Lifan KPS150 রাসেল ইন্ডাস্ট্রি দিচ্ছে ডিস্কাউন্ট অফার !!!!
This page was last updated on 13-Jul-2024 11:52am , By Saleh Bangla
Lifan KPS150 বাইকটি হচ্ছে lifan KPR 150 এর নেকড ভার্সন বাইক। এই বাইকটিতে কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা এর স্পোর্টস ভার্সন Lifan KPR 150 ছিল না। রাসেল ইন্ডাস্ট্রি লিমিটেড ১০,০০০/- টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Lifan KPS150 বাইকে। শুধু মাত্র ডিসেম্বরের জন্য এই অফার দিচ্ছে রাসেল ইন্ডাস্ট্রি।
রাসেল ইন্ডাস্ট্রি দিচ্ছে ডিস্কাউন্ট অফার- Lifan KPS150
Lifan KPS150 - Lifan KPS 150 বাইকটি লিফানের নতুন মোটরসাইকেল যা, পাচ মাস আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। যখন বাইকটি লঞ্চ করা হয় তখন এর মুল্য ছিল ১৮৯,৯০০/- টাকা। কিন্তু ১০,০০০/- টাকা ছাড় দেয়ার পর এর বর্তমান মুল্য হচ্ছে ১৭৯,৯০০/- টাকা। প্রত্যেক Lifan KPS 150 বাইকের সাথে কোম্পানি দিচ্ছে হেলমেট, রেইন কোট ও চাবির রিং গিফট দিচ্ছে। এছাড়াও দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সহ পাচ বছরের ফ্রি সার্ভিস। বাংলাদেশে বাইকটি ৬০টির বেশি ডিলারের কাছে পাওয়া যাবে।
>>Click here for Lifan KPS150 video review<<
টিম বাইকবিডি Lifan KPS 150 বাইকটি টেস্ট রাইড করে বাইকটির একটি রিভিউ ও ইউটিউবে ভিডিও রিভিউ প্রকাশ করেছে। এই রিভিউতে বাইকটি সম্পর্কে বিস্তারিত সব কিছুই লেখা ও দেখানো হয়েছে । চলুন বাইকটির কিছু ফিচারসমূহ দেখে নেই।
Lifan KPS150 এর কিছু ফিচারসমূহঃ
- ১৫০সিসি ওয়াটার কুলড ইঞ্জিন
- ইঞ্জিন ১৪.৮ BHP এবং 14 NM টর্ক সমৃদ্ধ
- ৬ স্পিড গিয়ার বক্স
- এলইডি প্রোজেকশন হেডলাইট
- এলইডি টেললাইট
- এলইডি ইন্ডিকেটরস
- আপ সাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন
- রেয়ার মনোশক সাসপেনশন
- সাইড এয়ার স্কুপ
- কালার চেঞ্জিং ডিজিটাল স্পিডোমিটার
- রেডিয়েটর গ্রীল প্রোটেক্টর
- ফ্রন্ট টায়ার ১০০ স্পেসিফিকেশন এবং রেয়ার টায়ার ১৩০ স্পেসিফিকেশন
- ৩০০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২২০মিমি রেয়ার ডিস্ক ব্রেক
- টিউবলেস টায়ার
- ১২স্টিক এলয় হুইল
- আরামদায়ক প্রশস্থ সিট
- এক্স হস্ট এর উপর স্টিল প্লেট দেয়া যাতে পিলিয়ন এক্স হস্ট এর গরম থেকে রক্ষা পায়
যারা বাইকটি সম্পর্কে আরো জানতে চান তারা আমাদের টেস্ট রাইড রিভিউ দেয়া আছে সেটি পড়তে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে Lifan KPS 150 এর টেস্ট রাইড রিভিউ দেখে নিতে পারেন। রাসেল ইন্ডাস্ট্রি লিমিটেড এখন দিচ্ছে ১০,০০০/- টাকা পর্যন্ত ছাড়। Lifan KPS150 এই বাইকটি তিনটি কালারে পাওয়া যাবে। যা সাদা ও লাল, সাদা ও নীল এবং সাদা,লাল এবং গ্লোসি লাল এর সংমিশ্রন।