বাংলাদেশে ইয়ামাহা FZS সিরিজের এর নতুন মোটরসাইকেল লঞ্চ হতে যাচ্ছে?

This page was last updated on 29-Dec-2024 06:13pm , By Raihan Opu Bangla

বাংলাদেশের বাইকিং কমিউনিটি যেন উৎসবের আমেজ চলছে। কারণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা তাদের নতুন বাইক লঞ্চ করতে যাচ্ছে। তবে আমরা এখনও নিশ্চিত নই যে তারা কোন মডেলটি লঞ্চ করতে যাচ্ছে।

বাংলাদেশে ইয়ামাহা এর নতুন মোটরসাইকেল লঞ্চ হতে যাচ্ছে

yamaha-fz-s-v4-is-going-to-launch

লর্ড অফ দ্য স্ট্রিট হিসেবে পরিচিত Yamaha FZS সিরিজটি কমফোর্ট, ব্রেকিং ও ব্যালান্স এর জন্য বাইকারদের মধ্যে বেশ পরিচিত এক নাম। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তাদের নতুন বাইকের লঞ্চিং নিয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছে।

বলা বাহুল্য- বরাবরের মতই এসিআই মোটরস লিমিটেড আমন্ত্রিত বাইকারদের সাথে নিয়ে জমকালো আয়োজনে লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে তাদের নতুন বাইকটি লঞ্চ করবে। দেশের অনেক বিখ্যাত মটো ভল্গার থেকে শুরু করে মিডিয়া সহ অনেকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা টিম বাইকবিডিও এই আয়োজনে উপস্থিত থাকব।

Also Read: দাম বাড়ছে ইয়ামাহা মোটরসাইকেলের

লঞ্চিং প্রোগ্রামে বাইকের ফার্স্ট লুক রিভিল সহ আগের জেনারেশন থেকে এতে নতুন কি কি আপগ্রেড আনা হয়েছে উপস্থাপন করা হতে পারে। শোনা যাচ্ছে, নগরবাউল জেমস এই লঞ্চিং প্রোগ্রামে পারফর্ম করতে পারেন।

তবে বাইকারদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে বাইকটি FZ-S সিরিজের কোন মডেল হতে পারে এবং বাইকটির প্রাইস কত হতে পারে? আমরা খুব শীঘ্রই এই বিষয়টি জানতে পারব। দ্রুত আপনাদের জানিয়ে দেয়ার চেষ্টা করব। আমাদের ওয়েব সাইট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।

আমরা আশাবাদী, বাংলাদেশে এই বাইকটি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বরাবরের মতই সাধারণ বাইকারদের হাতের নাগালে রেখে সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। 

বাইক ও বাইকিং কমিউনিটির সর্বশেষ তথ্য সবার আগে সরাসরি পেতে বাইকবিডির সাথেই থাকুন। বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।