GPX Demon GR165R ৫০০০ কিলোমিটার রাইড রিভিউ - প্রিন্স
This page was last updated on 19-Nov-2023 04:36am , By Shuvo Bangla
আমি প্রিন্স মাহামুদুল ইসলাম । বর্তমানে আমি GPX Demon GR165R বাইকটি ব্যবহার করছি। আজ আমি আমার বাইকটি নিয়ে রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।
GPX Demon GR165R ৫০০০ কিলোমিটার রাইড রিভিউ - প্রিন্স
আমার প্রথম বাইক Yamaha CD Deluxe তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পরাশুনা করি । ওই বাইকটি দিয়েই বাইক চালানো শিখেছি । আমার ২য় বাইক হচ্ছে Honda CD 80 এরপর অনেক গুলো বাইক রাইড করি বর্তমানের ডেমন বাইকটি আমার ৩৭ নাম্বার বাইক ।
বাইক চালানোর মধ্যে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে , যার মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যায় । বাইক ছাড়া এত জায়গায় এত সহজে ঘুড়ে বেড়ানো সম্ভব হতোনা । ডিম পাহাড় , আলিকদম , থানচী , সাজেক , লামা , কেওক্রাডং এইসব জায়গায় বাইক নিয়ে ভ্রমন করে যে শান্তি এটা হয়তো বিকল্প কোণ যানবাহন দিয়ে সম্ভব না ।
আমি ছোটবেলা থেকে ঘুরতে পছন্দ করি । আর এই ঘোরাঘুরি করার জন্য আমার একমাত্র বাহন হচ্ছে বাইক । বাইক নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ঘুড়ে দেখেছি আলহামদুলিল্লাহ । বাইকিং এর মধ্যে ভালোলাগা কাজ করার পেছনে একটা কারন হচ্ছে বাইকিং গ্রুপ থেকে অনেক ভাই ব্রাদার পেয়েছি যাদের পেয়ে আমি অনেক সুখী । প্রতিটা জায়গায় ঘুরতে গিয়ে অনেক হেল্পফুল মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় , যেটা আমার কাছে খুব ভালো লাগে ।
ডেমন বাইকের লুকস কিছুটা হাই সিসি বাইকের মত তাই আমার এই বাইকটি ভালো লাগে । GPX একটি থাইল্যান্ড এর ব্রান্ড , যা নতুন মডেল নিয়ে বাংলাদেশে এসেছে তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক । বাংলাদেশে যত স্পোর্টস বাইক আছে সবগুলোই কিনেছি শুধু এটাই বাকি ছিল ।
২০১২ সালের পর থেকে কোন নেকেড বাইক চালাইনি তাই স্পোর্টস বাইকই আমার পছন্দের । বাইকটি আমি কিনেছিলাম GPX এর শোরুম Speedoz LTD থেকে । রেজিস্ট্রশন খরচ ছাড়া বাইকটির মার্কেট প্রাইজ ছিল ৩ লক্ষ ৬০ হাজার টাকা ।
বাইকটি কিনতে যাওয়ার দিন উত্তরার বাসা থেকে ভাইয়ার কার নিয়ে চলে গেলাম মহাখালী স্পিডোজ শোরমে । অনেক বাইকই তো চালালাম তাই জিপিএক্স পাওয়ার পর মনে হলো কোন কিছুই বাদ থাকলোনা । স্বপ্ন পূরন হয়ে গেছিল আলহামদুলিল্লাহ ।
বাইকটির লুকস , কন্ট্রোলিং অনেক ভালো । ১৬৫ সিসি হওয়াতে ইঞ্জিন পাওয়ারও অনেক ভালো । স্পিডের ব্যাপারে আর আগ্রহ নেই , স্পিডিং এর নেশায় অনেক প্রিয় মানুষকে মরে যেতে দেখেছি । নিজেও আগে স্পিডিং করতাম । তবে জানার আগ্রহ থেকে একবার স্পিড চেক করেছিলাম যমুনা ব্রীজে ১৪৮ টপ স্পীড পেয়েছিলাম ।
বাইকটির ব্রেকিং সাসপেনশন আমার কাছে অনেক ভালো মনে হয়েছে । তবে বেশি ভালো লেগেছে বাইকটির লুকস । বাইকের মেন্টিনেন্স খরচ একটু বেশি তবুও আমি এটি পছন্দ করি ।
এখন পর্যন্ত কয়েকবার সার্ভিস করিয়েছি । ঢাকায় থাকলে ট্যুরে বের হওয়ার আগেই সার্ভিস করাই । অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই বেশি সার্ভিস করাই । মাইলেজ বেশ ভালো পাচ্ছি । এখন পর্যন্ত ৫০০০ কিলোমিটার এর মত বাইকটি চালিয়েছি । মাইলেজ ৩৬-৪০ এর মত পেয়েছি ।
বর্তমানে বাইকটিতে আমি SPX 10w30 Fully Synthetic ইঞ্জিন অয়েল ব্যবহার করি । এর আগে Motul 7100 ব্যবহার করতাম । এখন পর্যন্ত কোন পার্টস পরিবর্তন করিনি । কিছু মডিফাই করেছি ।
GPX Demon GR165R বাইকটির কিছু ভালো দিক -
- লুকস
- কম্ফোর্ট
- কন্ট্রোলিং
- বিল্ড কোয়ালিটি
GPX Demon GR165R বাইকটির কিছু খারাপ দিক -
- মেন্টিনেন্স খরচ কিছুটা বেশি
- পার্টস এভেলিভিলিটি কিছুটা কম
- পার্টস এর দাম তুলনামূলক বেশি
লং রাইডের মধ্যে Yamaha Riding Fiesta তে রাজশাহী থেকে কক্সবাজার গিয়েছিলাম মাঝখানে ঢাকায় ২ ঘন্টার মত বিশ্রাম নিয়েছিলাম । এটা ছিল অনেক মজার একটি রাইড ।
টপ স্পিড , মাইলেজ , থ্রটল রেস্পন্স , পার্টস এভেলিভিলিটি এসব কারনে আমি বাইকটি রিকমেন্ড করবো । তবে বাজেট বেশি হলে R15 V3 , V4 , CBR নিতে পারেন । ধন্যবাদ ।