Suzuki Gixxer 155 Single Disc মালিকানা রিভিউ - নাফিস নাওয়াল উদয়
This page was last updated on 29-Jul-2024 07:33am , By Raihan Opu Bangla
আমি নাফিস নাওয়াল উদয় । আমি খুলনা জেলার মুজগুন্নীতে থাকি। আমি প্রকৌশল বিষয়ের ছাত্র। আজ থেকে কিছু দিন আগে আমি আমার স্বপ্নের বাইকটি ক্রয় করি। হ্যা বাইকটি নতুন নয়। Suzuki Gixxer 155 Single Disc বাইকটি আমি সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছি। সেই বাইকটি নিয়ে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব।
Suzuki Gixxer 155 Single Disc মালিকানা রিভিউ
আমার আব্বুর আগে থেকে বাইক ছিল তাই আমার বাইক ভালো লাগতো। কিন্তু আমার আম্মু আমাকে বাইক চালাতে দিত না কারন আম্মু বলে সব কিছুর একটা সময় থাকে। ইন্টার পাশের পর আম্মু আমাকে বাইক চালাতে অনুমতি দেয়। ২০১৫ তে যখন প্রথম Suzuki Gixxer 155 Single Disc বের হয় তখন আমার আর আমার আম্মুর Suzuki Gixxer অনেক ভালো লাগে। কিন্তু তখন আমার বয়স বেশি না তাই আর কেনা হয়নি। আমি YouTube এ BikeBD এর সাথে অনেক আগে থেকে আছি।সেই খান থেকে আরো ভালো লাগা বাইকটার প্রতি।
আমার বাসা খুলনাতে হওয়ায় Suzuki Gixxer 155 Single Disc খুলনা থেকে ক্রয় করেছি। আমি এটি ১ লাখ ১৫ হাজার টাকায় কিনেছি এই ১ মাস আগে।
আমি ইঞ্জিন অয়েল হিসাবে মতুল ব্যবহার করি। প্রথমে আমি বাইক কিনেই ইঞ্জিনের তেল পরিবর্তন করেছি। তারপরে আমি এটি প্রতি ৯০০ কিলোমিটারে পরিবর্তন করি। আমার সুজুকি জিক্সার ১৫৫সিসিতে সামনের দিকে ডিস্ক আর রেয়ারে ডাম্প ব্রেক রয়েছে।
বাইকের কয়েকটি ভাল দিক -
- দেখতে সমস্ত বাইকের থেকে আলাদা
- পিছনের দিকটি খুব সুন্দর দেখাচ্ছে। বিশেষত ২ টি সাইলেন্সার পাইপ আমার অনেক ভালো লাগে
- আমি মাইলেজটি নিয়ে খুশি, সিটিতে ৩৪+ কিলোমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে ৪০ কিলোমিটার প্রতি লিটার পেয়েছি।
- আমি বাইকটির সাসপেনশনটি খুব ভাল লাগে
- বাইকের রিয়ার হুইলটি যথেষ্ট পুরু, যার জন্য কর্নারিং করে মজা পাওয়া যায়
- গতি যথেষ্ট ভাল জানি কিন্তু আমি ৮৮ উঠায়ছি কারন আমি মরার ভয় পাই
- পিকাপ না ধরলে বাইক start হয় না, এইটা খুবই ভালো
বাইকের কিছু খারাপ দিক -
- পিলিয়ন আসন আরামদায়ক নয়
- উঁচু বিটে বাইক আটকে যায়
বাইকটি নিয়ে দীর্ঘ সফর - আমি বাইকটি নিয়ে বেশিদূর যাইনি। কিন্তু এই শুক্রবার আমি আমার দাদা বাড়ি গেছিলাম। দাদুর বাড়ি ৫৮ কিলোমিটার। বৃষ্টিতে অনেক সুন্দর ভাবে চালানো যায়। যদি আপনি বাইক ভালোবাসেন আর আপনার Suzuki Gixxer 155 Single Disc ভালো লাগে তাহলে কোনো চিন্তা ছাড়াই নিতে পারেন।
লিখেছেনঃ নাফিস নাওয়াল উদয়
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।