Lifan KPR165R NBF2|নতুন ইঞ্জিন নিয়ে লিফান কেপিআর ১৬৫আর বাংলাদেশে
This page was last updated on 30-Jul-2024 09:23am , By Ashik Mahmud Bangla
Lifan KPR বাইকটি বাংলাদেশের স্পোর্টস বাইক প্রেমীদের কাছে জনপ্রিয়, কারন বাইকটি ২ লাখ টাকার মধ্যে । এখন পর্যন্ত প্রায় ১৮০০+ কেপিআর ৪ বছর ধরে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে । ৫ম ঢাকা বাইক শোতে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শো লঞ্চ করেছে Lifan KPR165R যার সাথে যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন NBF 2 ইঞ্জিন ।
Lifan KPR165R এ দেয়া হয়েছে ১৬৫সিসি বিশিষ্ট কার্বুরেটর ইঞ্জিন । ইঞ্জিনটি থেকে প্রায় ১৬.৮ BHP এবং ১৭ NM টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম । আর এর সাথেই যুক্ত করা হয়েছে ৬-স্পিড গিয়ার বক্স । পাওয়ার ডেলিভারীর দিক থেকে বাইকটি আগেই মতই রয়েছে, তবে আগের ফুয়েল ইঞ্জেক্ট ইঞ্জিনের পরিবর্তে সেখানে যুক্ত করা হয়েছে কার্বুরেটর ইঞ্জিন ।
নতুন এই NBF 2 ইঞ্জিনে কি রয়েছে?
NBF 2 ইঞ্জিন এ কি রয়েছে । নতুন এই ইঞ্জিনটি বিশেষত্বই বা কি ? বাইকের ইঞ্জিনের পাওয়ার ডেলিভারী আগেই মতই রয়েছে, তবে তারা ইঞ্জিনের কিছুটা পরিবর্তন এনেছে । যেখানে তারা দিয়েছে ক্র্যাঙ্ককেস, আগের চেয়ে কুলেন্ট বেশি প্রাবাহিত হচ্ছে, ট্রান্সমিশনেও এসেছে নতুনত্ব এবং তারা আরও যা যোগ করেছে তা হলো ওয়েল ফিল্টার, যা আগের ভার্সনটিতে ছিল না । লিফান বিশ্বাস করে যে, এই সমস্ত নতুন কিছু যা যুক্ত করা হয়েছে সেগুলো গিয়ার পরিবর্তন কে আরও স্মুথ করবে ।
Lifan KPR165R এ নতুন ভাবে এখানে যুক্ত করা হয়েছে KEIHIN PZ30 কার্বুরেটর, যা এর ফুয়েল ইফেসিয়েন্সিকে আরও বাড়িয়ে তুলবে । সুইং আর্মের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন, এখন সেটা অনেকটা লিফান কেপিটি এর মত । এছাড়া এর চাকার রিম গুলো লিফান কেপিএস এর মত ও এর সাথে রয়েছে ১৩০ সেকশন রেয়ার টায়ার, যা আমরা মিস করেছিলাম যখন আমরা এফআই ভার্সনটি টেস্ট রাইড করেছিলাম ।
Lifan KPR165R Review Test Ride Review
বাইকটির রেয়ার চেইন স্পোকেট আগের চেয়ে বড় হয়েছে ও এর দাত হচ্ছে ৪৯টি এবং আরও যুক্ত করেছে নতুন চেইন । আশা করা যাচ্ছে আগের এর কারনে আগের ভার্সনটিতে যেই চেইন ইস্যু গুলো ছিল তা কমে আসবে । বর্তমানে বাইকটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে ।
আর এর দাম ধরা হয়েছে ১৯৯,০০০/- টাকা । রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কেপিআর বিক্রি করে আসছে । তাদের প্রিমিয়ামা কোয়ালিটির অনেক গুলো মোটরসাইকেল রয়েছে যার মধ্যে, Lifan KPR150, Lifan KPS150, Lifan KPT150, Lifan Kp150, Lifan Kp150 V2 এবং Lifan KPR165R Fi অন্যতম ।
আরও ঘোষনা করেছে যে খুব শীঘ্রই তারা বাংলাদেশে মেয়েদের জন্য একটি স্কুটার লঞ্চ করবে ।
ছবি এবং তথ্য: Asim Nafis Ador