Royal Enfield এর Made Like A Gun স্লোগান ও সিপাহী বিদ্রোহ

This page was last updated on 27-Jul-2024 12:19pm , By Badhan Roy

বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield এর স্লোগান, মোটো বা ট্যাগলাইন বলা হয়ে থাকে Made Like A Gun. প্রচলিত ধারণা অনুযায়ী Royal Enfield এর পারফর্মেন্স এবং বিল্ড কোয়ালিটি ইঙ্গিত করতে স্লোগানটি ব্যবহার হয় বলে আমাদের জানা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেবল মাত্র এই কারনেই নয়, বরং স্লোগানটি ব্যবহার করার পিছনে অন্য কিছু কারন এবং সিপাহী বিদ্রোহের ইতিহাস Royal Enfield এর সাথে জড়িত। এই লেখায় আমরা Made like a Gun স্লোগান নির্ধারণের কারন, গুরুত্ব, এবং পিছনের অজানা ইতিহাস তুলে ধরব।

 

Royal Enfield এর Made Like A Gun স্লোগান ও সিপাহী বিদ্রোহ

১৮ শতকের ৫০ এর দশকে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে Enfield P-53 রাইফেলটি জনপ্রিয় হয়ে ওঠে। এই Enfield P-53 মডেলের রাইফেলটির প্রস্তুতকারক Royal Small Arms Factory যা Royal Enfield মোটরসাইকেল কোম্পানীর আগের অন্যতম প্রধান ব্যবসা ছিল। তৎকালীন সময়ের প্রযুক্তির দিকে লক্ষ্য করলে এই মডেলের রাইফেল ছিল অত্যাধুনিক এবং তুলনামূলক কম ওজন ও কম ব্যাসার্ধ্যের নজেল বিশিষ্ট। তাই ব্রিটিশ সৈনিকগণ কেবল ব্রিটেনেই নয় বরং কমনওয়েলথ তথা ভারত উপমহাদেশেও সৈনিকদের এই বন্দুক গুলো সরবরাহ করে। 

মিনি-টাইপ নজেল লোডিং রাইফেল হওয়ায় লোড করার সময় লুব্রিকেটেড কার্তুজ দাঁত দিয়ে খুলে লাগাতে হতো। ব্রিটিশ লেখক জর্জ ডড ও বাঙালি লেখক প্রমোদ সেনগুপ্তর বইয়ের তথ্য অনুযায়ী, একজন নিম্ন বর্ণের হিন্দু কর্মচারী একজন উচ্চ বর্ণের সৈনিকের কাছে লোটা বা পানির পাত্র চান। নিম্নবর্ণের হিন্দুর স্পর্শে লোটা অশুদ্ধ হয়ে যাবে বলে আপত্তি জানান ব্রাহ্মণ সৈনিক। ক্ষিপ্ত হয়ে উক্ত কর্মচারী তখন মন্তব্য করেন “ইংরেজ সাহেবরা যে শুকর ও গরুর চর্বি দিয়ে কার্তুজের লুব্রিকেন্ট তৈরি করছে তা তো দাঁত দিয়েই কাটতে হবে, তখন দেখব তোমাদের জাত কোথায় থাকে?” 

এই একটি বাক্য গুজব আকারে এক ব্যারাক থেকে আর এক ব্যারাকে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে সারা অবিভক্ত ভারতে ছড়িয়ে পড়ল। যেহেতু অবিভক্ত ভারতের মুসলিম এবং হিন্দু উভয় ধর্মাবলম্বী ব্যাক্তিগণ অত্যান্ত ধর্মপ্রাণ ছিলেন তাই স্বাভাবিকভাবেই শুকর ও গরুর চর্বি মেশানো কার্তুজের কথাতে তাদের ধর্মীয় অনূভুতি আঘাতপ্রাপ্ত হয় যা ধীরে ধীরে সিপাহী বিদ্রোহে রূপ নেয়। যদিও ইতিহাসবিদদের বিভিন্ন মতামতে আসলেই শূকর কিংবা গরুর চর্বি দিয়ে লুব্রিকেন্ট তৈরী করা হয়েছিল কিনা চূড়ান্ত সিদ্ধান্তে কেউই পৌছাতে পারেনি।

তবে ব্রিটিশ সেনাবাহিনী ও Royal Small Arms Factory দাবী করে এই কার্তুজগুলো হারাম নয় এবং দাঁতের বদলে হাত দিয়েও কার্তুজগুলো খোলা সম্ভব। পরবর্তীতে তারা প্রবল বিতর্কের মুখে Enfield মডেলের বন্দুকের উন্নত সংস্করণ Lee-Enfield MK সিরিজের বন্দুক নিয়ে আসে ও এই বন্দুকগুলো নতুন কোন বিতর্ক ছাড়াই ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত কালের সাক্ষী হয়ে বিভিন্ন সেনাবাহিনীর শক্তিশালী সার্ভিস রাইফেল হিসেবে নির্ভরযোগ্য ভাবে ব্যবহৃত হয়েছিল। 

১৯ শতকের শেষ দিকেই Royal Small Arms Factory তাদের নতুন ব্যবসা হিসেবে The Enfield Cycle Company কে কিনে নেয় এবং Royal Enfield নামে মোটরসাইকের প্রস্তুতে মনোযোগ দেয়। আদতে, Royal Enfield মোটরসাইকেলের উৎপাদন Enfield রাইফেলের ৫০ বছর পরে শুরু হলেও কালের সাক্ষী সেই Enfield রাইফেলের পরবর্তী সংস্করণগুলোর উন্নত, শক্তিশালী এবং গবেষণামূলক ইঞ্জিনিয়ারিং, Royal Enfield এর প্রাচীন কামান সদৃশ লোগো এবং মোটরসাইকেলগুলোর বন্দুকের মত শক্তিশালী বিল্ড কোয়ালিটি ও সামরিক বাহিনীর নির্ভরযোগ্য করে তৈরী করার কারনে Royal Enfield তাদের স্লোগান বা মোটো তে গর্বের সাথে বলে থাকে – Made like a Gun. 

বাইক ও বাইক বিষয়ক বিভিন্ন আকর্ষণীয় অজানা তথ্য ও খবরাখবর সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।