বাজাজ ডিস্কভার ১১০ খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে

This page was last updated on 14-Jul-2024 03:57pm , By Saleh Bangla

বাজাজ ডিস্কভার বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল । শুধুই বাংলাদেশে না অন্যান্য জায়গায় যেমন এশিয়া এবং সাউথ আমেরিকান মার্কেটেও বাজাজ ডিস্কভার এর জনপ্রিয়তা অনেক । সেই সাফল্যের ধারা অনুসারে বাজাজ অটো কিছুদিন আগে ১১০সিসি সেগমেন্টের ডিস্কভার ব্র্যান্ডেড মোটরসাইকেল লঞ্চ করেছে । বাজাজ মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রবিউটার উত্তরা মোটরস লিমিটেড খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে বাইকটি লঞ্চ করার চিন্তা-ভাবনা করছে ।

উত্তরা মোটরস লিমিটেড খুব শীঘ্রই বাজাজ ডিস্কভার ১১০ বাংলাদেশে লঞ্চ করছে 

Bajaj-Discover-110 ২০০৩ সালে বাজাজ ডিস্কভার সিরিজ বাংলাদেশে যাত্রা শুরু করে এবং এখনো খুব সাফলতার সাথে চলছে । কমিউটিং সেগমেন্টের জন্য বাজাজ আসলে বেশি জনপ্রিয়। তাই বাইকগুলোর প্রধান বিষয়গুলো হল ফুয়েল ইকোনমি এবং লো মেইনটেন্স খরচ । বাজাজ যাত্রা শুরু করে ১২৫সিসি ক্যাপাসিটি মডেলের বাইক দিয়ে, তারপরে তারা ১৩৫ সিসি, ১০০সিসি এবং ১৫০ সিসি মডেলের ডিস্কভার লঞ্চ করে। ১১০ সিসি ডিস্কভারের সিরিজের একেবারে নতুন বাইক । যদিও বাজাজ ডিস্কভার ১১০ ২০০৫ সালে ১১২ সিসি ইঞ্জিন দিয়ে লঞ্চ হয়েছিল কিন্তু সেটা ছিল অন্য ধরনের বাইক ছিল। ২০১৮ সালের নতুন বাজাজ ডিস্কভার ১১০ নতুন বাজাজ ডিস্কভার ১১০ এ একেবারে নতুন নতুন আপডেট ফিচারস দেওয়া হয়েছে । এই বছরের জানুয়ারির দিকে ইন্ডিয়াতে নতুন এবং রিফ্রেশড ডিস্কভার ১২৫ লঞ্চ হয়েছিল। নতুন ডিস্কভার ১১০ সরাসরি ২০১৮ সালের নতুন ডিস্কভার ১২৫ এর মত করে তৈরি করা হয়েছে । bajaj-discover-110-bangaldesh লুকস এবং অন্যান্য ফিচারস মোটরসাইকেল প্রায় একই রকম । ইঞ্জিনও প্রায় একই রকম কিন্তু পার্থক্য হল শুধু এই বাইকটিতে বোর সিলিন্ডার । ডিস্কভার ১১০ এর বোর ডিস্কভার ১২৫ এর থেকে চিকন কিন্তু ফিচারস প্রায় একই রকম । আমরা আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে বাইকটি ১১০সিসি সেগমেন্টের কিন্তু ইঞ্জিন আসলে ১১৫.৪৫সিসি এর । ইঞ্জিনের ক্ষমতা ৮.৬ পিএস এবং টর্ক ৯.৮১ এনএম দিতে সক্ষম । ইঞ্জিনের ফিচারের মধ্যে আরো এসওএইচএস এবং ডিটিএস-আই টেকনোলজি দেওয়া আছে । বাইকটিতে কিক এবং ইলেক্ট্রিক দুই ভাবে স্টার্ট করা যায় এবং বাইকটির ইঞ্জিনের সাথে চারটি গিয়ার সংযুক্ত করা হয়েছে।bajaj-discover-110-price-in-bangladeshনতুন ফিচারস বাজাজ ডিস্কভার ১১০ এর আপডেটেড ফিচারস এর দিক দিয়ে নতুন বাজাজ ডিস্কভার ১১০ এর কালার স্কিম খুব সিম্পল এবং আর্কষনীয় । এছাড়া কালার এবং গ্র্যাফিক্সে অন্যান্য আপডেট হয় নাই । কিন্তু সব থেকে বেশি আপডেট এসছে হল অডো কনসোল এবং হেডল্যাম্প। নতুন অডো কনসোলে ডিজিটাল ডিসপ্লে এর সাথে এনালগ রেভ কাউন্টার । হেড লাইট সাইডের সিক্স পিস এলইডি ডিআরএল এর সাথে আরো উন্নত করা হয়েছে । baja-discover-110-price বাইকের হুইল রিমে আর কিছু আপডেট দেওয়া হয়েছে । বাজাজ ডিস্কভার ১১০ এ এ্যলয় রিম দেওয়া হয়েছে একেবারে নতুন ডিস্কভার ১২৫ এর মত । কিন্তু রিম এর ডিজাইন কিছুটা চেঞ্জ করা হয়েছে এবং বর্তমানে ১০টি এ্যলয় স্পুক রিম দেওয়া হয়েছে ।Bajaj-Discover-Ga0-in-Bangladesh-TO18 সব শেষে এখন প্রশ্ন হল যে উত্তরা মোটরস লিমিটেড বাজাজ ডিস্কভার ১১০ এর দাম কত করবে?? চিন্তার বিষয় নেই মাসের শেষের দিকে আমরা হয়ত শো-রুমে বাইকটি পাব । আর দামও খুব একটা বেশি হবে না এবং খুব শীঘ্রই বাইকের দাম বলে দেওয়া হবে । অতএব আরো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন । ধন্যবাদ সবাইকে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes