হিরো ঈদ অফার ২০২২ - ১৬৫০০ টাকা পর্যন্ত ছাড়!

This page was last updated on 22-Nov-2023 09:10am , By Raihan Opu Bangla

হিরো বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। রমজান ও ঈদ কে সামনে রেখে হিরো নিয়ে এসেছে এক দারূণ এক হিরো ঈদ অফার ২০২২। এই অফারে হিরো তাদের মোটরসাইকেলে দিচ্ছে সর্বোচ্চ ১৬৫০০ টাকা পর্যন্ত ছাড়।


হিরো ঈদ অফার ২০২২ - ১৬৫০০ টাকা পর্যন্ত ছাড়

হিরো ঈদ অফার


বাংলাদেশের স্পোর্টস সেগমেন্ট বেশ জনপ্রিয় হলেও কমিউটার সেগমেন্ট কম জনপ্রিয় নয়। আর এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে হিরো। ১১০-১২৫ সিসি সেগমেন্টে হিরো অনেক বড় প্রোডাক্ট লাইন আপ রয়েছে। 

এই ডিস্কাউন্ট অফারে হিরো সর্বোচ্চ ১৬৫০০ টাকা থেকে সর্বোনিন্ম ৬০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে। এই অফারটি চলবে পুরো রমজান মাস জুড়ে এবং এটি হিরোর সকল অফিশিয়াল শোরুমে পাওয়া যাবে। 

Hero Thriller 160R মোটরসাইকেলটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রীট নেকেড স্পোর্টস কমিউটার মোটরসাইকেল। অনেক দিন পর হিরো তাদের প্রোডাক্ট লাইন আপে ২০২০ সালে এই বাইকটি যুক্ত করে। 

গত বছর হিরো বাংলাদেশের বাইকারদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে হাজির হয়। সেটি হচ্ছে হিরো গত বছর বাংলাদেশে লঞ্চ করেছে Hero Hunk 150R। এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ও নতুন কনসেপ্ট নিয়ে ডিজাইন করা হয়েছে। 

New Hero Hunk 150R (ABS) First Impression Review 


আর হিরো হাংক এর নতুন লুকস ও ডিজাইন সবাই বেশ পছন্দ করেছে। সেই সাথে এই বাইকটি ১৫০সিসি সেগমেন্টের গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। 

নতুন হিরো হাংক এর বাইরের দিকের লুকসের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হলেও এর আগের ভার্সনের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে।  তবে এয়ার স্কুপ, হেডলাইট ডিজাইন, পার্কিং এলইডি এবং আন্ডার কাওল দেয়া হয়েছে। 

হাংক নতুন ভার্সনের ইঞ্জিন হচ্ছে OHC, ফোর স্ট্রোক, ১৪৯সিসি, এয়ার কুল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 14.2BHP এবং 12.6Nm টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

১০০-১২৫সিসি সেগমেন্টের এর দিকে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাব যে হিরো এই লাইন আপে অনেক গুলো মডেল রয়েছে, এদের মধ্যে  Hero passion proIgnitorGlamourI-smart, and HF-Deluxe অনেক জনপ্রিয় মডেল। 

হিরো ঈদ অফার

হিরোর অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Hero Splendor মডেল। এই বাইকটি এর নিজস্ব সেগমেন্টে অন্যতম এবং সবচেয়ে বেশি ব্রিক্রি হওয়া মোটরসাইকেল। 

এছাড়া হিরো দিচ্ছে কিস্তি সুবিধা, কারণ যারা বাজেট এর কারণে বাইক ক্রয় করতে পারছেন না তারা আমার হিরো এর মাধ্যমে সবচেয়ে কম ডাউনপেমেন্ট দিয়ে ক্রয় করে নিতে পারেন হিরো মোটরসাইকেল। 

ঈদ ও রমজান উপলক্ষ্যে অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের ভিন্ন ভিন্ন অফার নিয়ে এসেছে। আমরা আশা করছি ক্রেতারা এই অফারের মধ্যে নিজের জন্য পছন্দের অফারটি বেছে নিতে পারবেন এবং সেই সাথে এবারের ঈদে নতুন বাইকের রাইড উপভোগ করবেন। ধন্যবাদ।