এভারেজ আমি ৪০-৪৫+ পাই। যদি একটু রেভ করে চালানো হয় তখন এর মাইলেজ ৩২-৩৩ এ নেমে আসে । তবে ইয়ামাহা ব্রান্ড এর বাইকের মাইলেজ বেশ ভালো ।

Yamaha Fazer FI V2

Yamaha Fazer FI V2 বাইকটির কিছু ভাল দিক -

  • এফ আই বাইক হওয়াতে মাইলেজ খুব ভাল।
  • ব্রেকিং এ আমি সন্তুষ্ট।
  • ১৪০ সেকশনের টায়ার হওয়াতে ভাল কর্নারিং করা যায় ।
  • সিটিং পজিশন কম্ফোর্ট।
  • এখন পর্যন্ত ব্যাক পেইন হয়নি ।
  • কন্ট্রোলিং এই রেঞ্জের অন্যন্য বাইকের তুলনায় ভালোই বলা যেতে পারে ।

Yamaha Fazer FI V2 বাইকটির কিছু খারাপ দিক -

  • রেডি পিকাপ কম।
  • হাইওয়েতে ওভারটেকিং এ সমস্যা হয় ।
  • এফ আই বাইক হওয়াতে গ্রামে সার্ভিস করানো একটু সমস্যা ।
  • হেডলাইটের আলো খুব বাজে।
  • মিটার টা দেখতে সুন্দর না ।
  • একটু রাফ চালালে ইঞ্জিন অতি অল্পসময় হিট হয় ।

Yamaha Fazer FI V2

পরিশেষে বলতে চাই যেকোনো বাইকের  ভাল এবং খারাপ থাকবে। কিন্তু বর্তমান বাজার হিসেব করলে এর চেয়ে ভাল অপশনের বাইক বাজারে বিদ্যমান। কেননা এর প্রাইজ অনেক হাই। ডলারের দাম বৃদ্ধি পাওয়াতে এই গাড়ির দাম আরো বৃদ্ধি পেয়েছে।

আমি শুধুমাত্র আমার মতামত শেয়ার করলাম। ভুল হয়ে থাকলে ক্ষমার দৃস্টিতে দেখবেন । ধন্যবাদ ।

Yamaha Fazer FI V2

লিখেছেনঃ মুহাম্মদ রিসাদ
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।