শীতকালে বাইক ভালো রাখার ৪ টি টিপস - জানুন বিস্তারিত

This page was last updated on 29-Jul-2024 11:30pm , By Raihan Opu Bangla

শীতকালে বাইকে ছোট ছোট বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনি যদি শীতকালে বাইক ভালো রাখতে চান তাহলে এই কাজগুলো এক্ষুনি করে নিন। শীতকালে বাইক স্টার্ট নিতে অনেকের সমস্যা করে, এমনটা কেন করে ? এমন হলে কি করবেন ?


শীতকালে বাইক ভালো রাখার ৪ টি টিপস

১- ব্যাটারি চেক করুনঃ

শীতকালে আমাদের বাইকের ব্যাটারির উপর অনেক বেশি চাপ পরে। শীতকালে চারদিক কুয়াশায় ঢাকা থাকে, যার ফলে বাইকের লাইট অধিকাংশ সময়ে অন থাকে। আবার যারা রাতে বাইক রাইড করেন তারা এক্সটা লাইট ব্যবহার করে থাকেন , এর ফলে বাইকের ব্যাটারি বসে যায়। বাইকের ব্যাটারি যদি দূর্বল থাকে তাহলে শীতের সকালে বাইক স্টার্ট করতে আপনার অনেক কষ্ট হবে।

ব্যাটারি-চেক-করুন

তাই শীতের শুরুতেই ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষার করিয়ে নিন। ভোল্টেজ যাচাই করে দেখুন সঠিক আছে কিনা? একটি স্বাস্থ্যকর বাইকের ব্যাটারি 12.v এর উপরে হওয়া উচিৎ। ব্যাটারি যদি ঠিক থাকে টার্মিনালগুলিকে গ্রীস করুন এবং নিশ্চিত করুন যে সবকিছু সঠিক আছে এবং ময়লা থেকে মুক্ত রাখুন। বাইক চালালে ব্যাটারি ঠিক মত চার্জ হচ্ছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখুন। আপনি যদি এই জিনিসটা খেয়াল রাখেন তাহলে শীতকালে আপনার বাইক স্টার্ট দিতে আশাকরি সমস্যা হবে না।

টায়ারের বর্তমান অবস্থা চেক করুন

২- টায়ারের বর্তমান অবস্থা চেক করুনঃ

বাইকের যে অংশটি সবচেয়ে বেশি ব্যাবহার হয় তা হল বাইকের টায়ার, টায়ার বাইকের জন্য খুব গুরুত্ত পূর্ণ। তাই শীতের শুরুতে বাইকের টায়ার দুটি ভালোভাবে চেক করে নিন। শীতকালে শিশিরের কারণে রাস্তা পিচ্ছিল থাকে তাই চাকার গ্রিপ খুব গুরুত্ব পূর্ণ আপনার নিরাপত্তার জন্য।

বাইকের টায়ার প্রেশার কিছুটা কমিয়ে রাখতে পারেন, এর ফলে ভেজা রাস্তায় ভালো গ্রিপ পাবেন। আবার বেশি কম করবেন না। শীতের মাসগুলিতে তাপমাত্রায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস ড্রপের জন্য চাপ 2psi যতটা কমে যায়, তাই বাইরে বের হওয়ার আগে বাইকের টায়ার প্রেশার চেক করে নিন।

mobil-1

৩- ইঞ্জিন অয়েল চেক করুনঃ

শীতের সময়টাতে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। আমি আমার বাইকে শীতের সময়টাতে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি। এতে করে ইঞ্জিন শীতকালে দ্রুত গরম হয়। শীতকালে যেহেতু অনেকেই বাইক কম ব্যবহার করেন সেক্ষেত্রে সিনথেটিক অয়েল ব্যবহার করলে সেটা মিনারেলের চাইতে বেশি দিন ভালো থাকবে।

৪- ফিল্টারগুলো চেক করুনঃ

শীতের শুরুতে আপনার বাইকের অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার পরিবর্তন করে নিন, এতে আপনি আপনার বাইক থেকে বেশ ভালো পারফরম্যান্স পাবেন। প্রতি ৩০০০ থেকে ৫০০০ কি মি পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে বলে মোটরবাইক ইঞ্জিনিয়ার গন।

শীতের রাতে বাইক রাইড করতে বের হলে অবশ্যই ভালো মানের পাওয়ারফুল লাইট ব্যবহার করুন, কখনো অনুমানের উপর অতিরিক্ত গতিতে বাইক রাইড করবেন না ।