Suzuki Lets ফিচার রিভিউ - স্টাইলিশ স্কুটার বাংলাদেশ

This page was last updated on 28-Jul-2024 09:40am , By Saleh Bangla

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম। তবে সুজুকির জনপ্রিয়তা বেড়েছে যখন তারা বাংলাদেশে সুজুকি জিক্সার বাইকটি লঞ্চ করে। সুজুকি জাপানী বাইক ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম যারা ১১০-১৫৫সিসি রেঞ্জে অনেক বাইক তৈরি করে থাকে। বর্তমানে তারা স্কুটারের ক্ষেত্রেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুজুকির অন্যতম স্কুটার Suzuki Lets ফিচার রিভিউ। 

suzuki lets

Suzuki Lets Feature Review : New Scooter In Bangladesh

Suzuki Lets ফিচার রিভিউ – ইঞ্জিন

সুজুকি লেটস স্কুটারটি বোল্ড এবং একই সাথে অনেক বেশি স্টাইলিশ। এই স্কুটারটি ইউনিক এই কারনে যে, স্কুটারটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ডিজাইন করে তৈরি করা। এই স্কুটারটি আরামদায়ক এবং এর সাথে অনেক ফিচার যুক্ত হওয়াতে রাইডিং অনেক বেশি সেফ ও আনন্দদায়ক। Suzuki Lets ইন্ডিয়াতে ২০১৪ সালে লঞ্চ করা হয়। র‍্যাকন মটরস বাংলাদেশে ২০১৫ সালে এই স্কুটারটি লঞ্চ করে। Suzuki Lets স্কুটারটির ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুল্ড এবং ২টি ভাল্ব যুক্ত ইঞ্জিন। স্কুটারটি ১১৩সিসির ইঞ্জিন যা ৮.৪ BHP এবং ৮.৮ NM টর্ক সমৃদ্ধ। স্কুটারটিতে CVT ট্রান্সমিশন দেয়া হয়েছে এবং সেলফ ও কিক উভয় স্টার্ট অপশন রাখা হয়েছে। যদি মাইলেজ এর কথা বলা হয় তবে, সুজুকি দাবী করছে স্কুটারটি ৬৩ কিলো প্রতি লিটারে চলবে।  এই মাইলেজ সম্ভব হবে সুজুকির ইকো পারফর্মেন্স প্রযুক্তির জন্য। এই প্রযুক্তিতে যুক্ত আছে লাইটার রকেট আর্ম এবং অল্টারনেশন ভাল্ব এঙ্গেল। যা ইঞ্জিনের ফুয়েল ইফিসিয়েন্সি বাড়ায়। তাই মাইলেজ ও বেড়ে যায়।

suzuki lets specification

Suzuki Lets ফিচার রিভিউ – লুকস, চাকা এবং ব্রেক

সুজুকি লেটস স্কুটারটির চাকা টিউবলেস টায়ার দেয়া হয়েছে যাতে করে কন্ট্রোল এবং কমফোর্ট দুটোই ভালো হয়। এছাড়া ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন দেয়া হয়েছে স্কুটারটি যাতে অনেক বেশি স্টেবল হয়। রেয়ার সাসপেনশন সুইং আর্ম টাইপ স্প্রিং কয়েল। আপনি স্কুটারটির সামনে প্রশস্ত লেগ স্পেস পাবেন, যাতে আপনি আরামে রাইড করতে পারেন। Suzuki Lets স্কুটারের উভয় ব্রেকই ড্রাম ব্রেক। সুজুকি কোন ডিস্ক ব্রেকের কোন অপশন রেখেনি। 

suzuki let's dual tone colours

Suzuki Lets এর স্পিডোমিটারটি সম্পূর্ন এনালগ। এই মিটারে স্পিড, ফুয়েল গেজ, ওডোমিটার এবং ওয়ার্নিং লাইটস ফিচার যুক্ত। স্কুটারটির ব্যাটারি মেইনটেন্স ফ্রি, যা লং ব্যাটারি লাইফের নিশ্চয়তা দেয়। লেটেস এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স চমতকার। এটি ওজেনেও হালকা, মাত্র ৯৮ কেজি। তাই আপনি খুব সহজেই এটি পার্কিং করতে পারবেন। সুজুকি লেটস এর সেফটি ফিচার যুক্ত আছে অন্যতম এক ফিচার। সেটি হলো সেন্ট্রাল লক সিস্টেম। যাতে আপনি ইগনিশন , স্টিয়ারিং এবং সিট লকের সুবিধা পাবেন। ইগনিশানের কি হোলে আলাদা সেফটি সাটার দেয়া হয়েছে। যা সিকিউরিটর সাথে সাথে ইগনিশন কি হোল কে পরিস্কার রাখে। 

Also Read: Suzuki Fest - সুজুকি মোটরসাইকেল ক্যাশব্যাক অফার

আপনি ভাবতে পারেন কেন এই Suzuki Lets স্কুটারটি কেন কিনবেন। কারণ আপনি অনেক বেশি মালামাল বহন করতে পারবেন। সুজুকি এই দিক থেকে হতাশ করেনি। সুজুকি লেটসের সিটের নিচে এবং স্টিয়ারিং সাথে হুক থাকার জন্য মালপত্র বহনে অনেক সুবিধা।  এছাড়া স্কুটারটিতে মোবাইল চার্জিং পয়েন্টে দেয়া হয়েছে। Suzuki Lets ৫.২ লিটার জ্বালানি বহন করতে সক্ষম। 

suzuki let's static shot

 সুজুকি লেটস এর গ্রাফিস্ক ডিজাইন এবং ফ্লোরবোর্ড যা পা রাখার জন্য অনেক বেশি আরামদায়ক। এর পিলিয়ন সিট অনেক বেশি প্রশস্ত, যা পিলিওয়ন কে অনেক বেশি কমফোর্ট দেয়। আশা করছি Suzuki Lets এর ই ফিচার রিভিউ থেকে আপনারা এই স্কুটারটি সম্পর্কে ভালো একটি ধারনা পেয়েছেন। আশা করছি খুব শীঘ্রই আমরা Suzuki Lets এর টেস্ট রাইড রিভিউ দিতে পারব। সুজুকি লেটস কালার অপশনঃ ব্লু, রেড এবং গ্রে সুজুকি লেটস দামঃ ১৫৫,০০০/-

Suzuki Lets ফিচার রিভিউ – স্পেসিফিকেশন

Type4-stroke, 1-cylinder, air-cooled, SOHC, 2 valve
Displacement112.8 cm3
Max. Power6.3 KW@7,500rpm (8.4 hp@7,500rpm)
Max. Torque8.8Nm@6,500rpm
TransmissionCVT
Starter SystemSelf & Kick

 

Length1,805 mm
Width655 mm
Height1,120 mm
Wheel Base1,250 mm
Ground Clearance160 mm
Seat Height765 mm
Kerb Weight98 kg

 

FrontDrum (120 mm)
RearDrum (120 mm)

 

Front90/100-10 Tubeless
Rear90/100-10 Tubeless

 

FrontTelescopic, Coil Spring, Oil Damped
RearSwing Arm Type, Coil Spring, Oil Damped

 

BatteryMaintenance Free 12V,3Ah
Headlamp12V 35/35W

 

Fuel Tank Capacity5.2 L