ঢাকায় হোন্ডা’র নতুন শোরুম : মাসমিনু মটরস

This page was last updated on 03-Jan-2025 11:05am , By Shuvo Bangla

ঢাকায় হোন্ডার নতুন একটি শোরুম খোলা হয়েছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি ঢাকার উত্তরায় জসিমউদ্দীন অ্যাভিনিউয়ে মাসকো গ্রুপের অঙ্গসংগঠন মাসমিনু মটরস নামে নতুন ডিলার পয়েন্ট চালু করে।

ঢাকায় হোন্ডার নতুন একটি শোরুম খোলা হয়েছে।

এটা ঢাকায় বিএইচএল এর কারওয়ান বাজার ও মিরপুরের পর তৃতীয় শোরুম এবং দেশে ৩৪তম। শোরুম উদ্বোধন অনুষ্ঠানে টিম বাইকবিডি’কে সদয় আমন্ত্রণ জানানোর জন্য আমরা বিএইচএল ও মাসকো গ্রুপের কাছে কৃতজ্ঞ।

উদ্বোধন অনুষ্ঠানে মাসমিনু মটরস এর পক্ষে উপস্থিত ছিলেন :

১. এম এ সবুর (চেয়ারম্যান, মাসকো গ্রুপ ও চেয়ারম্যান, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক)

২. আহমেদ আরিফ বিল্লাহ (ব্যবস্থাপনা পরিচালক, মাসকো গ্রুপ ও এমডি, মাসমিনু মটরস)

৩. ফাহিমা আখতার (পরিচালক, মাসকো গ্রুপ)

৪. রোমান আহমেদ (সিওও, মাসমিনু মটরস ও মাসকো প্রপার্টিজ লিমিটেড)

অন্যদিকে বিএইচএল এর পক্ষে উপস্থিত ছিলেন :

১. জনাব ইউচিরো ইশি (এমডি ও সিইও) ২. জনাব রাকিবুল হাসান (জ্যেষ্ঠ্ সহ. ব্যবস্থাপক, বিক্রয় ও বিপণন) ৩. জনাব শহিদুল ইসলাম (সহ. ব্যবস্থাপক, গ্রাহক সেবা) ৪. মো. মোস্তাফিজুর রহমান (জ্যেষ্ঠ নির্বাহী, বিক্রয় ও বিপণন)

Also Read: ঢাকায় হোন্ডা লিমিটেডের (বিএইচএল) নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন

অনুষ্ঠানে জনাব ইশি জানান, হোন্ডা বিশ্বের #১ নম্বর মোটরসাইকেল ব্র্যান্ড এবং তারা অচিরেই বাংলাদেশেও #১ নম্বর ব্র্যান্ড হয়ে উঠবে। তিনি এ সময় বাংলাদেশের সাধারণ মানুষের হাতে সর্বোৎকৃষ্ট ডিজাইনের, জ্বালানি সাশ্রয়ী ও টেকসই মোটরসাইকেল তুলে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

তাছাড়া তারা বিক্রয়োত্তর সেবার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব আরোপ এবং বাজারে প্রচলিত হোন্ডার সকল মডেলের বাইকের খুচরা যন্ত্রাংশের দ্রুত সরবরাহ নিশ্চিত করবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ সরকারকে সিকেডি মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর অনুরোধ করেন, যাতে এদেশের মানুষ স্বল্প মূল্যে মোটরসাইকেল পেতে পারে।

জনাব ইশি আরো বলেন, বিএইচএল এখনই বাংলাদেশে ২৫০ সিসি মোটরসাইকেল আনার প্রয়োজন দেখছে না। কারণ এদেশে এ ধরনের অধিক সিসির বাইকের তেমন ক্রেতা নেই। পাশাপাশি তিনি বলেন, পার্শ্ববর্তী ভারতের তুলনায় বাংলাদেশে বাইকের ওপর ট্যাক্স অনেক বেশি এবং বাইক কোম্পানিগুলোর সুযোগ-সুবিধাও অনেক কম।

Also Read: হিরো গ্ল্যামার বনাম হোন্ডা শাইন এর তুলনামূলক রিভিউ পড়ুন

শোরুম উদ্বোধন অনুষ্ঠানে মাসমিনু মটরস কর্তৃপক্ষ জানায়, তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা প্রদান করবে এবং অচিরেই দেশে হোন্ডার এক নম্বর ডিলারের স্থান দখলে নিবে। তাছাড়া তারা যতো দ্রুত সম্ভব কিস্তিতে মোটরসাইকেল বিক্রিও শুরু করবে।

হোন্ডা বাংলাদেশ লিমিটেডই প্রথম কোম্পানি যারা ২০১৬-১৭ অর্থবছরে মোটরসাইকেল আমদানির (সিকেডি) শুল্ক কমানোর পর বাইকের দাম কমিয়েছে।

হোন্ডার বর্তমান পণ্য তালিকা ও মূল্য

মডেলের নামইঞ্জিন ডিসপ্লেসমেন্টবর্তমান মূল্য (১৭ অক্টোবর ১৬)
সিডি৮০৭২৯৯,৯০০
ওয়েভ আলফা১০০১৩৫,০০০
নিও ড্রিম১১০১৪২,৫০০
সিবি শাইন১২৫১৬৩,০০০
সিবি ট্রিগার(এসডি)১৫০ (এয়ার কুলড)২০৫,৫০০
সিবি ট্রিগার(ডিডি)১৫০ (এয়ার কুলড)২১৫,০০০
সিবিআর১৫০আর(ভারতীয়)১৫০(পিজিএমএফআই ওয়াটার কুলড)৪৯০,০০০

 

Also read: All Latest শোরুম Updates Bangladesh

আমরা টিম বাইকবিডি বাংলাদেশ হোন্ডা লিমিটেড ও মাসমিনু মটরস এর সাফল্য কামনা করছি।

হোন্ডার নতুন শোরুমের ঠিকানা

মাসমিনু মটরস

বাড়ি : ৬, সড়ক : ১, সেক্টর : ৩

জসিমউদ্দীন অ্যাভিনিউ, উত্তরা

ঢাকা ১২৩০

মুঠোফোন : ০১৬১৪ ২২২ ৪৭০

Facebook Fan Page: https://www.facebook.com/MasminuMotors

টিম বাইকবিডির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :

শুভ্র সেন : প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক

মো. সালেহ্ : সম্পাদক

ওয়াসিফ আনোয়ার : সম্পাদক ও টেস্ট রাইডার