হিরো বাংলাদেশে লঞ্চ করল Hero Ignitor 125 2020 IBS ভার্সন!
This page was last updated on 06-Jan-2025 05:46pm , By Raihan Opu Bangla
হিরো মোটরসাইকেল বাংলাদেশে কমিউটার সেগমেন্টে অন্যতম শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড। আজ তারা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে সম্পূর্ন নতুন Hero Ignitor 125 2020 IBS ভার্সন।
হিরো বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Hero Ignitor 125
হিরো ইগনাইটর বাংলাদেশে ১২৫সিসি সেগমেন্টে অনেক জনপ্রিয় একটি বাইক, বাংলাদেশে যখন বাইকটি লঞ্চ করা হয় তখন বাইকটিতে অনেক ধরনের ফিচার্স সমৃদ্ধ করে লঞ্চ করা হয়, যা এর সমকক্ষ অনেক বাইকেই ছিল না।

নতুন Hero Ignitor 125 2020 IBS ভার্সন ফিচার্সঃ
- IBS (integrated braking system) সাথে Bybre caliper
- নতুন স্প্লিট গ্রেইব রেইল
- রিম ট্যাপস
- ফুয়েল ট্যাঙ্কে থ্রি-ডি লোগো
বাইকটিতে IBS (integrated braking system) যুক্ত করার কারণে ব্রেকিং আরও ভাল হবে। সামনের দিকে যুক্ত করা হয়েছে ২৪০মিমি এবং পেছনে ১৩০মিমি রেয়ার ড্রাম ব্রেক। এছাড়া বাইকটিতে অনেক ফিচার্স দেয়া হয়েছে যা ১২৫সিসি সেগমেন্টের অনেক বাইকে দেয়া নেই, ও রেয়ারে ৯০ সেকশন টায়ার যুক্ত করা হয়েছে।


Also Read: Hero Splendor Plus বাইক নিয়ে ১ যুগ এর পথ চলা - ইব্রাহিম
আরও অনেক ফিচার্স এর মধ্যে বাইকের ইঞ্জিন হচ্ছে ১২৫সিসির ইঞ্জিন, যা থেকে 11 BHP @ 7500 RPM & 11 NM of Torque @ 6500 RPM উৎপন্ন হয়। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক এ ১১ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায়।
Click To See Hero Ignitor 125 IBS First Impression Review
Hero Ignitor 125 2020 IBS ভার্সনের সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক এর সাথে হাইড্রোলিক শক এবজরভার। অপর দিকে রেয়ার এ দেয়া হয়েছে ৫ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক এবজরভার। বাইকটির চেসিস হচ্ছে সেমি ডাবল ক্রেডেল টাইপ। সব ফিচার্স মিলিয়ে বাইকটি ওজনে মাত্র ১২৭ কেজি। এছাড়া বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে হ্যালোজেন হেডলাইট ও পেছনের টেইল লাইট হচ্ছে এলইডি। আরও রয়েছে এনালগ স্পিডোমিটার এবং ডিজিটাল ফুয়েল মিটার। আমরা Hero Ignitor 125 বাইকটি টেস্ট রাইড করেছি।
Also Read: Hero Ignitor 125cc ৮০০০ কিলোমিটার রাইড - চন্দন কুমার রায়
Also Read: Hero Special Price Declaration 2018 For The Month Of August
বাইকটির বড় ও প্রশস্থ সিট লং রাইডের জন্য ভাল। আর বাইকটি সাসপেনশন এবং টায়ার এর কারণে আপনি স্পিডেও কর্নারিং করতে পারবেন। আমরা টেস্ট রাইডে টপ স্পিড পেয়েছি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আমরা শহরে মাইলেজ পেয়েছি ৫২ - ৫৫ কিলোমিটার প্রতি লিটার। অপর দিকে হাইওয়ে রাইডে আমরা পেয়েছি ৬০ কিলোমিটার প্রতি লিটার। লক ডাউনের পর পর ১০০ থেকে ১২৫সিসি সেগমেন্টের কমিউটার বাইকের বিক্রি অনেক বেড়েছে। Hero Ignitor 125 2020 IBS বাইকটি নতুন সব ফিচার্স নিয়ে ১২৫সিসি সেগমেন্টে প্রতিযোগীদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে।