Suzuki Discount Offer|সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট অফার
This page was last updated on 29-Jul-2024 12:04pm , By Ashik Mahmud Bangla
ঈদ-উল-ফিতরের এক মাস পার হয়ে গিয়েছে, আর একটি ঈদ ও কাছাকাছি চলে এসেছে । সেটি হচ্ছে ঈদ-উল-আযহা । তাই এই ঈদের খুশি উদযাপনের জন্য সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ-র্যানকন মোটরস দিচ্ছে Suzuki Discount Offer । তারা এই অফারে দিচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট ।
সুজুকি বাংলাদেশ তাদের ডিস্কাউন্ট অফার এবং ক্যাশব্যাক অফার দিয়ে আসছে অনেক দিন ধরে । তবে এবারের অফারটি সুজুকির অনেক বড় অফার । সুজুকি বাংলাদেশ দিচ্ছে তাদের জনপ্রিয় অনেক মডেলের উপর ক্যাশব্যাক অফার । এই ডিস্কাউন্ট অফারে সুজুকি দিচ্ছে সর্বোনিম্ম ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ডিস্কাউন্ট ।
Suzuki Discount Offer – Up To 1 Lac Taka Discount Offer
Model | Old Price (BDT) | Cashback (BDT) | Current Price (BDT) |
Suzuki Gixxer Mono tone (SD) | 2,09,950 | 18,000 | 1,91,950 |
Suzuki Gixxer Dual Tone (DD) | 2,29,950 | 15,000 | 2,14,950 |
Suzuki Gixxer SF MotoGP DD | 2,59,950 | 15,000 | 2,44,950 |
Suzuki Access (Disc) | 1,70,000 | 25,000 | 1,45,000 |
Suzuki Access (Drum) | 1,62,000 | 22,000 | 1,40,000 |
Suzuki Hayate | 1,14,950 | 20,000 | 94,950 |
এই ডিস্কাউন্ট অফারের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এই ডিস্কাউন্ট অফারে সুজুকি জিক্সার - সিঙ্গেল ডিস্কে দিচ্ছে ১ লাখ টাকার ক্যাশব্যাক অফার । প্রতিটি সুজুকি জিক্সার - সিঙ্গেল ডিস্ক বাইকটিতে তারা দিচ্ছে ১৮,০০০/- টাকার ডিস্কাউন্ট । এছাড়া থাকছে ১ লাখ টাকার ডিস্কাউন্ট জেতার সুযোগ ।
Click Here For Suzuki Gixxer Video Review
অন্যান্য মডেল গুলোতেও রয়েছে আকর্ষনীয় ডিস্কাউন্ট অফার । সুজুকি জিক্সারের - ডুয়েল ডিস্ক দিচ্ছে ১৫,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার । এই অফারটী সুজুকি জিক্সার এসএফ মটোজিপি এডিশনের ক্ষেত্রেও এই অফারটি প্রযোজ্য হবে । সুজুকির স্কুটার, সুজুকি এক্সেস এর ক্ষেত্রেও রয়েছে দারুন ডিস্কাউন্ট । তারা এই স্কুটারে দিচ্ছে ২২,০০০ - ২৫,০০০ হাজার টাকার ডিস্কাউন্ট । এর সাথে সুজুকি হায়াতে তে রয়েছে আকর্ষনীয় অফার ।
কিছুদিন আগেও সুজুকি হায়াতের দাম ছিল ১,১৪,৯৫০/- টাকা, তবে এখন বাইকটীতে দেয়া হচ্ছে বড় ধরনের ক্যাশব্যাক অফার । সুজুকি দিচ্ছে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার, বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৯৪,৯৫০/- টাকা । এই সেগমেন্টে দামের ক্ষেত্রে বাইকটি অন্যতম একটি প্রতিদন্ধী, যা এর প্রতিযোগীদের মধ্যে ভাল প্রতিযোগীতা তৈরি করবে । Suzuki Discount Offer টি চলবে স্টক থাকা পর্যন্ত ।
আশা করি কাস্টোমাররা সুজুকির এই ডিস্কাউন্ট অফারে তাদের প্রিয় মডেলের মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন এবং ১ লাখ টাকার ডিস্কাউন্ট উপভোগ করবেন । এছাড়া এই অফারটি বাইক প্রেমীদের জন্য একটি দারুন অফার ।