রূপসা ট্রেডিং কর্পোরেশনের নববর্ষ অফার
This page was last updated on 06-Jul-2024 08:22am , By Shuvo Bangla
চঙকিং জংশেন অটোমোবাইল ইন্ডাষ্ট্রি কোম্পানি লিমিটেড (Chongqing Zongshen Automobile Industry Co. Ltd.) যাদের আমরা এখানে জংশেন মোটরসাইকেল নামেই উল্লেখ করছি, তারা মূলত মূল কোম্পানী জংশেন ইন্ডাষ্ট্রিয়াল গ্রুপ এর অধীনস্থ একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত মোটরগাড়ী, বিদ্যুৎচালিত বাইক, ইঞ্জেকশন প্লান্ট, পেইন্টিং ফ্যাক্টরী, সাউথ-চায়না মোটরসাইকেল ডিভিশন ও তাদের রিসার্চ এন্ড ডেভেলপ সেন্টার প্রভৃতি পরিচালনা করে।
রূপসা ট্রেডিং কর্পোরেশনের নববর্ষ অফার
জংশেন মোটরসাইকেল তাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কৌশলগত দর্শন মেনে চলে যা কিনা সমগ্র বৈশ্বিক প্রভাব, দীর্ঘস্থায়ী প্রানশক্তি তথা উৎপাদনের উৎকর্ষতা, আন্তর্জাতিক সহযোগীতা ও প্রযুক্তিগত নেতৃত্বের তত্ত্বে ও দর্শনে বিশ্বাসী। প্রতিষ্ঠানটি মূলত: মোটরসাইকেলের বিভিন্নধরনের শ্রেনীবদ্ধ সাধারন পন্যসমূহ উৎপাদন করে। তারা উৎপাদনের সাথে সাথে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্য সম্পুর্ণ রিসার্চ এন্ড ডেভেলপ সিষ্টেমের সমন্বয় ঘটিয়েছে যাতে পুরো উৎপাদন প্রক্রিয়ার ক্রমউন্নয়নের সাথে সাথে পন্যের সর্ব্বোচ্চ মান নিশ্চিত করে।
জংশেনের প্রস্তুতকৃত মোটরসাইকেলের মধ্যে স্ট্রিট সিরিজ, কাব সিরিজ, ক্রুজার সিরিজ, ডার্ট-বাইক সিরিজ, স্কুটার সিরিজ অন্যতম। এছাড়াও তারা বিশেষ ব্যবহারের জন্য কিছু বিশেষায়িত মোটরসাইকেল উৎপাদন করে। আর একথা একদম নিশ্চিতভাবে বলা যায় যে তাদের উৎপাদনের মান ও প্রযুক্তি সমগ্র চীনের মধ্যে নেতৃস্থানাধীন।
এছাড়াও জংশেন মোটরসাইকেল একনিষ্ঠভাবে নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টায় নিবেদিত আর বিশ্বায়নে বিশ্বাসী। ফলশ্রুতিতে তারা থাইল্যান্ড আর ব্রাজিলে আঞ্চলিকভাবে উৎপাদন শুরু করেছে। এছাড়াও আমেরিকা, ফিলিপাইন, নাইজেরিয়া, কলম্বিয়া, পাকিস্তান প্রভৃতি দেশে তাদের মার্কেটিং উয়িং পরিচালনা করছে। বর্তমানে জংশেন মোটরসাইকেল বিশ্বের ১০০টির ও বেশি দেশে তাদের পন্য বাজারজাত করছে। আর প্রায় ৮০টির ও বেশি দেশে তাদের ”জংশেন” ও ”জিপ-স্টার” ট্রেডমার্কের অধীনেই তাদের পন্য বাজারজাত করা হচ্ছে।
বাংলাদেশে রূপসা ট্রেডিং কর্পোরেশন বর্তমানে জংশেন মোটরসাইকেল ও হুন্দাই এর একমাত্র পরিবেশক। আর রূপসা ট্রেডিং কর্পোরেশন তাদের বাজারজাতকৃত দুটি হুন্দাই ও জংশেন মোটরসাইকেলে বিশেষভাবে নববর্ষ অফার ঘোষনা করেছে। তাদের নববর্ষ অফারে প্রতিটি মোটরসাইকেল ক্রেতাদের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন ছাড়াও আলাদাভাবে গিফট-হ্যাম্পার প্রদানের অফার রয়েছে। আর তাদের নববর্ষ অফার এর আওতাভুক্ত মোটরসাইকেল দুটো হলো Hundai GL150 Premio ও Zonghen CG125-4।
বাংলাদেশ সরকারের ঘোষনা মোতাবেক সকল মোটরসাইকেল চালকদের মোটরসাইকেল রেজিষ্ট্রেশনে উৎসাহীত করার জন্যে রূপসা ট্রেডিং কর্পোরেশন এর এই অফার ২০১৬ সালের ৩১মে জানুয়ারী পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও উক্ত মোটরসাইকেল দুটি ক্রয়ে ক্রেতা একটি করে হেলমেট, চাবির রিং আর রেইনকোট বিনামুল্যে গিফট-হ্যাম্পার হিসেবে পাবেন। চলুন তাহলে অফারের আওতাভুক্ত মোটরসাইকেল দুটো সম্পর্কে কিছুটা ধারনা নেয়া যাক।
Hundai GL150 Premio:
হুন্দাই জিএল১৫০ প্রিমিও বাইকটি হুন্দাইয়ের একটি ১৫০সিসি ধারনক্ষমতার মোটরসাইকেল, যা প্রথম দর্শনে বাজাজ-পালসার বাইকটির একটি প্রতিরুপ বলা যেতে পারে। বাইকটিতে ১৫০ সিসির ফোর ষ্ট্রোক এয়ার-কুল্ড ইঞ্জিন দেয়া আছে যা প্রায় ১৪ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। সাথে সাথে বাইকটি মোটামুটি ৪৫কিমি/লিটার মাইলেজও দিতে পারে। এতে আপনি পাবেন হাইড্রলিক ডিস্ক সংযোজিত ব্রেকিং সিষ্টেম। আর বাইকটি প্রায় ১১৫কিমি/ঘন্টা গতি তুলতে পারে। চলুন বাইকটির কারিগরী বিবরনসমূহ একনজর দেখা যাক।
Technical Specification
Model | HUNDAI, GL 150 Premio |
Engine Type | 4-Stroke, Single Cylinder, Air Cooled, Vertical type (Japan Standard) |
Bore x stroke (mm) | 63.5 x 62.2 |
Displacement (ml) | 149.5 |
Compression Ratio | 9.0:1 |
Max power/rev.kw/(r/min) | 10.5kw/8000 rpm |
Max Torque/Rev.N.M./(r/min) | 14.5 n.m/7000 r/min |
Starter | Kick/Electric |
Ignition | CDI (Japan Standard) |
Clutch type | Oil multi-plate type Hand clutch |
Transmission | 5 Gear Shift |
Dimension (L x W x H) mm | 2110 x 730 x 1135 |
Wheel Base (mm) | 1290 |
Tire Size (Front/Rear) | 2.75-18 / 3.25-18 |
Ground Clearance (mm) | 150mm |
Dry mass (kg) | 129.5 |
Max Load (kg) | 160 |
Brake (Fr./Rr.) | Hydraulic Brake, Disk/Drum |
Max Speed (km/h) | 115 Km/h |
Fuel consumption (L/100km) | 45 Km/L |
Fuel capacity (L) | 18 |
Meter | Digital / Analogue |
Color | Red/Black |
PRICE | 1,40,000 BDT |
Zonghen CG125-4:
জংশেন সিজি১২৫-৪ বাইকটি একটি ১২৫সিসি ধারন ক্ষমতা সম্বলিত চমৎকার ডিজাইনের বাইক। এর ১২৫ সিসির ফোর-ষ্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিনটি মূলত: দুটি সিলিন্ডার সম্বলিত, যা ১২ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। বাইকটির চমৎকার ডিজাইনের সাথে সাথে আপনি এতে পাবেন ফুল এ্যলয় রিম, সামনের চাকায ডিস্ক ব্রেক, পেছনে মনোশক এ্যবজরবার আর খুব আকর্ষনীয় ডাবল সাইলেন্সার পাইপ। বাইকটির ফুয়েল সাশ্রয়ের জন্যে তাতে জাপানী KEIHIN কার্বুরেটর সংযোজীত হয়েছে।
বাইকটি প্রতি লিটার তেলে মোটামুটি ৪৫কিমি চলতে পারে, আর ১২০কিমি/ঘন্টা গতিও তুলতে পারে। আর এর ডাবল সিলিন্ডারযুক্ত ইঞ্জিনের কারনে খুব মসৃন পারর্ফমেন্স পাওয়া সম্ভব, যা দুরের পথে উচ্চ গতিতে চলাচলে অত্যন্ত সহায়ক। বাইকটি সম্পর্কে আপনাদের আরো খানিকটা পরিস্কার ধারনার পাবার জন্য নিচের কারিগরী বিবরনসমূহ দেখে নিতে পারেন।
Technical Specification:
Model | ZONGSHEN, Model – CG125-4 |
Engine | 4-Stroke, Double Cylinder, Air Cooling (Japan Standard) Honda Knight configuration system |
Displacement (ml) | 125 |
Compression Ratio | 9: 1 |
Max power/rev.kw/(r/min) | 9.0kw @ 8500 rpm |
Ignition | CDI (Japan Standard) |
Starter | Electric (European Technology) |
Carburetor | KEIHIN DEKI (Japan) |
Clutch Type | Manual wet multi-plate |
Transmission | 5 Gear Shift |
Dimension (L x W x H) mm | 2070 x 730 x 1070 mm |
Wheel base | 1345 mm |
Min. Ground Clearance | 170 mm |
Net Weight (kg) | 130 |
Max Loading (kg) | 160 |
Fuel capacity | 17 L |
Wheel | Smart Alloy Rim |
Brake (Fr./Rr.) | Hydraulic Brake, Disc/Drum |
Max Speed | 120 km/h |
Fuel Economical Consumption | 45 Km/L |
Color | Red/Black/Grey |
Price | 1,10,000 BDT |
তো বন্ধুরা আমরা রূপসা ট্রেডিং কর্পোরেশন এর নববর্ষ অফার সম্পর্কে আপনাদের জানালাম আর সেই সাথে সাথে আমরা চেষ্টা করেছি অফার দেয়া বাইকদুটি সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারনাও দিতে। আপনারা আরো বিস্তারিত জানার জন্য ও বাইক দুটি সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। আর ভালোভাবে দেখার জন্যে রূপসা ট্রেডিং কর্পোরেশন এর শো-রুমেও চলে যেতে পারেন। আজ তবে এপর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেননা। সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।
যোগাযোগ:
রূপসা ট্রেডিং কর্পোরেশন
শো-রুম: বংশাল,ঢাকা
ফোন: ০১৬৭৫ ০০০ ২৮৬
*সকল ধরনের মূল্য, ছাড় ও কারিগরী বৈশিষ্ট্যসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, নীতি, বিপনন কৌশল অনুযায়ী সময়ের সাথে পরিবর্তীত হতে পারে। বাইক-বিডি এধরনের পরিবর্তনের জন্য কোনভাবেই দায়ী নয়।
অনুবাদকৃত: Rupsha Trading Corp-New Year Offer