Runner দূরন্ত রিভিউ লিখেছেন হৃদয়
This page was last updated on 31-Jul-2024 12:41pm , By Shuvo Bangla
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এর আগে কখনো রিভিউ দেই নাই, এবং জানি ও না রিভিউ দেয়ার নিয়ম। গত প্রায় এক মাসের মত সময়ে চালিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করছি
Runner দূরন্ত রিভিউ লিখেছেন হৃদয়
Runner Duronto ৮২.৯সিসি পাওয়ারঃ ৫.৩ বিএইচপি, ৭৫০০ আরপিএম টর্কঃ ৫ এনএম, ৪৫০০ আরপিএম ওজনঃ ৭৪.৫কেজি বর্তমান মুল্যঃ ৫৯,০০০টাকা
প্রথমেই শুরু করবো বাইকের লুক নিয়ে, একটি বাইকের প্রথম যে বিষয়টি প্রাধান্য পায় তা হচ্ছে বাইকটির লুক। আমার কাছে বাইকটির লুক অন্যান্য ৮০সিসি বাইকের তুলনায় বেশ সুন্দর মনে হয়েছে। হেডল্যাম্প এর ডিজাইন বেশ আকর্ষনীয়। সিট, ক্যারিয়ার, সাইড কভারও সুন্দর, ট্যাঙ্ক এর গ্রাফিক্স ও আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ট্যাঙ্ক এর শেপ টা আরেকটু বড় এবং রাউন্ড হলে বেশী সুন্দর লাগতো বলে আমি মনে করি।
বাইকটির ৪টি গিয়ারে শিফটিং করতে পারবেন, সবগুলো গিয়ার সামনে।
ট্যাঙ্ক এ ৭.৫লিটার তেল ধরে ( রিসার্ভ এর টা জানি নাহ, কেউ জানলে দয়া করে জানাবেন
হেডল্যাম্প এসি, লো আরপিএম ভালো সমস্যা করে, বাট বেশী আরপিএম এ আলো বেশ উজ্জ্বল। (এই সমস্যাটির সমাধান খুজছি)
বাইকটিতে সেলফ নেই, কিক স্টার্ট, কিক যথেষ্ট ভালো রেস্পন্সিভ, খুব একটা সমস্যা করে নাহ, কিন্তু সেলফটা থাকলে খুবই ভালো হত।
মিটারটি এনালগ মিটার, স্পীডমিটার এবং ওডোমিটার রয়েছে, আরো রয়েছে নিউট্রাল, গিয়ার, লাইট ইত্যাদি ইন্ডিকেটর। ফুয়েল গজ এবং আরপিএম মিটার থাকলে খুবই ভালো হত। অন্তত ফুয়েল গজটা প্রয়োজন বলে আমি মনে করি।
তেল লিটারে ঠিক কত কিলো যাচ্ছে বুঝে উঠতে পারছি নাহ, কারন আমার হাতে টাকা থাকলেই ৫০-১০০-১২০-২৫০ যা পারি তেল ভরি।
এবার কি গতি নিয়ে কথা বলা উচিত? এক্সিলারেশান অনেক অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। আর ৪০-৫০স্পিড তুলা পানি ভাত। ৫০-৭০ ও ভালই তাড়াতাড়ি উঠে, এরপরে ৭০-৮০ পর্যন্ত আস্তে আস্তে উঠে। ব্রেকিং মোটামুটি ভালোই, চলে টাইপ আর কি। আর ৪০ এর উপরে ভালোই ভাইব্রেশন করে (আমার কোনো সমস্যা হয় নাহ যদিও, ৫০সিসির ভাইব্রেশনে অভ্যাস
আমার বাইকের ব্রেকইন পিরিয়ড শেষ হয় নাই! তবুও এই পর্যন্ত বেষ কয়েকবার এমন স্পিড উঠাইসি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজকে বিকেলে এই বান্দা পিলিওন নিয়ে ৭৫+ এবং পিলিওন ছাড়া ৮০ তুলেছে। (ভাটারা ১০০ফীট রোডে)
এই ছিল আমার রিভিউ, বেশী বড় লিখে ফেলেছি। দয়া করে কারো আরো কিছু জানার থাকলে বলবেন। চেষ্টা করবো যতটুকু তথ্য দিয়ে সম্ভব সাহায্য করার.
-Mahmudul Hasan Ridoy
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com - এই ইমেইল এড্রেসে।