বাজাজ ডিস্কভার ১১০ খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে
This page was last updated on 14-Jul-2024 03:57pm , By Saleh Bangla
বাজাজ ডিস্কভার বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল । শুধুই বাংলাদেশে না অন্যান্য জায়গায় যেমন এশিয়া এবং সাউথ আমেরিকান মার্কেটেও বাজাজ ডিস্কভার এর জনপ্রিয়তা অনেক । সেই সাফল্যের ধারা অনুসারে বাজাজ অটো কিছুদিন আগে ১১০সিসি সেগমেন্টের ডিস্কভার ব্র্যান্ডেড মোটরসাইকেল লঞ্চ করেছে । বাজাজ মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রবিউটার উত্তরা মোটরস লিমিটেড খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে বাইকটি লঞ্চ করার চিন্তা-ভাবনা করছে ।
উত্তরা মোটরস লিমিটেড খুব শীঘ্রই বাজাজ ডিস্কভার ১১০ বাংলাদেশে লঞ্চ করছে
২০০৩ সালে বাজাজ ডিস্কভার সিরিজ বাংলাদেশে যাত্রা শুরু করে এবং এখনো খুব সাফলতার সাথে চলছে । কমিউটিং সেগমেন্টের জন্য বাজাজ আসলে বেশি জনপ্রিয়। তাই বাইকগুলোর প্রধান বিষয়গুলো হল ফুয়েল ইকোনমি এবং লো মেইনটেন্স খরচ । বাজাজ যাত্রা শুরু করে ১২৫সিসি ক্যাপাসিটি মডেলের বাইক দিয়ে, তারপরে তারা ১৩৫ সিসি, ১০০সিসি এবং ১৫০ সিসি মডেলের ডিস্কভার লঞ্চ করে। ১১০ সিসি ডিস্কভারের সিরিজের একেবারে নতুন বাইক । যদিও বাজাজ ডিস্কভার ১১০ ২০০৫ সালে ১১২ সিসি ইঞ্জিন দিয়ে লঞ্চ হয়েছিল কিন্তু সেটা ছিল অন্য ধরনের বাইক ছিল। ২০১৮ সালের নতুন বাজাজ ডিস্কভার ১১০ নতুন বাজাজ ডিস্কভার ১১০ এ একেবারে নতুন নতুন আপডেট ফিচারস দেওয়া হয়েছে । এই বছরের জানুয়ারির দিকে ইন্ডিয়াতে নতুন এবং রিফ্রেশড ডিস্কভার ১২৫ লঞ্চ হয়েছিল। নতুন ডিস্কভার ১১০ সরাসরি ২০১৮ সালের নতুন ডিস্কভার ১২৫ এর মত করে তৈরি করা হয়েছে । লুকস এবং অন্যান্য ফিচারস মোটরসাইকেল প্রায় একই রকম । ইঞ্জিনও প্রায় একই রকম কিন্তু পার্থক্য হল শুধু এই বাইকটিতে বোর সিলিন্ডার । ডিস্কভার ১১০ এর বোর ডিস্কভার ১২৫ এর থেকে চিকন কিন্তু ফিচারস প্রায় একই রকম । আমরা আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে বাইকটি ১১০সিসি সেগমেন্টের কিন্তু ইঞ্জিন আসলে ১১৫.৪৫সিসি এর । ইঞ্জিনের ক্ষমতা ৮.৬ পিএস এবং টর্ক ৯.৮১ এনএম দিতে সক্ষম । ইঞ্জিনের ফিচারের মধ্যে আরো এসওএইচএস এবং ডিটিএস-আই টেকনোলজি দেওয়া আছে । বাইকটিতে কিক এবং ইলেক্ট্রিক দুই ভাবে স্টার্ট করা যায় এবং বাইকটির ইঞ্জিনের সাথে চারটি গিয়ার সংযুক্ত করা হয়েছে।নতুন ফিচারস বাজাজ ডিস্কভার ১১০ এর আপডেটেড ফিচারস এর দিক দিয়ে নতুন বাজাজ ডিস্কভার ১১০ এর কালার স্কিম খুব সিম্পল এবং আর্কষনীয় । এছাড়া কালার এবং গ্র্যাফিক্সে অন্যান্য আপডেট হয় নাই । কিন্তু সব থেকে বেশি আপডেট এসছে হল অডো কনসোল এবং হেডল্যাম্প। নতুন অডো কনসোলে ডিজিটাল ডিসপ্লে এর সাথে এনালগ রেভ কাউন্টার । হেড লাইট সাইডের সিক্স পিস এলইডি ডিআরএল এর সাথে আরো উন্নত করা হয়েছে । বাইকের হুইল রিমে আর কিছু আপডেট দেওয়া হয়েছে । বাজাজ ডিস্কভার ১১০ এ এ্যলয় রিম দেওয়া হয়েছে একেবারে নতুন ডিস্কভার ১২৫ এর মত । কিন্তু রিম এর ডিজাইন কিছুটা চেঞ্জ করা হয়েছে এবং বর্তমানে ১০টি এ্যলয় স্পুক রিম দেওয়া হয়েছে । সব শেষে এখন প্রশ্ন হল যে উত্তরা মোটরস লিমিটেড বাজাজ ডিস্কভার ১১০ এর দাম কত করবে?? চিন্তার বিষয় নেই মাসের শেষের দিকে আমরা হয়ত শো-রুমে বাইকটি পাব । আর দামও খুব একটা বেশি হবে না এবং খুব শীঘ্রই বাইকের দাম বলে দেওয়া হবে । অতএব আরো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন । ধন্যবাদ সবাইকে ।