ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন অফার
This page was last updated on 31-Jul-2024 05:45am , By Raihan Opu Bangla
বাংলাদেশের প্রথম সারির মোটরসাইকেল ব্র্যান্ড ও প্রিমিয়াম সেগমেন্টে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সব সময় নতুন অফার ও সার্ভিস নিয়ে হাজির হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “এক্সপার্ট কেয়ার ক্যাম্পেইন”।
ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন অফার
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/2.%20February%202025/yamaha%20february%202025%20300-x-250.webp)
পুরো দেশ জুড়ে ইয়ামাহা ১৬টি সার্ভিস পয়েন্টে এই এক্সপার্ট কেয়ার ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেয়ার ক্যাম্পেইন চলবে। সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে এই সার্ভিস কেয়ার ক্যাম্পেইন।
সার্ভিসের ক্ষেত্রে মোট ১০টি পয়েন্টে ফ্রী এই সার্ভিস দেয়া হচ্ছে। এই ১০টি পয়েন্ট হচ্ছে –
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/1.%20January%202025/suzuki%20january%202025%20in%20article.webp)
- চেইন ক্লিন ও এডজাস্ট
- টায়ার প্রেসার
- এয়ার ফিল্টার ক্লিন অথবা রিপ্লেস
- স্পার্ক প্লাগ ক্লিন, এডজাস্ট অথবা রিপ্লেস
- সামনের ও রেয়ারের দিকের ব্রেক চেক, এডজাস্ট/ রিপ্লেস
- ইলেক্ট্রিক পার্টস ক্লিন ও চেক
- হেডলাইট, ইন্ডিকেটর এবং ব্রেক লাইট চেক
- এফআই/কার্বুরেটর ক্লিন ও এডজাস্ট
- ফ্রী প্লে এডজাস্ট
- বাইক ওয়াশ
এই সার্ভিস ক্যাম্পেইনের সাথে কাস্টোমাদের জন্য আরও অফার থাকছে। অফারের মধ্যে রয়েছে স্পেয়ার পার্টস এবং ইঞ্জিন অয়েলের উপর থাকছে ১০% ডিসকাউন্ট। ইয়ামাহার এর কোন সার্ভিস পয়েন্টে এই সার্ভিস দেয়া হচ্ছে তা জানতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে দেখতে পারেন।
এছাড়া ইয়ামাহা মোটরসাইকেল দামসহ বিস্তারিত জানতে আপনি আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2023/October%202023/kixx%20in%20article%206th%20para%20october%202023.webp)
মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
![Floating Logo](https://www.bikebd.com/den/storage/app/files/shares/2024/10/Bike%20BD%20Desktop.png)