This page was last updated on 18-Jan-2025 05:53pm , By Shuvo Bangla
বাংলাদেশের বাইকারদের জন্য স্পোর্টস বাইক এখন হালের ট্রেন্ড, এবং সেই ধারাবাহিকতাতেই বাজারে নতুন একটি স্পোর্টস বাইক যুক্ত হয়েছে, যা হচ্ছে Suzuki GSX-S150 .
সুজুকি জিএসএক্স-এস১৫০ এর ইঞ্জিন ১৯বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অন্যান্য স্পোর্টস বাইকের ন্যায় এই বাইকের ইঞ্জিনও ওয়াটার কুলড এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সমৃদ্ধ। এর সম্পূর্ন শক্তি কাজে লাগাতে এর ইঞ্জিনটিতে ছয় স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্স দেওয়া হয়েছে।
Suzuki gsx-s150বাইকটিতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, এলয় হুইল এবং ভালো গ্রিপিং এর জন্য রয়েছে ১৩০ এমএম টায়ার। রাতে রাইডিং এর ক্ষেত্রে পর্যাপ্ত আলোর জন্য ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট। এর ফুয়েল ট্যাংকটি ১১ লিটার ধারণক্ষমতাসম্পন্ন। বাইকটির ওজন মাত্র ১২৭ কে.জি। বাংলাদেশের ১৫০ সিসি নেকেড স্পোর্টস সেগমেন্টে Suzuki GSX-S150 সবচাইতে শক্তিশালি বাইক।
Suzuki GSX-S150 এর স্পিডোমিটারটি সম্পূর্ণ জিএসএক্স-আর১৫০ এর মতো, ফুল এলইডি এবং জিক্সার এর সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ। এতে স্প্লিট সিট রয়েছে, যা এর স্টাইলিংকে করে তোলে আরো বেশি আকর্ষনীয়। ইঞ্জিনকে ময়লা ও কাদা থেকে সুরক্ষা দিতে বাইকটিতে ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে। সুজুকি জিএসএক্স-এস১৫০ বাইকটিতে Suzuki GSX-R150 এর কী-লেস এন্ট্রি ছাড়া আর বাকি সব ফিচারই রয়েছে।
Suzuki GSX-S150 বাইকটি চারটি ভিন্ন রঙ এ বাজারে পাওয়া যাবে। আমরা যতদূর জানতে পেরেছি এর বিক্রয়মূল্য আনুমানিক ৩,৬৫,০০০ থেকে ৩,৭০,০০০ টাকা এর মতো হতে পারে।
Suzuki GSX-S150 এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড থেকে বিভিন্ন বাইক আসছে, এবং আশা করা যাচ্ছে যে এই বাইকগুলোর সাথে প্রতিযোগীতা করার জন্য ভারতীয় কোম্পানিগুলোও খুব শীঘ্রই তাদের নিত্যনতুন বাইক মডেল বাংলাদেশের সকলের সামনে উম্মোচন করবেc