desktop
noadd

ইয়ামাহা কাস্টোমারদের জন্য দিচ্ছে এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল - সিজন ৪

This page was last updated on 30-Jul-2024 06:45am , By Raihan Opu Bangla

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য দিচ্ছে এক্সাইটিং স্প্রিং অফার। যেখানে তাদের সিলেক্টেড কিছু বাইকের সাথে থাকছে ক্যাশব্যাক। 

“ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল – সিজন ৪”

“ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল – সিজন ৪”।

এই এক্সচেঞ্জ অফারটি চতুর্থ বারের মত আয়োজন করা হচ্ছে। এই ফেস্টিভ্যালে বাইকার্সরা তাদের পুরাতন বাইক এর সাথে এক্সচেঞ্জ করে ইয়ামাহার নতুন বাইক নিতে পারবেন। এটা বাইকারদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাদের পছন্দের ইয়ামাহা বাইক ক্রয় করার।

আপনি আপনার পুরাতন বাইকটি ইয়ামাহা এর Yamaha R15 V3 Dual Channel ABS, MT-15, Fazer FI V2, FZ-S FI V3 ABS, FZ-S FI V2 DD, Saluto 125cc, Ray ZR Street Rally 125 FI বাইক গুলোর সাথে এক্সচেঞ্জ করতে পারবেন।

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল - সিজন ৪ রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন

ইয়ামাহা এর এই “ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল – সিজন ৪” অংশ গ্রহণ করতে বাইকারদের প্রথমে একটি ফর্ম ফিলাপ করে রেজিস্ট্রেশন করতে হবে। ঢাকায় এই আয়োজনটি করা হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর শোরুমে।

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল – সিজন ৪ ইভেন্টটির তারিখ হচ্ছে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২২। শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর, ৬০ ফিট।

Click To See Yamaha Ray ZR Street Rally 125 Fi First Impression Review

এখন আপনাদের মনে হতে পারে যে শুধু মাত্র ঢাকাতেই এই আয়োজন হচ্ছে, তাহলে ঢাকার বাইরের বাইকাররা কিভাবে এই ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করবেন।

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল ঢাকার বাইরেও এই আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সৈয়দপুর, দিনাজপুর, ফরিদপুর, রাজবাড়ি, সিলেট, ভৈরব, টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, বরিশাল, যশোর, কুষ্টিয়া, রংপুর, গাইবান্ধা, লাকসাম। এক সাথে এই আয়োজন করা হবে।

yamaha mt15 front brake engine rear brake

এছাড়াও এক্সচেঞ্জ ফেস্টে ফেব্রুয়ারি মাসের রেগুলার অফারের সাথে সকল মডেলের জন্যই থাকছে এক্সচেঞ্জ স্পেশাল ক্যাশব্যাক।

বাংলাদেশে ইয়ামাহা এই এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল শুরু করেছিল, এরপর এখন অনেক কোম্পানি এই ট্রেন্ড ফলো করে যাচ্ছে। আমরা আশা করব এই ধরনের আয়োজন অন্যান্য কোম্পানি গুলো নিয়মিত ভাবে করা হবে। আপনি যদি আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে চান, তবে দ্রুত রেজিস্ট্রেশন করে ইনজয় করুন, “ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল – সিজন ৪”