Honda CB Hornet 160R এ চলছে ২০০০০ টাকা ডিস্কাউন্ট | বাইকবিডি
This page was last updated on 05-Jan-2025 09:52pm , By Ashik Mahmud Bangla
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের Honda CB Hornet 160R বাইকটিতে ডিসকাউন্ট দিচ্ছে । বিএইচএল হোন্ডা সিবি হর্নেট ১৬০ এর উভয় ভার্সনেই দিচ্ছে ২০০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট চলছে ।
লঞ্চিং এরপর থেকেই হোন্ডা সিবি হর্নেট ১৬০আর, ১৬০সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল । হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এবারের ডিস্কাউন্টটি খুব বেশি আকর্ষনীয় । এর ফলে বাইকারদের তার পছন্দের সিবি হর্নেট বাইকটিতে কেনা আরো বেশি সহজ হয়ে যাবে। দূর্গা পূজা উপলক্ষে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর সিঙ্গেল ডিস্ক এবং হোন্ডা সিবি হর্নেট ১৬০আর সিবিএস ভার্সন, বাইক দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে সর্ব্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট।
Click Here For Honda Cb Hornet 160R Review
Honda CB Hornet 160R ২০০০০ টাকা ধামাক ডিস্কাউন্ট অফার !!!
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর সিংগেল ডিস্ক বাইকটিতে থাকছে ২০০০০ টাকা ডিস্কাউন্ট, ডিস্কাউন্ট দেয়ার পর বাইকটির বর্তমান মূল্য ১,৬৯,৮০০ টাকা । আর সিবিএস এডিশনে থাকছে ১৫,০০০ টাকা ডিস্কাউন্ট,এর ফলে বাইকটির বর্তমান মূল্য ১,৮৬,৮০০ টাকা।
Honda CB Hornet 160R - ডিস্কাউন্ট অফার
Model | Discount | Current Price |
Honda CB Hornet 160R STD | 20,000 | 1,69,800 |
Honda Cb Hornet 160R CBS Edition | 15,000 | 1,86,800 |
হোন্ডা সিবি হর্নেট ১৬০সিসি সেগমেন্টে তার প্রতিদ্বন্দ্বী বাইকগুলোর চাইতে বাংলাদেশের বাজারে অনেক বেশি জনপ্রিয় । বাইকটি যারা কিনতে আগ্রহী এই অফারটি তাদের বাইক কেনা অনেক বেশি সহজ করে দিবে । হোন্ডা বাংলাদেশে তাদের কারখানা প্রতিষ্ঠা করেছে । বর্তমানে হোন্ডা বাংলাদেশে তাদের ফ্যাক্টরিতে দুটি মডেলের কমিউটার বাইক এই কারখানায় তৈরি শুরু করেছে । বাইক দুটি হছে হোন্ডা লিভো ১১০ এবং হোন্ডা ড্রিম নিও ।
Also Read: Honda CBF Stunner price in BD
আশা করা যাচ্ছে তারা মেইড ইন বাংলাদেশ ট্যাগটি যুক্ত করার কথা ভাবছে এবং ১৫০সিসি ও ১৬০সিসি সেগমেন্টের মোটরসাইকেল তৈরি করতে যাচ্ছে । এছাড়া দামের ক্ষেত্রেও অনেক বেশি পরিমানে প্রতিযোগীতা হবে । কিছু দিন আগেও Honda CB Hornet 160R বাইকটিতে তারা ক্যাশব্যাক অফার দিয়েছিল । এবার তারা নিয়ে এসেছে ২০,০০০ টাকা ডিস্কাউন্টের পর হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর এই বাজেটের সেরা বাইক হিসেবে গন্য হবে ।
ধন্যবাদ সবাইকে ।