ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করল নতুন Yamaha FZS V4
This page was last updated on 15-Jan-2025 08:18pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশের জনপ্রিয় জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা বাংলাদেশের তাদের জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ FZS এর নতুন একটি ভার্সন লঞ্চ করেছে। নতুন এই ভার্সনটি হচ্ছে Yamaha FZS V4।
বাংলাদেশে লঞ্চ হল Yamaha FZS 4V
Also Read: ইন্দোনেশিয়ার বাজারে এসে গেছে ইয়ামাহা আর ১৫ ভি৩ স্পোর্টস বাইক
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করল নতুন FZS V4। বাইকটি এর আগের ভার্সনের চেয়ে নতুন ভাবে আপডেট করে লঞ্চ করা হয়েছে।
Also Read: ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে
ঢাকাস্থ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৪ এ গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ এক জাকজমক আয়োজনের মাধ্যমে ইয়ামাহা তাদের নতুন Yamaha FZS V4 লঞ্চ করেছে।
Yamaha FZS V4 Price In Bangladesh
এই লঞ্চিং অনুষ্ঠানে ইয়ামাহা এর উর্ধ্বতন কর্মকর্তা সহ এসিআই মোটরস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস।
Also Read: শেষ পর্যন্ত ইয়ামাহা মোটরসাইকেলের দামও কমলো
তথ্যসূত্র মতে নতুন এই Yamaha FZS V4 বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, দুটি ভাল্ব যুক্ত, বিএস৬ ফেস ২ ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১২.২৩ বিএইচপি @ ৭২৫০ আরপিএম এবং ১৩.৩০ এনএম @ ৫৫০০ আরপিএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
Also Read: Yamaha Bike Showroom in Comilla: M/S Delwar Machinery Store
যদিও ইয়ামাহা এই বাইকটিতে নতুন কিছু আপগ্রড ও আপডেট করেছে। এদের মধ্যে রয়েছে হেডলাইট, গ্রাফিক্স ডিজাইন, কালার কম্বিনেশন সহ ছোট ছোট অনেক পরিবর্তন আনা হয়েছে। তবে বাইকটির মুল ডিজাইনে তেমন কোন ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়নি।
যেহেতু মুল ডিজাইনের সেভাবে পরিবর্তন নিয়ে আসা হয়নি তাই পুরাতন মডেল ও নতুন মডেলের মধ্যে পার্থক্য করাটা একটু কষ্টকর। তবে আমরা আশা করি ১৫০সিসি নেকেড কমিউটার সেগমেন্টে বাইকটি একটি গেম চেঞ্জার হবে।
Also Read: Yamaha R15 V3 Monster Edition ইউজার রিভিউ - Asif Khan Surjo|
এখন প্রশ্ন আসতে পারে যে বাইকটির দাম কত। বর্তমানে বাইকটির দাম রাখা হয়েছে ২,৯৯,৫০০/- টাকা।
বাইকটি দ্রুত বাংলাদেশের সকল ইয়ামাহা শোরুমে পাওয়া যাবে। নতুন এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।