Yamaha Enticer 125 ফিচার রিভিউ(ক্রুজার বাইক)

This page was last updated on 28-Jul-2024 04:05am , By Saleh Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে ইয়ামাহা অন্যতম। যদিও বর্তমানে ইয়ামাহা প্রিমিয়াম লেভেলের বাইক বেশি তৈরি করছে। তবুও তাদের একটি ক্রুজার বাইক ছিল। যা ১২৫সিসি সেগমেন্টের। সেই ক্রুজার বাইকটি হচ্ছে Yamaha Enticer 125 । যদিও বাইকটি বর্তমানে বাংলদেশে কয়েক বছর আগে বাজারযাত করা বন্ধ করা হয়েছে। তবুও বাইকটিকে অনেকই পছন্দ করেছিল এবং রাইডিং এর অভিজ্ঞতা নিয়েছিল। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Yamaha Enticer 125 ফিচার রিভিউ। চলুন দেখে আসি বাইকটিতে কি কি ছিল। 

yamaha enticer 125 feature review copy

Yamaha Enticer 125 Feature Review – লুকস এবং এপিয়ারেন্স

প্রথমেই বাইকটির লুকস নিয়ে বলি। বাইকটি একটি ক্রুজার বাইক। তাই এর লুকসও ক্রুজার বাইকের মতই তৈরি করা। বাকটির রাইডারের সিট অনেক নিচু করে তৈরি করা হয়েছে পিলিয়ন সিটের চেয়ে। যাতে করে রাইডার রাইডিং এর সময় ক্রুজিং এর আনন্দ নিতে পারে। পিলিয়ন সিটের পিছনে সাপোর্টিভ ব্যাক সিট দেয়া হয়েছে। বাইকটির হেড লাইট ক্ল্যাসিকাল এবং হ্যান্ডেল বার একটু উচু করে তৈরি করা হয়েছে। যা বাইকটির কন্ট্রোল অনেক সহজ করে দিয়েছে। 

yamaha enticer 125 copy

Yamaha Enticer 125 ফুয়েল ট্যাঙ্কটি গ্লোসি কালারের। এছাড়া পুরো বাইটি গ্লোসি কালার দিয়ে পেইন্ট করা। বাইকটি ইঞ্জিনট, এক্স হস্ট পাইপ, রিয়ার সাসপেনশন, স্পোকস এবং ব্রেক সব সিল্ভার কালারের। সব কিছু মিলিয়ে বলা যায় যে, বাইকটির লুকস এবং এপিয়ারেন্স ক্রুজিং বাইকের সকল বৈশিষ্ট্য ধারন করছে।

Yamaha Enticer 125 Feature Review – ব্রেক এবং চাকা

Yamaha Enticer 125 বাইকটির ফ্রন্টে ডিস্ক ব্রেক দেয়া হয়েছে এবং রিয়ারের ক্ষেত্রে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ডিস্ক এবং ড্রাম ব্রেকের কম্বিনেশন রাইডার কে ভালো কনফিডেন্স দেয় রাইডিং এর ক্ষেত্রে। এই বাইকটির সামনের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক ফর্ক। অপর দিকে রিয়ার সাসপেনশন হচ্ছে এডজাস্টেবল শক এভজরভার। যা বাইকটিকে ঝামেলাহীন ভাবে রাইডিং এর অভিজ্ঞতা দেয়। 

yamaha enticer 125cc copy

 Yamaha Enticer 125 এর ফ্রন্ট চাকা হচ্ছে ৯০/৯০-১৮ সাইজের এবং ১২০/৮০-১৬ সাইজ হচ্ছে রিয়ার টায়ার। যা বাইকটিকে রাস্তায় ভালো গ্রিপ দেয়। তাই সাসপেনশন এবং ব্রেক এই দুটোই রাইডাইকে ভালো কনফিডেন্স দেয় রাইডিং এ।

Yamaha Enticer 125  – স্পেসিফিকেশন

Engine & Gear box
Displacement123.7 cc
No. of Cylinders1
No. of Gears4
Maximum Power11 BHP @ 8000 rpm
Maximum Torque10.4 Nm @ 6500 rpm
Engine Description123.7cc, Single-cylinder, 4-stroke, air-cooled
Cooling SystemAir Cooled
IgnitionCDI
Compression Ratio10:1
Bore54 mm
Stroke54 mm
Spark Plug Model TypeNGK spark plug (Model CR7HSA)
Fuel TypePetrol
Oil GradeYamalub 4-Stroke motor oil (20W40 type SF)
Brakes & Suspension
Front Brake240mm Disc
Rear Brake130mm Drum
Front SuspensionTelescopic Forks
Rear SuspensionAdjustable shocks absorbers, swingarm
Wheels & Tires
Front Tire90/90 - 18 inches
Rear Tire120/80 - 16 inches
Wheel TypeSpoke Wheels
Dimensions, Weight & Capacities
Overall Length1995 mm
Overall Width670 mm
Overall Height1125 mm
Ground Clearance140 mm
Seat Height790 mm
Wheel Base1375 mm
Dry Weight116 kg
Wet Weight125 kg
Fuel Tank Capacity13 liters
Reserve Fuel Capacity2.4 liters
Oil Tank capacity1.2 Liters

 

Yamaha Enticer 125 – ইঞ্জিন এবং পারফরমেন্স

Yamaha Enticer 125 এর ইঞ্জি হচ্ছে ১২৩.৭সিসি। ইঞ্জিনটি এয়ারকুল্ড এবং ৪স্ট্রোক সমৃদ্ধ। ইঞ্জিনটি ১১BHP তে ৮০০০rpm এবং ১০NM টর্কে ৬৫০০rpm শক্তি উতপন্ন করতে সক্ষম। ইঞ্জিন সক্ষমতা প্রমান করছে যে বর্তমানেও এই বাইকটি অনেক বেশি ক্ষমতা সমৃদ্ধ। বাইকটির মাইলেজের দিক থেকেও অনেক ভালো এবং স্মুথ রাইডিং পারফর্মেন্স দেয়। বলা যায় ইঞ্জিনের দিক থেকে বাইকটি অনেক সমৃদ্ধ।   

yamaha enticer 125 sideview copy

Click Here For an Owner's Review of Yamaha Enticer

Yamaha Enticer 125 – ফিচার রিভিউ

ইয়ামাহা এন্টিছার বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো পর্যায়ের। এটি ১৪০মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমৃদ্ধ এবং ৭৯০মিমি স্যাডেল হাইট। বাইকটি ওজনের দিক থেকে মাত্র ১১৬ কেজি। এছাড়া এটি প্রায় ১৩ লিটার তেল বহন করতে পারে। আর ২.৪ লিটার রিজার্ভ করে রাখা যায়। তবে আকর্ষনীয় দিক হচ্ছে এটি সেলফ এবং কিক উভয় স্টার্টই রয়েছে। Yamaha Enticer 125 বাইকটি তাদের জন্য প্রযোজ্য হবে যার আরামদায়ক রাইডিং এর সাথে মাইলেজ এবং স্টাইল দুটোই প্রত্যাশা করে থাকেন। যদিও বাইকটি এখন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি পাওয়া যায় না তবুও বাইকটি রাইডারদের মনে জায়গা করে নিয়েছে।