Yamaha Fazer ১১০০০ কিলোমিটার রাইড-তানভীর
This page was last updated on 26-Jul-2024 04:58pm , By Raihan Opu Bangla
আমি রিসান তানভীর, বয়স ২৬ বছর । বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল উনিভার্সিটিতে CSE ডিপার্টমেন্ট পরাশুনা করতেছি । আমি গত ১ বছর ধরে Yamaha Fazer বাইকটি ব্যবহার করতেছি এখন পর্যন্ত ১০ হাজার ৮০০ কিলোমিটার রাইড করেছি । এটাই আমার জীবনের প্রথম বাইক । আজ আমার বাইকটা নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।
Yamaha Fazer বাইক ও বাইকিং নিয়ে স্মৃতি
যদি বাইকিং সম্পর্কে বলতে হয় তাহলে বলব, ছোট বেলা থেকে বাইক এর পিলিয়ন হতে হতে এর উপর নেশা জমে গেছে। তখন ক্লাস ৯ এ পড়ি , রাফাত নামের এক বন্ধু তার বাবার বাজাজ এক্স সি ডি ১২৫ সিসি বাইক নিয়ে স্কুল এ আসত , ওই বাইকটা দিয়েই প্রথম বাইক চালানো শিখি । বিভিন্ন বাইক চালানো হয়েছে তবে সবচেয়ে বেশি চালিয়েছি Yamaha Fazer v1 , এই বাইকটা ছিল বন্ধু ইব্রাহিম এর।
যেহেতু অনেক দিন ইয়ামাহা চালিয়েছি তাই এর প্রতি এক রকম ভালোবাসা কাজ করতো আর সেই ভালোবাসা থেকেই আমার Yamaha Fazer বাইক নেওয়া। আর Yamaha Fazer বাইক টা বেছে নেওয়ার কারণ হলো এর কম্ফোর্টনেস, ব্যালেন্স, ব্রেকি,কন্ট্রলিং,লুক আর মাইলেজ।
বাইকটি ১০০-১৫০ কিলোমিটার রাইড করলেও এর আপ-রাইড হ্যান্ডেলবার আমাকে কষ্ট অনুভব করায় না। বাইক টি নিয়েছিলাম ইয়ামাহা 3S সেন্টার তেজগাঁও থেকে। তখন বাইকটির বাজার মূল্য ছিল ২ লক্ষ ৭১ হাজার আর রেজিস্টেশন সহ প্রায় ৩ লক্ষ ।
Click To see Yamaha Bike Price In Bangladesh
যেদিন বাইক টা কিনতে গিয়েছিলাম সাথে কয়েকটা বন্ধু ছিল বাইক সিলেক্ট করার পর আমার ছোট চাচা আসে টাকা নিয়ে, সেই অনুভতি বলে বোঝানো সম্ভব না। প্রথম সেলফ স্টার্ট আমার ছোট চাচাই দিয়েছিলো, তারপর টেস্ট রাইড দিলাম,তারপর বাইক নিয়ে চলে গেলাম সোজা মিরপুর।
কিনে নিলাম ডিস্ক লক আর ২ টা ফুল ফেস হেলমেট। তারপর মিষ্টি নিয়ে সোজা বাসায়, রাত হয়ে গেলো ফিরতে ফিরতে। সত্যি বলতে ঐরাতে ঘুমাতেই পারিনি , শুধু মনে হচ্ছিলো সকাল হচ্ছে না কেন, কখন বাইক টা চালাতে পারবো।
গত এক বছরে আমি ৪ টা ফ্রি সার্ভিস নিয়েছি ACI থেকে তাদের সার্ভিস এর মান বেশ ভালো এবং বাইরে থেকে ২টা ফুল সার্ভিস নিয়েছি , যেহেতু বাইকটা অনেক শখের তাই কোনো সমস্যাই রাখি না বাইকে।
এ পর্যন্ত বাইকের পাটর্স এর মধ্যে ২ টা ব্রেক সু আর এয়ার ফিল্টার পরিবর্তন করেছি। ব্রেকিং পিরিয়ড এর মধ্যে মাইলেজ পেয়েছি সিটিতে ৩৫ কিমি / লি । তারপর থেকে এখন পর্যন্ত (১০ হাজার কিমি ) সিটিতে পাচ্ছি ৪২ কিমি / লি ।
ইঞ্জিন অয়েল হিসাবে ৮ হাজার কিমি পর্যন্ত 10w40 গ্রেডের মিনারেল ব্যবহার করেছি আর এখন মতুল 10w40 গ্রেডের ফুল সিনথেটিক ব্যবহার করছি। আফ্টারমার্কেট তেমন কোনো মডিফিকেশন করেনি , শুধুমাত্র 4v এর একটা ইঞ্জিন গার্ড সেট লাগিয়েছি।
click to see All Bike Price In Bangladesh
বাইকের সর্বোচ্চ স্পিড পেয়েছি ১২২ । মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। বাইক নিয়ে ঢাকা টু গোপালগঞ্জ গিয়েছি বেশ কয়েকবার, তবে ঢাকার বাইরে লং ট্যুর এ যাওয়া হয়নি তবে ইচ্ছা আছে পুরা দেশটা ঘুরে দেখার ।
বাইকের মেন্টেনেন্স এর ব্যাপারে বলতে গেলে আমি আমার বাইকে কোনো সমস্যা রাখিনা, চেষ্টা করি প্রতি মাসে লোকাল মেকার দিয়ে বাইকটা একটা সার্ভিস করানোর। আর নোংড়া আর অপরিষ্কার বাইক আমার সবচেয়ে অপছন্দ তাই বাইক সবসময় পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করি এমন ও হয় যে মাসের মধ্যে ৮-৯ বার ওয়াস করা হয়।
বাইকটির কিছু ভালো দিক-
- কম্ফোর্টনেস
- ব্যালেন্স
- ব্রেকিং
- কন্ট্রলিং
- লুক
- মাইলেজ
বাইকটির খারাপ দিক বলতে আমার মনে হইয়েছে এটার টপ স্পিড রেডি পিকাপ আর একটু বেশি হলে ভালো হত। বাইকটি কম্ফোর্ট বেশ ভালো তবে হাইওয়েতে এর থ্রটল রেস্পন্স অন্য সব ১৫০ সিসি বাইকের মত না । রেডি পিকাপ কম হওয়ার কারণে ওভারটেকিং এর সময় কিছুটা সমস্যায় পরতে হয় ।
click to see Yamaha Fazer User Review
সব দিক থেকে আমার মতে সিটি রাইড আর ট্যুর এর জন্য Yamaha Fazer v2 একটি বেস্ট বাইক। আমি একজন Yamaha Fazer বাইক ইউজার হিসাবে সন্তুষ্ট। আর আমি অবশ্যই রেকমেন্ড করবো বাইকটা কেনার জন্য। ধন্যবাদ
লিখেছেনঃরিসান তানভীর
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।