২.৫ সেকেন্ড ১০০ কিলোমিটার গতি তুলবে Kawasaki Ninja H2
This page was last updated on 01-Jan-2025 05:18pm , By Ashik Mahmud Bangla
দামি দু-চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা Kawasaki Bikes ভারতের বাজারে আনল এক অন্যতম সর্বাধুনিক বাইক। তাদের নয়া এই বাইকটির নাম Kawasaki Ninja H2 সংস্থার দাবি, এই বাইকটি ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগবে মাত্র ২.৫ সেকেন্ড৷ কাওয়াসাকি তাদের Kawasaki Z250 মডেলটি ভারতের বাজারে আনার পর তারা তাদের Ninja H2 মডেলটি ভারতের বাজারে আনতে চলেছে৷ এই বাইকটিতে রয়েছে ৯৯৮ সিসি সুপার চার্জার ইঞ্জিন৷
২.৫ সেকেন্ড ১০০ কিমি গতি তুলবে Kawasaki Ninja H2

পাশাপাশি, এই বাইকে রয়েছে ‘ফোর স্ট্রোক গিয়ার ফেসিলিটি’৷
দেশের কাওয়াসাকির পাঁচটি শো-রুমেই এই বাইক পাওয়া যাবে৷ দিল্লির শো-রুমে এই বাইকটি কিনতে দেশের বাইক প্রেমীদের খরচ করতে হবে ২৯ লক্ষ টাকা৷

কলকাতার শো-রুমেও এই অত্যাধুনিক বাইকটি পাওয়া যাবে বলে কাওয়াসাকির তরফে জানানো হয়েছে৷বেশ কয়েকটি আকর্ষনীয় রঙেও পাওয়া যাবে কাওয়াসাকির এই গতি বেগের চাবিকাঠি৷
Also Read: Kawasaki Ninja Zx-14R Price In BD | BikeBD
গতির দিকে নজর দিলে ও ‘পিক আপ’ ফ্যাকটরকে মাথায় রাখলে, এই প্রথম এরকম কোনও বাইক এল ভারতীয় স্পিড লাভার্সদের জন্য, দাবি সংস্থার।